টুকরো খবর
অ্যাথলেটিক্সে জেলার সাফল্য
২৫ তম পূর্বাঞ্চল জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সাফল্য পেল পশ্চিম মেদিনীপুরের অ্যাথলিটরা। জেলার ৬ জন অ্যাথলিট প্রতিযোগিতায় যোগ দেয়। এরমধ্যে রূপসী খাতুন দু’টি ইভেন্টে পদক পেয়েছে। হাইজাম্পে সে প্রথম স্থান দখল করে। শটপুটে তৃতীয় হয়। তুষ্ট মাহাতো ৬০০ মিটার দৌড়ে তৃতীয় হয়েছে। অগ্নিভ পান ১০০ মিটার হার্ডলস দৌড়ে দ্বিতীয় হয়েছে। বিশ্বজিৎ দাস হাইজাম্পে তৃতীয় স্থান দখল করে। আভা খাটুয়া দু’টি ইভেন্টে পদক পেয়েছে। ৪০০ মিটার দৌড়ে সে প্রথম স্থান দখল করে। জ্যাভলিন থ্রোতেও প্রথম হয়। এ বার রাজ্য অ্যাথলেটিক্সে জোড়া পদক পেয়েছিল রূপসী। ঝাড়খণ্ডের রাঁচিতে গত ১৭ অগস্ট থেকে ১৯ অগস্ট পূর্বাঞ্চল জুনিয়র অ্যাথলেটিক্স অনুষ্ঠিত হয়। পূর্বাঞ্চলে যারা প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে, তারা এ বার ন্যাশনাল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যোগ দেবে। সেপ্টেম্বরে কেরলের কোচিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মাঠের বাইরেও সমস্যায় কোভারম্যান্স
সাফ কাপে শক্ত গ্রুপে পড়া উইম কোভারম্যান্সের ভারত মাঠের বাইরেও সমস্যায়। পাসপোর্ট ও চোটের জন্য বাদ দিতে হয়েছে তিন জনকে। পরিবর্ত নিতে পারছেন না কোচ। কারণ, ইতিমধ্যেই তিরিশ জনের নাম নথিভুক্ত করেছে ফেডারেশন। যা বদলাতে রাজি নন সংগঠকরা। মহম্মদ রফিক ও করমার পাসপোর্ট নেই। চোট সমস্যায় ফেরত পাঠানো হয়েছে ডেঞ্জিলকে। এখন কাকে কোন পজিশনে খেলাবেন সেটাই চিন্তা ডাচ কোচের। শোনা যাচ্ছে রহিম নবিকে লেফটব্যাকে খেলানোর কথা ভাবছেন। এ দিকে জাতীয় দল বেঙ্গালুরুতে এ দিন অনুশীলন করল। মেহতাব হোসেন অবশ্য অনুশীলন করেননি। সোমবার থেকে মেহতাবের জ্বর। যদিও মেহতাব ফোনে বললেন, “জ্বর অল্প আছে। আশা করছি বুধবারের মধ্যেই কমে যাবে।”

চিনের যুব এশিয়াডে বর্ধমানের সৌম্যদীপ
চিনের মানঞ্জিং স্টেডিয়ামে যুব এশিয়াডে ১০০ মিটার দৌড়ে নামতে দেখা যাবে বর্ধমানের সৌম্যদীপ সাহাকে। সে একমাস ধরে অন্ধ্রে আয়োজিত ভারতীয় দলের প্রশিক্ষণ শিবিরে ছিল। দলের সঙ্গে ইতিমধ্যে ১০.৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ানো স্কুল ছাত্র সৌমদীপ মানঞ্জিং পৌঁছে গিয়েছে। বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স সচিব সুভাষ সাহা জানিয়েছেন, সেখানে আজ ২১ অগস্ট দৌড়োবে সে।

সমঝোতার খোঁজে অস্কার
মৃত বান্ধবী রিভা স্টিনক্যাম্পের পরিবারের সঙ্গে আদালতের বাইরেই সমঝোতা করে নিতে চাইছেন অস্কার পিস্টোরিয়াস। ২০১৪ মার্চে রিভাকে খুন করার অভিযোগে কাঠগড়ায় দাঁড়ানোর কথা দক্ষিণ আফ্রিকান প্যারালিম্পিক স্প্রিন্টারের। মামলা আদালতে ওঠার আগেই দু’পক্ষের মধ্যে সমঝোতা করার উদ্যোগ নিয়েছেন অস্কারের আইনজীবীরা। এ ব্যাপারে যদিও বেশি কিছু বলতে চান না তাঁরা।

পুরনো খবর:
দ্রাবিড়ের পরামর্শ
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য গোলাপি বলে খেলা রাত-দিনের টেস্ট খেলানোর পরামর্শ দিলেন রাহুল দ্রাবিড়। “টেস্ট ক্রিকেট হল গাছের সবচেয়ে প্রাচীন অংশগাছের গুঁড়ি। টি টোয়েন্টি আর ওয়ান ডে হল সেই গাছের ডালপালা,” বলে দ্রাবিড় যোগ করেছেন, “এক প্রজন্ম পরেই হয়তো এমন সময় আসবে যখন তরুণ ক্রিকেটাররা টেস্ট ভুলে টি-টোয়েন্টিকেই গুরুত্ব দেবে। তাতে ক্রিকেটের অপমান। তাই টেস্ট বাঁচাতে রাত-দিনের টেস্ট খেলানোর কথা ভাবা যেতেই পারে।”

বাতিল আরও তিন
যুব এশিয়ান গেমস থেকে বাতিল হয়ে গেলেন আরও তিন ভারতীয়। এ বার বয়স বেশি হওয়ার জন্য বাতিল হলেন তিন ভারোত্তলক চন্দ্রিকা তরফদার, জ্যোতি মাল এবং অক্ষয় ভাগওয়ান। তিন জনেরই জন্ম ১৯৯৬-এ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অ্যাথলেটিক্স এবং ভারোত্তলনে অংশ নিতে হলে প্রতিযোগীদের ১ জানুয়ারি ১৯৯৭-এর পরে জন্মাতে হবে। বাকি বিভাগে যদিও ১৭ বছরের বেশি বয়সের প্রতিযোগীরা অংশ নিতে পারেন।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.