টুকরো খবর
শহরের বৈঠকে হয়তো শ্রীনি
আইপিএলে স্পট-ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তকারী রবি সাওয়ান্তের রিপোর্ট জমা পড়ল। এন শ্রীনিবাসন রিপোর্টটা বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে জমা দিয়েছেন। যে কমিটিতে আছেন বোর্ডের দুই ভাইস প্রেসিডেন্ট অরুণ জেটলি এবং নিরঞ্জন শাহ। এই কমিটি তাদের বক্তব্য পেশ করতে পারে সেপ্টেম্বরের শেষে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। তার আগে ১ সেপ্টেম্বর শহরে বোর্ডের ওয়ার্কিং কমিটি বৈঠকে শ্রীনিবাসন থাকতে পারেন বলে জানালেন বোর্ডের কোষাধ্যক্ষ রবি সবন্ত। “আমার মনে হয় শ্রীনিবাসন বৈঠকে থাকবেন। আর থাকলে অবশ্যই উনি মিটিং চেয়ার করবেন,” এ দিন বলেছেন সবন্ত। বোর্ডের কেউ কেউ আবার মনে করছেন, ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে কী বিচার হয়, তার উপরই শ্রীনিবাসনের বৈঠকে আসা না-আসা নির্ভর করছে। বোর্ডের দুর্নীতিদমন শাখার প্রধান সাওয়ানি-কে দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রীসন্ত, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বণের বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে। বোর্ড সূত্রের খবর, গত মাসে শ্রীনিবাসনকে তাঁর রিপোর্ট জমা দেন সাওয়ানি।

পুরনো খবর:
কাউন্টিতে গম্ভীর ব্যর্থ
ভারতীয় দল থেকে বাদ পড়া ওপেনার গৌতম গম্ভীরের কাউন্টি মরসুম মোটেই ভাল যাচ্ছে না। এসেক্সের হয়ে তাঁর চতুর্থ ম্যাচেও ছবিটা বদলাল না। ফের হতাশাজনক পারফরম্যান্স করলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। গ্লস্টারশায়ারের বিরুদ্ধে প্রথম শ্রেণির ম্যাচে ব্যাট করতে নেমে এ দিন তিনি শূন্য রানেই আউট হয়ে গেলেন। এসেক্সের হয়ে এখন পর্যন্ত চারটে ম্যাচ খেলেছেন গম্ভীর। দুটো প্রথম শ্রেণির ম্যাচ এবং দুটো লিস্ট ‘এ’। চার ম্যাচে তাঁর স্কোর যথাক্রমে ৩১, ২১, ২ এবং ০। কাউন্টির হয়ে চারটে ম্যাচ খেলে হাফসেঞ্চুরির কাছাকাছিও পৌঁছতে পারেননি গম্ভীর। সিমারদের বিরুদ্ধে হালফিলে অস্বচ্ছন্দ দেখানো গম্ভীর এ দিনও তাঁর উইকেট দিয়ে এলেন ডান-হাতি সিমার উইলিয়াম গিডম্যানকে। মাত্র আটটা বল খেলেই এ দিন ড্রেসিংরুমে ফিরলেন গম্ভীর। ২০০৯-এর নিউজিল্যান্ড সফরের কয়েকটা ইনিংস বাদ দিলে ভারতীয় উপমহাদেশের বাইরে মুভিং বলের বিরুদ্ধে গম্ভীরের টেকনিক নিয়ে বরাবরই সমালোচনা হয়েছে। কাউন্টি সিমারদের বিরুদ্ধে টানা ব্যর্থতা তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন তুলে দিতে বাধ্য।

পুরনো খবর:
অবশেষে মনোবিদ বাংলার জুনিয়র দলে
অনূর্ধ্ব ১৯ বাংলা দলের ক্রিকেটারদের জন্যও এ বার মনোবিদ নিয়োগ করল সিএবি। বুধবারই ইডেনে ক্রিকেটারদের এই মোটিভেশনের প্রথম ক্লাস হল। স্পোর্টস মোটিভেটর মৃণাল চক্রবর্তী, যিনি ভারতীয় তিরন্দাজির সঙ্গেও যুক্ত ছিলেন, এ বার বাংলার জুনিয়র ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর কাজ করবেন। যদিও ভারতীয় বোর্ড কয়েক বছর আগেই বয়সভিত্তিক দলগুলির জন্য মনোবিদ নিয়োগের নির্দেশ দিয়েছে। কিন্তু এত দিন তা করতে পারেনি সিএবি। বুধবার ক্লাস নেওয়ার পর মৃণালবাবু বলেন, “প্লেয়ারদের শারীরিক ফিটনেস বজায় রাখার জন্য দলে যেমন বিশেষজ্ঞ থাকে, তেমন মানসিক ফিটনেস বজায় রাখার জন্যও কারও থাকা উচিত। আমি এ বার থেকে সেটাই করার চেষ্টা করব।” সিএবি সূত্রের খবর, এ বার থেকে সিনিয়র-সহ বাংলার সব বয়সভিত্তিক দলের সঙ্গেই মোটিভেটর বা মনোবিদ রাখার পরিকল্পনা রয়েছে। এ দিকে সিএবি এ দিন আর একটি অভিনব উদ্যোগ নিয়েছে। বাংলার অনূর্ধ্ব ১৬ দলে সুযোগ না পাওয়া ২৫ জন ক্রিকেটারকে আসন্ন মরসুমে সিএবি লিগের একটি দ্বিতীয় ডিভিশন ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে। তাদের কোচ থেকে সাপোর্ট স্টাফ-- সবই সিএবি জোগাবে। হঠাৎ কেন এমন উদ্যোগ, তা নিয়ে সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে এ দিন বলেন, “তরুণ ক্রিকেটাররা যাতে সিএবি-র নজরের বাইরে চলে না যায়, সে জন্যই এই ব্যবস্থা। ওদের সঙ্গে একজন প্লেয়ার কাম কোচ রাখার পরিকল্পনাও আছে।”

