পল বিয়াগা এবং আবু কোণের সঙ্গে করিম বেঞ্চারিফার কাছে পরীক্ষা দিতে আসছেন কিনিয়ার স্ট্রাইকার এরিক মুরান্ডা। ৩১ বছরের এরিক খেলেন কিনিয়ার প্রিমিয়ার লিগ ক্লাব নাইরোবি সিটি স্টার্সে। ক্লাবের কাছে এরিকের যে জীবনপঞ্জী এসেছে তাতে ছয় ম্যাচে তিনি মাত্র দু’গোল করেছেন।
ওডাফা, ইচে, কাতসুমির সঙ্গে চতুর্থ বিদেশি বাছতে হিমশিম খাচ্ছেন ক্লাব কর্তারা। আবু ও পলের ট্রায়াল এখনও নেওয়া যায়নি কারণ দু’জনেই ভিসা সমস্যায় আসতে পারেননি। জানা গিয়েছে, আবুর ভিসা সমস্যা মিটে গেছে। বুধবার তিনি আসছেন। পলের ভিসা সমস্যাও মেটার পথে। এ দিন অনুশীলন শেষে করিম বললেন, “পলের ভিসা সমস্যা এখনও মেটেনি। আবু বৃহস্পতিবারের মধ্যে আসবে। এরিকেরও এই সপ্তাহের মধ্যে চলে আসার কথা।”
বিদেশিদের সই করানোর শেষ দিন ৩১ অগস্ট। এর পর জানুয়ারিতে ‘সেকেন্ড উইন্ডো’ খুললেই আবার বিদেশিদের সই করানো যাবে। তাই মোহন-কর্তারা চাইছেন তাড়াতাড়ি বিদেশি নির্বাচন করতে। ট্রায়াল দিতে আসা বিদেশিদের মধ্যে কাউকে কোচের পছন্দ না হলে ‘প্ল্যান বি’ তৈরি রাখা হচ্ছে। সেক্ষেত্রে চেনা কোনও বিদেশি নেওয়া হবে।
এ দিকে মোহনবাগানের বাতিল বিদেশি টোলগে মহমেডান জার্সি পরে গোলের পর গোল করে চলেছেন। এ দিন যুবভারতীতে কলকাতা পুলিশের বিরুদ্ধে জোড়া গোল করলেন তিনি। লুসিয়ানোর একটি গোল। মহমেডান জিতেছে ৩-০। ইউনাইটেড স্পোর্টস গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন মহমেডান কর্তারা। সংগ্রাম অবশ্য আরও কিছু দিন পুরনো ক্লাব ইউনাইটেডের জন্য অপেক্ষা করতে চান।
ইস্টবেঙ্গল আবার মরসুমের শুরু থেকেই চোট আঘাত সমস্যায় জর্জরিত। এ দিন হ্যামস্ট্রিং-এ চোট পান সুবোধ কুমার। তবে চোট গুরুতর নয় বলেই আশা করছেন লাল-হলুদ কোচ মার্কোস ফালোপা।
|