নিকাশি ব্যবস্থার সংস্কার চাই
কী প্রয়োজন: বেলুড় স্টেশন রোড, সাবওয়ে এবং বিধানপল্লির রাস্তাগুলিতে নিকাশি ব্যবস্থার উন্নয়ন।
কেন? এক পশলা বৃষ্টিতেই হাঁটু থেকে কোমর পর্যন্ত জলমগ্ন হয়ে পড়ে। অপরিকল্পিত ভাবে ড্রেন এবং বেলুড় থেকে বেলুড়মঠ পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
প্রস্তাব: ভারতীয় রেল ও বালি পুরসভার কাছে আবেদন, অবিলম্বে যৌথ উদ্যোগে এই সমস্যা সমাধানের চেষ্টা করুন।
যাতায়াতের রাস্তা মেরামত করুন
কী প্রয়োজন: সাঁকরাইল রেল স্টেশনের দু’পাশে যাতায়াতের রাস্তা শীঘ্রই মেরামত করা প্রয়োজন।
কেন? অন্যথায় বড় মাপের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা।
প্রস্তাব: একই সঙ্গে মুম্বই হাইওয়ের সঙ্গে গঙ্গাপারের রাস্তা প্রস্তাবিত ওভারব্রিজের সঙ্গে যুক্ত হলে যাতায়াতের প্রচুর সুবিধা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
মাজু স্টেশনটির প্রতি নজর দিন
কী প্রয়োজন: হাওড়া আমতা ব্রডগেজ রেলওয়ের যতগুলি স্টেশন রয়েছে তার মধ্যে ‘মাজু’ স্টেশনটির অবস্থা সবচেয়ে খারাপ। মাথার উপর ছাউনি ভেঙে গেছে, পাঁচিল ধসে গেছে, প্ল্যাটফর্ম চিড় খেয়ে বসে গেছে, অপরিচ্ছন্ন শৌচাগার-সব মিলিয়ে বেহাল দশা। মহেন্দ্রলাল, পাতিহালে বসার জায়গা বেহাল অনুপযুক্ত।
কেন? রক্ষণাবেক্ষণের অভাবেই এই অবস্থা দাঁড়িয়েছে।
প্রস্তাব: এগুলি সারানোর জন্য এবং একই সঙ্গে মাকড়দহ স্টেশনে পানীয় জলের সুব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
প্রাচীরে ঘেরা হোক আমতার বিদ্যালয়
কী প্রয়োজন: হাওড়া জেলার আমতা থানার অধীন ঘোষপুর জুনিয়র হাইস্কুল এবং ঘোষপুর নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০০ ছাত্রছাত্রী পড়াশুনা করে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য চতুর্দিকে প্রাচীরের বিশেষ প্রয়োজন।
কেন? বিদ্যালয়ে বহিরাগতদের অহেতুক যাতায়াতের ফলে অবাঞ্ছিত কাজকর্মও ঘটতে পারে।
প্রস্তাব: বিদ্যালয়ে দ্রুত প্রাচীরের ব্যবস্থা করার জন্য জেলা বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.