এশিয়া কাপের গ্রুপে অপরাজিত ভারত
দুই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ রূপিন্দর পাল সিংহ এবং ভি আর রঘুনাথের জোড়া হ্যাটট্রিকের উপর ভর করে এশিয়া কাপ হকিতে বাংলাদেশকে ৯-১ উড়িয়ে দিল ভারত। গ্রুপ লিগের তিনটে ম্যাচের মধ্যে তিনটেই জিতল তারা। গত সোমবারই কোরিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল। তিন ম্যাচ থেকে ন’পয়েন্ট নিয়ে পুল ‘বি’-র শীর্ষ দল ভারত শুক্রবার মুখোমুখি হবে মালয়েশিয়ার। এ দিন প্রথমার্ধের শেষেই ৫-১ এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে আরও চারটে গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। প্রথমার্ধে হ্যাটট্রিকের পরে দ্বিতীয়ার্ধেও একটা গোল করেন রূপিন্দর। তাঁর সতীর্থ রঘুনাথ এ দিন হ্যাটট্রিক করে টুর্নামেন্টের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা। ছ’টা গোল করে তাঁর সঙ্গে একসঙ্গে এক নম্বরে দক্ষিণ কোরিয়ার জাং জং হিউন। ম্যাচের বাকি দুটো গোল করেন নিক্কিন থিমাইয়া এবং মালাক সিংহ। বাংলাদেশের একমাত্র গোলদাতা অধিনায়ক মান্নুর রহমান।

পুরনো খবর:
সুপার সিরিজ শুরুর আগেই বিতর্ক
ভারতে প্রথম বার সেপাকটাকরো ওয়ার্ল্ড সুপার সিরিজ শুরুর চব্বিশ ঘণ্টা আগেই ভারতীয় টিমের চার সদস্যকে সাসপেন্ড করল তাঁদের রাজ্য সংস্থা। রাজ্য সংস্থাকে না জানিয়ে সুপার সিরিজের প্রস্তুতি শিবিরে অংশ নেওয়ার জন্য ওই চার অ্যাথলিট আকাশ সিংহ, বিজেতা, ওমিতা এবং চাওবা-কে দশ বছরের জন্য সাসপেন্ড করল অল মণিপুর সেপাকটাকরো অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার থেকে দিল্লির ইন্দিরা গাঁধী ইন্ডোর স্টেডিয়ামে আইএসটিএএফ সুপার সিরিজ শুরু। ভারত ছাড়াও রয়েছে তাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, মায়ানমার, মালয়েশিয়া, ইরান, আমেরিকা, ব্রুনেই, ইন্দোনেশিয়া। শীর্ষ বাছাই তাইল্যান্ড, ভারত চতুর্থ বাছাই। সেপাকটাকরো ফেডারেশনের সচিব যোগেন্দ্র সিংহ দাহিয়া এ দিন বলেন, “এ রকম বড় মাপের টুর্নামেন্ট ভারতে হওয়ায় সেপাকটাকরো দেশে আরও জনপ্রিয় হবে।”

দুই চ্যাম্পিয়নের লড়াই
-নিজস্ব চিত্র
মেরি আন গোমসের সামনে চ্যালেঞ্জার তানিয়া সচদেব। মেয়েদের জাতীয় দাবার এই ম্যাচে তানিয়াকে উড়িয়ে দিলেন কলকাতার মেয়ে। ম্যাচের পর মেরি জানালেন, প্রতিপক্ষের দুর্বল দিক মাথায় রেখে একটা বিশেষ লাইন প্রস্তুতি নিয়েছিলেন। এবং সেটা খেটেও গেল। টুর্নামেন্টের তিন রাউন্ডের শেষে একা শীর্ষে অবশ্য স্বাতী ঘাটে (২.৫ পয়েন্ট)। মেরির পয়েন্ট ২, তানিয়ার ১.৫।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.