বাকি সব ক্লাবের ভাগ্য ঝুলে থাকলেও, পাশ করে গেল পুণে এফ সি। ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো বারো ক্লাবকে আই লিগে খেলার জন্য আরও এক বছর ছাড়পত্র দেওয়া হবে কি না, তা জানা যাবে ২৭ অগস্ট। ক্লাব লাইসেন্সিং কমিটির সভায়।
পুণে আবেদন করেছিল কেন তাদের লাইসেন্স দেওয়া হল না সে জন্য। বাকি ক্লাবগুলির আবেদন ছিল, এক বছরের জন্য লাইসেন্সিং শর্ত পূরণ করার জন্য সময় চেয়ে। ফেডারেশনের অ্যাপিলস কমিটি, পুণেকে ছেড়ে দিয়ে বাকি বিষয়টি ফেরত পাঠিয়ে দিল লাইসেন্সিং কমিটির কাছে। তাদের বক্তব্য, সময় দিতে পারে একমাত্র লাইসেন্সিং কমিটিই। তারা ফের ক্লাবগুলিকে ফেল করালে তবেই তা যাবে অ্যাপিলস কমিটির সভায়। ফেডারেশন সূত্রের খবর, সব ক্লাবকেই আরও এক বছর সময় দেওয়া হবে। এখন যা চলছে সেটা শুধুই নিয়ম।
এ দিকে, মুম্বইতে প্রো লাইসেন্স কোর্সে কোচিং দেওয়ার সময় রব বান অসুস্থ হয়েছিলেন। এখনও সুস্থ হননি জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর। তিনি আর ফিরছেন না। তবে রব বানের জায়গায় আর বিদেশি কোনও টিডি নিতে চাইছে না ফেডারেশন। ফেডারেশন সচিব কুশল দাস যা ইঙ্গিত দিলেন তাতে স্বদেশী কোনও টিডিই আনতে চাইছেন তাঁরা। আর্মান্দো কোলাসো না সুভাষ ভৌমিক না অন্য কেউ? কার কথা ভাবছেন? কুশল বললেন, “সে রকম কারও নাম এখনও আলোচনায় উঠে আসেনি। রব বান তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার জন্য যে ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন সেটা মেনেই আমরা এগিয়ে যেতে চাই। যিনিই টিডি হয়ে আসুন তিনি এটাই করবেন। সেপ্টেম্বর বা অক্টোবরে কর্মসিমিতির সভায় এ ব্যাপারে আলোচনা হবে।”
|