পাশাপাশি শব্দছক ৫২২২ উপর নীচে
উৎসাহের অভাব।
যথোচিত।
খেলনা, —দোকান।
১০ কলকাতা শহর পত্তনকারী
ইংরেজ, জোব—।
১১ ‘নিশিকুটুম্ব’ উপন্যাসের জন্য
অকাদেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক।
১২ দশমহাবিদ্যার এক রূপ।
১৩ দাড়িগোঁফে ঢাকা।
১৪ আরবির পরলোকগত।
১৬ প্রশংসার দ্বারা সম্মানিত।
১৮ সানাই ইত্যাদির ঐকতান বাদ্য।
২০ চাষবাসের উপযুক্ত জমি।
২১ সুকুমার শিল্পে দক্ষ।
২৩ তেজ, জাঁকজমক।
২৫ যুক্ত, সমন্বিত।
২৭ মনস্তত্ত্ব বিশারদ।
২৯ ব্যগ্রতা।
৩১ অল্প ঝোলযুক্ত একপ্রকার ব্যঞ্জন।
৩২ উচ্চ বর্ণের ক্ষত্রিয়।
৩৪ ইঁদুর।
৩৫ বাগধারায় যা খেয়ে লাগলে
বিপুল উদ্যমে কাজে নামা যায়।
৩৬ আপত্তিকর বস্তুর
খোঁজে গৃহাদিতে অনুসন্ধান।
৩৭ কথা, প্রতিশ্রুতি।
ধূর্ত, দুর্দান্ত।
জপানি প্রথায় কুস্তি।
অপহৃত দ্রব্য উদ্ধারের জন্য
তান্ত্রিক মন্ত্রবলে হস্তচালনা।
যে শ্মশানে মৃতদেহ দাহ না করে শিয়াল কুকুরের খাদ্য হিসেবে ফেলে রাখা হয়।
বড় গাছ, বনস্পতি।
মিষ্টি প্রলেপ দেওয়া কিন্তু
ঝাঁঝালো, —বাক্য, টকমিষ্টি।
শান্তিপূর্ণ ভাবে পাশাপাশি থাকা।
১৫ ইচ্ছে, —মাফিক।
১৬ ভূষণ, গৌরবের বস্তু।
১৭ উক্ত নামে পরিচিত কিন্তু
যথার্থতা নিয়ে সন্দেহ আছে।
১৯ ‘ওরে—পারুল,
ওরে শাল-পিয়ালের বন’।
২০ আরবির কৈফয়ত।
২২ চাতাল, পাকা মেঝে।
২৪ অবশ্যকর্তব্য।
২৬ কথায় বোঝা বা
বোঝানো যায় না এমন।
২৮ বিলয়প্রাপ্ত।
৩০ সুখে-দুঃখে অবিচলিত বা ধীর।
৩১ পোস্ট অফিস।
৩২ ফারসির ইনাম।
৩৩ শুভ মুহূর্তে জাত।
সমাধান ৫২২১
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.