টুকরো খবর
দক্ষিণ আফ্রিকায় ফের পূজারার সেঞ্চুরি, ভারত ‘এ’-র দাপট
চেতেশ্বর পূজারার সেঞ্চুরি ভারত ‘এ’-কে বড় রানের ইনিংসের দিকে এগিয়ে দিল। সদ্য ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজ জয়ের পর ভারতীয়রা এখন দু’টি বেসরকারি টেস্ট ম্যাচের সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে। শনিবার চার দিনের ম্যাচের প্রথম দিন ভারত ‘এ’ টস জিতে ব্যাট করতে নেমে দিনের শেষে ২৮১-৩ তুলল। অধিনায়ক চেতেশ্বর পূজারা একাই ১৪০ রানের ইনিংস খেললেন। রাস্টেনবার্গের অলিম্পিয়া পার্কে এ দিনের এই সেঞ্চুরি পূজারার ২১তম প্রথম শ্রেণির সেঞ্চুরি এবং এই ইনিংসের পর প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর গড় দাঁড়াল ৬০.৯২। এই সফরে এই নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি পূজারার। শিখর ধবনের ঐতিহাসিক ২৪৮-এর দিনও তিনি সেঞ্চুরি পেয়েছিলেন। ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা শিখর ধবন এ দিন ইনিংসের শুরুতেই আউট হয়ে যান ১১ রান করে। ভারত ‘এ’-র বিপক্ষের বোলারদের মধ্যে রয়েছেন ওয়েন পার্নেল, অ্যান্ড্রু বার্চ, সাইমন হারমার, জাঁ পল ডুমিনিরা। মাস তিনেক আগে টেস্ট অভিষেক হওয়া পেসার কাইল অ্যাবট তাদের প্রধান স্ট্রাইক বোলার। এই বোলিং আক্রমণ সামলে পূজারা এ দিন ১৭টি বাউন্ডারি মেরে ২০৫ বলে ১৪০ রান করেন। ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ তারকার এই ইনিংস স্বচক্ষে দেখলেন ভারতীয় সিনিয়র দলের কোচ ডানকান ফ্লেচার। তিনি এই দুই ম্যাচে ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন। শেষ পর্যন্ত পার্নেলের বলে বোল্ড হয়ে যান তিনি। রোহিত শর্মা চার নম্বরে ব্যাট করতে নেমে ৭০ রান করে অপরাজিত রয়েছেন। ওপেনার মুরলী বিজয় ৪৪ রান করে আউট হয়ে যান। দিনের শেষে রোহিতের সঙ্গে অজিঙ্ক রাহানে ১১ রান করে অপরাজিত রয়েছেন।

অনুষ্টুপরা হারলেও দুশ্চিন্তায় পড়েননি বাংলার নতুন কোচ
হার দিয়ে শুরু করলেও দল নিয়ে দুশ্চিন্তায় পড়েননি বাংলার নতুন কোচ অশোক মলহোত্র। অনুষ্টুপরা ক্রমশ নিজেদের সেরাটা মেলে ধরবেন বলেই তাঁর বিশ্বাস। বুচিবাবু ট্রফির প্রথম ম্যাচে শুক্রবার কর্নাটকের কাছে নয় উইকেট হারার পর রবিবার থেকে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে দু’দিনের ম্যাচ। এই ম্যাচে হারলে খালি হাতেই ফিরতে হবে বাংলাকে। শনিবার চেন্নাই থেকে অশোক বললেন, “অন্ধ্রর ভাল দল। ওরা পুরো দল নিয়েই এই টুর্নামেন্টে খেলতে এসেছে। ফলে আমাদের কাছে ম্যাচটা কঠিন হবে। তবে জেতা অসম্ভব এ কথা বলছি না। লড়াই করতে হবে আমাদের ছেলেদের।” আগের ম্যাচে কর্নাটকের একটির বেশি উইকেট ফেলতে পারেননি বাংলার বোলাররা। এই নিয়ে অশোকের বক্তব্য, “ম্যাচের প্রথম দিন সারা দিন ধরে বৃষ্টি হয়েছে। তাই চিপকের উইকেটটা খুব স্যাঁতসেঁতে হয়ে পড়ে। বোলারদের জন্য কিছুই ছিল না। অন্ধ্রর বিরুদ্ধে আমরা অন্য মাঠে (বিবেকানন্দ কলেজ গ্রাউন্ড) খেলব। আবহাওয়াও তো এখন ভাল। আশা করি ওখানকার উইকেট ভাল হবে। একটা ম্যাচে হেরেছি বলেই হইচই করার কিছু হয়নি। সবে মরসুমের শুরু। আশা করি নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ক্রমশ ফর্মে ফিরবে সবাই।” বাংলা শিবিরে চোট আঘাতের কোনও সমস্যা নেই বলে জানালেন কোচ। অন্ধ্রর বিরুদ্ধে একই দল খেলাবেন কী না, তা রবিবার সকালে উইকেট দেখে ঠিক করবেন। এদিকে এই টুর্নামেন্টে হরিয়ানার হয়ে খেলছেন অজয় জাডেজা। ছ’বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে তিনি প্রথম ম্যাচে ৩৭ রান করে দলের ৬২ রানের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন।

