খেলবে তোমরা, চাপ নেব আমি, বললেন সর্দার সিংহদের কোচ |
ওমান, কোরিয়া ও বাংলাদেশকে সব মিলিয়ে ১৯ গোল দেওয়ার পর এশিয়া কাপ হকির সেমিফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতই খাতায় কলমে এগিয়ে। তা সত্ত্বেও বিপক্ষকে বেশ সমীহ করছে ভারত।
শেষ চারের লড়াইয়ে নামার আগে বৃহস্পতিবার অধিনায়ক সর্দার সিংহ বলেন, “সাম্প্রতিক কালে এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। মালয়েশিয়া বেশ কঠিন প্রতিদ্বন্দ্বী। ওদের ব্যাপারে আগাম আন্দাজ করা বেশ কঠিন। তা ছাড়া কাল আমাদের শুধু ওদের দলের বিরুদ্ধে নয়, পুরো স্টেডিয়ামের বিরুদ্ধে লড়ে জিততে হবে। ঘরের মাঠে ওরা আরও কঠিন হয়ে উঠবে। তবে আমরা ‘ফোকাসড’ আছি। জানি কাল জিততেই হবে আমাদের। সেই আত্মবিশ্বাসও রয়েছে দলের ছেলেদের।”
সতর্ক দলের অন্তর্বর্তী কোচ রোলান্ট অল্টম্যানসও। দলের দুই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ রূপিন্দর ও রঘুনাথের ভূমিকায়ও বেশ খুশি তিনি। বলেন, “৬০ শতাংশ পেনাল্টি কর্নার থেকে গোল পেয়েছি আমরা। এই পরিসংখ্যানটা কিন্তু বেশ ভাল। ওদের দু’জনের পারফরম্যান্স বেশ ভাল।” শুক্রবারের ম্যাচ নিয়ে কোচের বক্তব্য, “হাড্ডাহাড্ডি লড়াই হবে। ছেলেদের বলেছি চাপ নিও না। শুধু হকিটা ভাল করে খেলো। যা চাপ নেওয়ার, সব আমি নেব।”
আগামী বছর নেদারল্যান্ডসে বিশ্বকাপ হকিতে যোগ্যতা অর্জন করার জন্য ভারতকে পরের দু’টি ম্যাচে জিততেই হবে।
১৯৭১-এ বিশ্বকাপ শুরুর পর থেকে অবশ্য কোনও বার ভারতকে ছাড়া বিশ্বকাপ হয়নি।
|
ফাইনালে ওঠার লড়াইয়ে আজ এগিয়ে ভারত
নিজস্ব প্রতিবেদন |
ওমান, কোরিয়া ও বাংলাদেশকে সব মিলিয়ে ১৯ গোল দেওয়ার পর এশিয়া কাপ হকির সেমিফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতই খাতায় কলমে এগিয়ে। তা সত্ত্বেও বিপক্ষকে বেশ সমীহ করছে ভারত। সতর্ক দলের অন্তর্বর্তী কোচ রোলান্ট অল্টম্যানসও। দলের দুই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ রূপিন্দর ও রঘুনাথের ভূমিকায়ও বেশ খুশি তিনি। বলেন, “৬০ শতাংশ পেনাল্টি কর্নার থেকে গোল পেয়েছি। এই পরিসংখ্যানটা কিন্তু বেশ ভাল। ওদের দু’জনের পারফরম্যান্স বেশ ভাল।” শুক্রবারের ম্যাচ নিয়ে কোচের বক্তব্য, “হাড্ডাহাড্ডি লড়াই হবে। ছেলেদের বলেছি চাপ নিও না। শুধু হকিটা ভাল করে খেলো। যা চাপ নেওয়ার, সব আমি নেব।”
|