টুকরো খবর
দুরন্ত ফর্মে সাইনা
আইবিএল-কে কি নিজের হারানো শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মঞ্চ হিসেবে ব্যবহারের পরিকল্পনা নিয়েছেন সাইনা নেহওয়াল? বিশ্বের প্রথম অভিনব পেশাদার ব্যাডমিন্টন লিগের ঠিক আগেই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সতীর্থ হায়দরাবাদি পি ভি সিন্ধুর কাছে ভারতের ব্যাডমিন্টন রানি-র শিরোপা কার্যত খুইয়েছিলেন সাইনা। দেশের প্রথম মেয়ে হিসেবে সিঙ্গলসে বিশ্ব পদক জিতে চিনে ইতিহাস গড়েন সিন্ধু। কিন্তু প্রচারের তীব্র সার্চলাইট নিজের ওপর পড়তেই হয়তো চাপে পড়া টিনএজার সিন্ধু আইবিএলে একের পর এক ম্যাচ হেরে চলেছেন। অন্য দিকে সাইনা দুরন্ত ফর্মে।

জিতে সাইনা। ছবি: পিটিআই
হায়দরাবাদ হটশটসের প্রথম ম্যাচেই সিন্ধুকে মহাম্যাচে হারিয়ে সেই জয়যাত্রার শুরু হয়েছিল। এ দিন পুণে পিস্টন্সের বিরুদ্ধে একমাত্র মহিলা সিঙ্গলসে সাইনা এক গেম পিছিয়ে পড়েও দুর্দান্ত পাল্টা লড়ে ১৭-২১, ২১-১৯, ১১-৬ হারান বিশ্বের দু’নম্বর জুলিয়েন শেঙ্ক-কে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জার্মান মেয়ের জায়গাতেই সাইনা ছিলেন একটা সময়ে। বিশ্ব মিটে ব্যর্থতার জেরে এখন নেমে গিয়েছেন চার নম্বরে। কিন্তু আইবিএলে সাইনার ফর্ম তাঁর পুরনো মহাদাপটের কথাই মনে পড়িয়ে দিচ্ছে।

পুরনো খবর:
বীরুর পরামর্শ
তরুণ ক্রিকেটারদের প্রচারমাধ্যম সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিলেন বীরেন্দ্র সহবাগ। দিল্লি ক্রিকেট সংস্থার একটি কর্মশালায় জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার বলেন, “এক জন প্লেয়ার হিসেবে আমি এটুকু বলতে পারি, যদি আমি রান না করতে পারি মিডিয়া সমালোচনা করবেই। আবার সেই লোকগুলোই পরে ভাল ভাল কথা লিখতে বাধ্য হবে, যদি আমি আবার বড় রান পাই। এই কারণে প্লেয়ারদের মিডিয়া নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। এটা ক্রিকেট অ্যাসোসিয়েশনদের জন্যও খাটে।” এখানেই থামেননি বীরু। সঙ্গে যোগ করেন, “একজন ক্রিকেটারের ক্রিকেট প্রশাসনের কাজে মাথা না গলানোই উচিত। অন্য দিকে অ্যাসোসিয়েশনেরও উচিত ক্রিকেটকে কলুষিত না হতে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটার উঠে আসায় মদত দেওয়া।”

দেবিকার দ্বিমকুট
ভবানীপুর ব্যায়াম সঙ্ঘের টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে দ্বিমুকুট জিতলেন দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্টের দেবিকা সাউ। মেয়েদের সিঙ্গলস ছাড়া দেবিকা বালিকাদের বিভাগেও সেরা। পুরুষ সিঙ্গলস চ্যাম্পিয়ন দক্ষিণ কলকাতার সৌম্য পাল। এ ছাড়া জেতেন বিমান পাত্র (বালক), ঈশান যাদব (সাবজুনিয়র বালক), নেহা সাধু খান (সাবজুনিয়র বালিকা), অনুরাগ হালদার (ক্যাডেট), অঙ্কিতা দে (ক্যাডেট), সন্দীপন দাস (নার্সারি) ও ঈশিকা দেবনাথ (নার্সারি)।

কাউন্টির কোপে মন্টি
খারাপ সময় কাটছে না ইংল্যান্ডের স্পিনার মন্টি পানেসরের। মদ্যপ অবস্থায় হাঙ্গামা করার দায়ে তাঁর কাউন্টি ক্লাব সাসেক্স এ বার মন্টিকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল। আগামী মাসে মরসুম শেষের পরই তাঁর বেতন বন্ধ করে দেওয়া হবে। তত দিন দ্বিতীয় সারির কোনও টিমে মন্টিকে লোনে খেলতে হবে। সাসেক্স বিবৃতি দিয়ে জানিয়েছে, “গোটা পরিস্থিতি মাথায় রেখে ক্লাব সিদ্ধান্ত নিয়েছে মন্টিকে চুক্তি থেকে সরিয়ে দেওয়া হবে। এতে তাঁর ব্যক্তিগত এবং পেশাদার জীবনে আবার উঠে দাঁড়ানোর সুযোগ পাবেন তিনি।”

পুরনো খবর:
অবশেষে আজারেঙ্কা

ট্রফি নিয়ে আজারেঙ্কা। ছবি: এএফপি
সেরেনা উইলিয়ামসের সঙ্গে ১৪ বার লড়াইয়ে ১২ বারই হেরেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। কিন্তু রবিবার সিনসিনাটি ওপেনের ফাইনালে দিনটা বিশ্বের এক নম্বর মার্কিন তারকার ছিল না। তিন সেটের লড়াইয়ে বেলারুশ তারকা ২-৬, ৬-২, ৭-৬(৮-৬) সেরেনাকে হারিয়ে খেতাব জেতেন। সিনসিনাটিতে এটাই বিশ্বের দু’নম্বর আজারেঙ্কার প্রথম খেতাব। “দারুণ জয়। গ্রেট ম্যাচ,” বলেন আজারেঙ্কা।

টানা দ্বিতীয় হার বাংলার
চেন্নাইয়ে বুচিবাবু টুর্নামেন্ট মোটেই ভাল যাচ্ছে না বাংলার। কর্নাটকের পর এ বার অন্ধ্রপ্রদেশের কাছেও বিশ্রী ভাবে হারতে হল অনুষ্টুপ মজুমদারের বাংলাকে। বৃষ্টিবিঘ্নিত দু’দিনের ম্যাচে অন্ধ্রপ্রদেশ প্রথমে ব্যাট করে তোলে ৩০৩। বাংলার সৌরভ মণ্ডল পাঁচ উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২২৭ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোর অনুষ্টুপের ৫৩। এ ছাড়া অভিমন্যু ঈশ্বরণ করেন ৪৩। অর্ণব নন্দী ৩৪।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.