সৌরভের স্বপ্নের দল
টেস্ট এবং ওয়ান ডে-র স্বপ্নের দল বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই দলের অধিনায়ক তিনিই। সৌরভের টেস্ট দলে নেই ঐতিহাসিক স্পিন ত্রয়ী বেদী-চন্দ্রশেখর-প্রসন্ন। বরং হরভজন, কুম্বলে, রবীন্দ্র জাডেজাদের উপর আস্থা রেখেছেন। ওয়ান ডে দলে রয়েছেন সচিন, সৌরভ, সহবাগ, কোহলি, যুবরাজ, ধোনি, কপিল, জাডেজা, কুম্বলে, শ্রীনাথ, জাহির এবং দ্রাবিড় (দ্বাদশ ব্যক্তি)। টেস্ট দলে আছেন গাওস্কর, সহবাগ, দ্রাবিড়, সচিন, সৌরভ/বিশ্বনাথ, ধোনি, কপিল, হরভজন, কুম্বলে, শ্রীনাথ, জাহির, লক্ষ্মণ (দ্বাদশ ব্যক্তি)

আশাবাদী সাইনা

সাইনা জিতলেন কিন্তু দিল্লি স্ম্যাশার্সের কাছে হেরে গেল
তাঁর দল হায়দরাবাদ হটশটস। শনিবার। ছবি: পিটিআই

আইবিএলের শুরুতেই তাঁর দল হায়দরাবাদ হটশটস দিল্লি স্ম্যাশার্সের কাছে ২-৩ হারলেও সাইনা নেহওয়াল যথেষ্ট আশাবাদী যে, পরের লড়াইয়ে তাঁরা জিতবেন। টাই হারার পর সাইনা বলেন, “সবে তো শুরু করলাম। আমাদের দল অবশ্যই ভাল খেলবে।”

সাফ শিবির থেকে বাদ দুই
পাসপোর্ট সমস্যার জন্য জাতীয় দলের শিবির থেকে মহম্মদ রফিক এবং করমাকে বাদ দিতে বাধ্য হলেন উইম কোভারম্যান্স। আজ রবিবার তাঁরা বেঙ্গালুরুর ক্যাম্প থেকে ফিরে আসছেন। ফলে সাফ কাপের শিবিরে এখন রইলেন মেহতাব হোসেন, সুব্রত পাল, রহিম নবি সহ ২৮ জন। শনিবার চোটের জন্য শিবির শুরুর প্রথম দিন অনুশীলন করতে পারেননি শুধু সন্দীপ নন্দী। বাকিরা দু’বেলা অনুশীলন করলেন।

টিটিতে ভারতের প্রচুর পদক
এল সালভাদোরে আইটিটিএফ জুনিয়র ও ক্যাডেট র‌্যাঙ্কিং টুর্নামেন্টে প্রচুর পদক আনল বাংলার ছেলেমেয়েরা। জোড়া সোনা জিতলেন অনির্বাণ ঘোষ। ডাবলসে ও সিঙ্গলসে। ডাবলসে অজুর্ন ঘোষের সঙ্গে। অর্জুন সিঙ্গলসে রুপো জিতলেন ক্যাডেট বিভাগে। সোনা জিতলেন মৌমিতা দত্ত-ও।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.