|
|
|
|
যুব এশিয়াডে বয়স ভাঁড়িয়ে বাতিল ২১ ভারতীয় অ্যাথলিট
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কর্তাদের গাফিলতিতে চিনের নানজিং শহরে হেনস্থার মুখে ভারতীয় অ্যাথলিট দল ও ব্যাডমিন্টন প্লেয়াররা। বয়স ভাঁড়ানোর অভিযোগে এশিয়ান যুব গেমসে গিয়েও প্রতিযোগিতায় নামতে পারলেন না সতেরো জন ভারতীয় অ্যাথলিট। একই অভিযোগে কোর্টে নামা হয়নি চার ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ারও। মুখ বাঁচাতে তদন্ত কমিটি গঠন করছে সর্বভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। সংস্থার প্রেসিডেন্ট আদিল সুমারিওয়ালা মুম্বই থেকে এ দিন বলেন, “সংগঠকদের চিঠি ও ভিসা নিয়েই আমাদের ছেলেরা চিনে গিয়েছিল। ভুলটা কার সেটা বার করতেই এই তদন্ত কমিটি।”
বিদেশে গিয়ে ভারতীয়দের এই হেনস্থায় ক্ষুব্ধ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহ। বিষয়টি কানে আসতেই তিনি সাইয়ের ডিরেক্টর জেনারেল জি জি থমসনকে আদেশ দিয়েছেন পুরো ঘটনা তদন্ত করে দেখতে। |
বিতর্কের মধ্যেও আশা। স্কোয়্যাশ সিঙ্গলসে সোনা
জিতলেন ভারতের কুশ কুমার। ছবি: পিটিআই |
ক্রীড়ামন্ত্রীর নির্দেশ পাওয়ার পরে রাতেই সাই ডিরেক্টর জিজি এএফআইকে দায়ী করে বলেছেন, “বাতিল অ্যাথলিটদের নানজিংয়ে পাঠানোর জন্য বিমান খরচাই লেগেছে ১০ লাখ টাকা। অনূর্ধ্ব ১৭ বা তার কম বয়সি অ্যাথলিটদের পাঠানোর নিয়ম থাকলেও ১৮ বছরের অ্যাথলিটদের ওখানে পাঠিয়ে দেশকে অপমানিত করেছে ফেডারেশনই।” তিনি আরও বলেন, “চার ব্যাডমিন্টন খেলোয়াড়ের নাম দেরিতে পাঠানোয় তাদের নাম বাতিল করেছেন সংগঠকরা।”
ভারতীয় অলিম্পিক কমিটিও জেরবার। নিষিদ্ধ আইওএ-র অন্তর্বর্তী প্রেসিডেন্ট বিজয় কুমার মলহোত্র বলেছেন, “গণ্ডগোলটা ঠিক কোথায় সেটাই খতিয়ে দেখছি। এএফআইয়ের কাছে জানতে চেয়েছি কেন এ রকম অপদস্থ হতে হল দেশকে? যেহেতু আইওএ বর্তমানে নিষিদ্ধ, এএফআই যে তালিকা পাঠিয়েছে সেটাই আমরা নানজিংয়ের অর্গানাইজিং কমিটির কাছে পাঠিয়েছিলাম। বয়স খতিয়ে দেখার দায়িত্ব ছিল ফেডারেশনেরই।”
এ দিকে, এশিয়ান যুব চ্যাম্পিয়শিপ টেবল টেনিস থেকে ভারতের ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন অভিষেক যাদব। পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার ডানলে ফুকে হারান তিনি। ম্যাচের ফল ১১-৬,১১-৫,১৫-১৩, ৫-১১ ও ১৮-১৬। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী যে দুই সেমি-ফাইনালিস্ট হারবেন তারাও ব্রোঞ্জ পদক পাবেন। সেমিফাইনালে অভিষেকের প্রতিপক্ষ শীর্ষ বাছাই চিনের হেনডং ফ্যান। |
|
|
|
|
|