উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
যানজটের সমস্যা মিটবে, প্রশ্ন বাসিন্দাদের |
|
সীমান্ত মৈত্র, বনগাঁ: ফের দরজায় কড়া নাড়ছে পুরভোট। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ফের পরিষেবা নিয়ে পুরবাসীদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি নিয়ে দরজায় দরজায় হাজির হবেন। কিন্তু তার পরেও যে সমস্যা মিটবে না গত কয়েকটি ভোটের পরে তা বুঝে গিয়েছেন হাবরাবাসী। তাই এ বারও যে তার ব্যতিক্রম হবে না তা ভালই জানেন তাঁরা। উত্তর ২৪ পরগনার এই শহরের যানজট নিয়ে বাসিন্দাদের সমস্যা দীর্ঘদিনের। |
|
হাড়োয়ায় ভেড়িতে লুঠ, বোমা-গুলিতে জখম ৫ |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
জল নামছে না কেন, ক্ষুব্ধ প্রশ্ন প্লাবিত হাওড়ায় |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: চার দিকে শুধু জল আর জল। পথঘাট, খাল, ঘরবাড়ি— সবই জলের তলায়। জল কোথাও বুক, কোথাও বা কোমর অবধি। যাতায়াতের ভরসা কয়েকটি ডিঙি নৌকো ও ভেলা। আর সেই নৌকোয় চাপিয়েই জলে ডোবা ঘর থেকে রান্নার জিনিসপত্র, জামাকাপড় নিয়ে অপেক্ষাকৃত উঁচু জায়গায় এসে আশ্রয় নিতে হচ্ছে বাসিন্দাদের।
বন্যাপ্লাবিত গ্রাম নয়। এ দৃশ্য হাওড়ার ৫০ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার ভূতবাগান, পেয়ারাবাগান অঞ্চলের। |
|
|
দেখবেন মুখ্যমন্ত্রী,
তাই কাজে তৎপরতা |
দেবাশিস দাশ ও শান্তনু ঘোষ, হাওড়া: রাজ্যশাসনে গতি আনতে মন্ত্রী-আমলাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই তিনি জেলাশাসকদের জানিয়ে দিয়েছেন উন্নয়নের কাজকর্ম খতিয়ে দেখতে অক্টোবরের গোড়া থেকেই আবার জেলা সফর শুরু করবেন। আর মুখ্যমন্ত্রীর সেই সফরের আগেই জেলা জুড়ে বিভিন্ন অসমাপ্ত কাজে অগ্রগতি আনতে চাইছেন হাওড়ার নতুন জেলাশাসক শুভাঞ্জন দাশ। |
|
|
কর্মীর অভাবে চার বছর বন্ধ সরকারি পাঠাগার |
|
পদ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, তালা আরামবাগের পঞ্চায়েতে |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|
|
|