টুকরো খবর
কোভারম্যান্সের ভারত খেলবে অনুশীলন ম্যাচ
সাফ কাপের বাকি আর দশ দিন। প্রস্তুতির জন্য বাংলাদেশ-পাকিস্তান-নেপাল প্রচুর অনুশীলন ম্যাচ খেলছে বিভিন্ন দলের সঙ্গে। উইম কোভারম্যান্সের ভারত অবশ্য তাজিকিস্তান থেকে ফেরার পর এখনও একটিও ম্যাচ খেলেনি। জাতীয় কোচ না কি চাইছিলেন কিছু ভাল টিমের সঙ্গে ম্যাচ খেলতে। নবি-সুব্রত-লালকমলদের প্রথম অনুশীলন ম্যাচ খেলতে দেখা যাবে রবিবার। বেঙ্গালুরু এফ সি-র বিরুদ্ধে। যে দলে এ বার আই লিগ খেলার নাম লিখিয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি অবশ্য এই ম্যাচে খেলবেন দেশের জার্সি পরেই। ওই ম্যাচে টিম ফর্মেশন তৈরি করতে পারেন ডাচ কোচ। শিবিরে থাকা ২৭ ফুটবলারই তাই প্রচন্ড আগ্রহী ম্যাচ নিয়ে। বেঙ্গালুরুতে বুধবার অনুশীলন হল দু’বেলাই। মেহতাব জ্বর সেরে যাওয়ায় হালকা অনুশীলন করেন।

পুরনো খবর:
ম্যাঞ্চেস্টারের উদ্যোগ
একাধিক বার ইপিএল জয়ী ব্রিটেনের সবচেয়ে বিখ্যাত ফুটবল ক্লাবের দর্শকসংখ্যা ভারত এবং ব্রিটেন মিলিয়ে সাড়ে চার কোটিরও বেশি। এই দুই দেশের তরুণদের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে এ দিন অ্যাপোলো টায়ার্সের সঙ্গে তিন বছরের গাঁটছড়া বাঁধল সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অ্যাপোলো চেয়ারম্যান ওঙ্কার কানোয়ার এবং ম্যাঞ্চেস্টারের ম্যানেজিং ডিরেক্টর রাচির্ড আর্নল্ডের উপস্থিতিতে এ দিন ম্যান ইউ-এ ট্রেনিং কমপ্লেক্সে চুক্তির কথা ঘোষণা করা হল। ব্যবহৃত টায়ার থেকে ভারত এবং ব্রিটেনে ফুটবল পিচ তৈরির উদ্যোগ নিতে চলেছে অ্যাপোলো। যেখানে খেলতে পারবে স্থানীয় ফুটবলপ্রেমী তরুণরা। দুই সংস্থার আশা, এর মাধ্যমে তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়বে। তাদের লক্ষ্য, কম্পিউটার বা ইন্টারনেটের নেশা ছাড়িয়ে তরুণদের মাঠে নামানো। সুস্থ জীবনযাত্রার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই পিচের মধ্যে প্রথমটি তৈরি হবে ওল্ড ট্র্যাফোর্ডের মধ্যেই।

হকি অধিনায়ক হাসপাতালে
এশিয়া কাপ হকিতে নামার আগে জোর ধাক্কা খেল ভারতীয় দল। প্রবল জ্বর আর গলায় সংক্রমণ নিয়ে ইপো-র হাসপাতালে ভর্তি করতে হয়েছে অধিনায়ক সর্দার সিংহকে। মালয়েশিয়ায় খেলতে যাওয়া জাতীয় হকি দলের সঙ্গে কোনও চিকিৎসক পাঠানো হয়নি। হকি ইন্ডিয়া সচিব নরিন্দর বাত্রা-র সাফাই, নিয়মিত সাপোর্ট স্টাফ বিবি নায়েককে সেনাবাহিনী না ছাড়ায় ভারতীয় হকি দলের সঙ্গে চিকিৎসক পাঠানো যায়নি। “যত সময় গড়াচ্ছিল ততই সমস্যা বাড়ছিল। তাই সোমবার এখানকার হাসপাতালে ভর্তি হতে হয়েছে আমাকে,” বলেন সর্দার। আগামী বছর হকি বিশ্বকাপে কোয়ালিফাই করতে গেলে ভারতকে এই টুর্নামেন্ট জিততেই হবে। ভারতের প্রথম ম্যাচ ২৪ অগস্ট ওমানের বিরুদ্ধে।

