|
|
|
|
রিয়ালের জয়ে গোল না পেয়ে অনুতপ্ত রোনাল্ডো
নিজস্ব প্রতিবেদন |
রোনাল্ডো গোল পেলেন না। তবুও জিতল রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসকে ২-১ হারিয়ে লা লিগার নতুন মরসুম জয় দিয়ে শুরু করল ‘লস ব্লাঙ্কোস’।
প্রথমার্ধের শুরুতেই জোর্জ মোলিনার গোলে অপ্রত্যাশিত ভাবে রিয়ালের ঘরের মাঠ বের্নাবৌতে ১-০ এগোয় বেতিস। ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জিমার গোলে ম্যাচে সমতা ফেরায় রিয়াল। প্রথমার্ধে সে ভাবে জ্বলে উঠতে দেখা যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বিরতির পর যদিও অনেক সুযোগ তৈরি করেন সিআর সেভেন। তবুও গোল পায়নি রিয়াল। এমনকী রোনাল্ডোকে দেখাও যায় দর্শদের দিকে জোড় হাত করে যেন ক্ষমা চাইছেন। সবাই যখন ধরে নিয়েছেন ম্যাচ ১-১ ড্র হওয়ার দিকে এগোচ্ছে, তখনই জ্বলে ওঠে রিয়াল। ৮৬ ক্লাবের নতুন তারকা ইস্কোর গোলে জয় নিশ্চিত করে রিয়াল। |
রোনাল্ডোর ছবি এএফপি। |
বার্সেলোনার নতুন কোচ জেরার্দো মার্টিনোর মতোই রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তিও জয় দিয়ে শুরু করলেন নতুন মরসুম। ম্যাচ জিতে রিয়ালের ইতালীয় কোচ আন্সেলোত্তি বলেন, “আমরা খুব ভাল খেলেছি। আরও বেশি গোলে জেতা উচিত ছিল। তবে তিন পয়েন্ট পেয়ে আমরা খুশি।” পাশাপাশি অভিষেক ম্যাচে গোল করা ইস্কো বলেন, “আশা করছি সমর্থকদের খুশি করতে পারব। প্রথম ম্যাচে গোল করতে পেরে খুব খুশি।” অভিষেক ম্যাচেই গোল করে ক্লাবের ৬৩তম ফুটবলার হিসেবে বুত্রাগুয়েনো, সাঞ্চেজের মতো রিয়াল কিংবদন্তিদের তালিকায় চলে গেলেন ইস্কো।
এ দিন আবার সুপার কাপের আগে হোসে মোরিনহোর দলকে চ্যালেঞ্জ জানালেন বায়ার্ন মিউনিখের টমাস মুলার। চ্যাম্পিয়ন্স লিগ বনাম ইউরোপা লিগ জয়ীদের সুপার কাপের আগে মুলার বলেন, “ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ হারার বেদনা কোনওদিনও ভুলব না। তাই সুপার কাপে চেলসিকে হারিয়ে এর প্রতিশোধ নেওয়াই আসল লক্ষ্য।” |
|
|
|
|
|