নাচে-গানে রাখিবন্ধন বাদুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শিশুরা নিজেরা রাখি তৈরি করে অনুষ্ঠানের মাধ্যমে তা পরিয়ে দিল গ্রামবাসীদের হাতে। কয়েক বছর ধরেই এমন অনুষ্ঠান করে চলেছে বাদুড়িয়ার আঁধারমানিক গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। প্রতি বছর রাখি পূর্ণিমার কয়েকদিন আগে এই অনুষ্ঠান হয়। শনিবার এমনই এক রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল বাদুড়িয়ার কলিঙ্গ আদর্শ এফপি স্কুল চত্বরে। সেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই উৎসবে প্রতিবন্ধী ছেলেমেয়ে-সহ বহু মানুষ জমায়েত হয়েছিলেন। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের পর নাচ, গান, নাটক এবং কবিতার শেষে শুরু হয় রাখি পরানোর উৎসব। বয়স্করাও ওই অনুষ্ঠানে যোগ দিয়ে রাখি পরেন ও পরান। অন্যদিকে, বুধবার দুপুরে বাদুড়িয়া থানায় গিয়ে পুলিশ কাকুদের হাতে রাখি পরিয়ে দিল স্কুলের ছাত্রছাত্রীরা। পাল্টা পুলিশের পক্ষ থেকেও তাদের সকলকে রাখি পরিয়ে দেওয়া হয়। খাওয়ানো হয় মিষ্টি। এক ঘন্টার ছোট্ট অনুষ্ঠানে নাচ-গান করে দুটি স্কুলের ছাত্রছাত্রীরা। বাদুড়িয়া থানার অফিসার ইনচার্জ কল্লোল ঘোষ বলেন, “এই প্রথম দেখলাম থানায় এসে ছাত্রছাত্রীদের রাখি পরাতে। আমরা পুলিশকর্মীরা খুবই আনন্দ পেয়েছি।” |
মহকুমাশাসককে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ইছামতী নদী থেকে যন্ত্রের সাহায্যে বালি তোলাকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল কোদাল দিয়ে বালি কাটা শ্রমিকরা। বুধবার দুপুরে শ্রমিকরা মিছিল করে গিয়ে মহকুমা শাসকের দফতরে গিয়ে বিক্ষোভ দেখান। বসিরহাট পুরসভার কাউন্সিলর পার্থসারথি বসুর দাবি, যন্ত্রের সাহায্যে বালি তোলা হলে কয়েকশো শ্রমিক কাজ হারাবে। অন্যদিকে, যন্ত্র দিয়ে বালি তোলার কাজে যুক্ত ব্যবসায়ীরা মহকুমা শাসকের কাছে অভিযোগ করেন, শতাধিক যুবক ঋণ করে বালি তোলার যন্ত্র কিনেছেন। কাজ না হলে তাঁদেরই ক্ষতি হবে। মহকুমা শাসক শ্যামল মণ্ডল বলেন, “জেলা শাসকের ভূমি ও ভূমি রাজস্ব দফতর থেকে বালি তোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে বালি তোলার সঙ্গে জড়িত দু’পক্ষের বিষয়গুলি জেলা শাসককে জানানো হয়েছে।” |
মনোনয়ন জমা শুরু হাবরায়
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
হাবরায় আসন্ন পুরনির্বাচনের জন্য বুধবার মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। এ দিন বারাসতে মহকুমাশাসকের দফতরে তৃণমূল এবং বামেদের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া হয়। ২৪টি আসনের জন্য তৃণমূলের ২১ জন প্রার্থী মনোননয় জমা দিয়েছেন। যাঁদের মধ্যে ছিলেন বিদায়ী পুরপ্রধান তপতী দত্ত। সদ্য কংগ্রেস থেকে আসা নীলিমেশ দাস ও নারায়ণ সাহা। বামেদের তরফে এ দিন ২২ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। ২৪টি আসনের মধ্যে সিপিএম প্রার্থী দিচ্ছে ২২টিতে। সিপিআই এবং ফরওয়ার্ড ব্লক একটি করে আসনে প্রার্থী দেবে। ২০০৮-এ ২৩টি আসনের মধ্যে তৃমমূল পেয়েছিল ১১টি, সিপিএম ১০টি, কংগ্রেস ও নির্দল পেয়েছিল একটি করে আসন। |