অর্জুনের মধ্যে যুবি দেখছেন নিজেকে
সচিন-পুত্র অর্জুনকে ব্যাট করতে দেখে তাঁর ছোটবেলার কথা মনে পড়ে, এমনই জানালেন যুবরাজ সিংহ। বুধবার টুইটারে নিজের অ্যাকাউন্টে অর্জুনের নেটে ব্যাট করার একটি ছবি পোস্ট করে যুবরাজ এই মন্তব্য করেন। লেখেন, “অর্জুন তেন্ডুলকরকে ব্যাট করতে দেখে চণ্ডীগড়ের সেক্টর ১৬-য় আমার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে।”

সোমদেব এগোলেন
যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ালিফাইং রাউন্ডের প্রথম ম্যাচে সোমদেব দেববর্মন হারালেন ব্রাজিলের ফাবিয়ানো দে পাউলা-কে। বিশ্বের ১১৩ নম্বর ভারতীয় টেনিস তারকা নিজের চেয়ে ১১৪ ধাপ পিছনে থাকা প্রতিদ্বন্দ্বীকে হারান ৬-৪, ৬-৩। পরের ম্যাচে সোমদেবের লড়াই প্রাক্তন বিশ্বের ১৫ নম্বর মার্কিন রবি জিনেপ্রি-র সঙ্গে। সোমদেব বলেছেন, “এ বছরের শেষে বিশ্বের প্রথম একশোর মধ্যে ওঠা আমার লক্ষ্য। সে জন্য নিজের চোটটোটকে মাথায় না রেখে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে মূলপর্বে উঠে সেখানে ভাল কিছু করতে চাই।”

কোহলি ছ’নম্বরে
টি-টোয়েন্টির টাটকা র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলি ব্যাটসম্যানদের তালিকায় যুগ্ম ভাবে ছ’নম্বরে আছেন। সুরেশ রায়না আটে। বোলারদের তালিকায় প্রথম দশে ভারতীয় নেই। রবিচন্দ্রন অশ্বিন ১৬ নম্বরে। ২৩ অগস্ট পাক-জিম্বাবোয়ের দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। ২-০ জিতলে মহম্মদ হাফিজের দলের সঙ্গে শীর্ষে থাকা শ্রীলঙ্কার পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াবে ৩। ভারত (১২১) তিনে।

জীবনের প্রথম কাউন্টি ম্যাচে রানে নেই গম্ভীর
ছবি গেটি ইমেজেস।
জীবনের প্রথম কাউন্টি ম্যাচে সে ভাবে পারফর্ম করতে পারলেন না গৌতম গম্ভীর। নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে এসেক্সের হয়ে ফিল্ডিং করতে নেমে দুটো ক্যাচ, পরে ৬৭ বলে ৩১। এই টিমে তাঁর সতীর্থ ইংরেজ স্পিনার মন্টি পানেসর, যাঁর সঙ্গে সাসেক্স চুক্তি বাতিল করায় তিনি এখন এসেক্সে খেলছেন। এ ছাড়া গম্ভীরের টিমে রয়েছেন রবি বোপারা এবং কেকেআরের রায়ান টেন দুশখাতে।

পুরনো খবর:
জাবি আলোন্সোর চোট
ডান পায়ের হাড় ভাঙায় তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের বিখ্যাত মিডফিল্ডার জাবি আলোন্সো। বুধবার টিমের প্র্যাক্টিসে চোট পান ৩১ বছর বয়সি ফুটবলার। কুঁচকির চোটে ভুগছিলেন জাবি। জুনে অস্ত্রোপচার হওয়ায় কনফেড কাপেও খেলতে পারেননি তিনি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.