হুগলিতে রাখি
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার সাড়ম্বরে পালিত হল রাখীবন্ধন উৎসব। মাখলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী ছেলেমেয়েরা চণ্ডীতলা ১ এবং ২ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের সামনে সাধারণ মানুষ ও পঞ্চায়েতের লোকজনের হাতে রাখি পরিয়ে দেন। ডানকুনি হাউজিংয়ের কাছে পথচলতি মানুষ, গাড়ির চালকদের হাতে রাখী পড়ানো হয়। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে নানা জায়গায় রাস্তায় নেমে রাখি পরানো হয়। শ্রীরামপুরের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সুপার, চিকিৎসক রোগী এবং চেশায়ার হোমের আবাসিকদের হাতে রাখী পড়ানো হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা সকলের হাতে রাখী বেঁধে দেন। হুগলি জেলা নৃত্যোৎসব কমিটির উদ্যোগে রাখীবন্ধন উৎসব পালন করা হল। এ দিন সন্ধ্যায় ওই সংগঠনের উদ্যোগে শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠান হয়। আয়োজকরা জানান, কমিটির অধীন বিভিন্ন সংগঠনের তরফে নাচ-গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায়। |
পারিবারিক আদালত হোক মহকুমায়, দাবি
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগে পারিবারিক আদালত করার দাবিতে সোমবার অবস্থান বিক্ষোভ করলেন আরামবাগ আদালতের আইনজীবীরা। ল-ক্লার্করাও ঐ অবস্থান বিক্ষোভে অংশ নেন। আইনজীবী সংগঠনের সম্পাদক অলক কুণ্ডু বলেন, “জেলায় একটি করে পারিবারিক আদালত করার কথা বলা হয়েছে। কিন্তু তা চুঁচুড়া, চন্দননগর বা শ্রীরামপুরে হওয়ার কথা শোনা যাচ্ছে। তা হলে আরামবাগ মহকুমার মক্কেলদের প্রায় ১৩০ থেকে ১৫০ কিলোমিটার অবধি যাতায়াতের হয়রানি পোহাতে হবে। আমাদের দাবি, পারিবারিক আদালতটি আরামবাগে করা হোক। নতুবা আরামবাগ আদালতে যে পারিবারিক বিচার ব্যাবস্থা ছিল তেমনটাই চালু রাখা হোক। |
পড়ুয়াদের পাশে
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
যুব কংগ্রেসের উদ্যোগে বই-খাতা দেওয়া হল দুঃস্থ ছাত্রছাত্রীদের। মঙ্গলবার সন্ধ্যায় কর্মসূচি পালিত হয় উত্তরপাড়া জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগারের অদূরে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা। |
ফুটবলপ্রেমী দিবস
নিজস্ব সংবাদদাতা • বৈদ্যবাটি |
গত ১৬ অগস্ট ‘ফুটবলপ্রেমী দিবস’ উপলক্ষে শোভাযাত্রা বের করে শেওড়াফুলি-বৈদ্যবাটি মোহনবাগান ফ্যান্স ক্লাব। বৈদ্যবাটি থেকে শোভাযাত্রা শুরু হয়। বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় শ্রীরামপুরের চেশায়ার হোমের সামনে।
|
দুর্ঘটনায় মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
দাঁড়িয়ে থাকা ট্রেলারে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত ৩। জখম হয়েছেন একজন। মৃতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে বাগনানের কাছে চন্দ্রপুরে মুম্বই রোডে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মনসুর আনসারি (৩৬), মইউদ্দিন আনসারি (২৭) ও শাহাবাজ আনসারি (২১)। প্রত্যেকের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে। মনসুরই ট্রাকটি চালাচ্ছিলেন। এক জনের অবস্থা আশঙ্কাজনক। |