|
|
|
|
ওয়েঙ্গারের সঙ্গে নতুন চুক্তি এখনই নয়,
চিঠি দিয়ে দাবি সমর্থকদের
নিজস্ব প্রতিবেদন |
‘এনাফ ইজ এনাফ আর্সেন’! ধৈর্যের বাঁধ ভাঙল আর্সেনাল সমর্থকদের। আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গারকে এখনই নতুন চুক্তি না দেওয়ার আবেদন জানালেন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম মর্যাদাসম্পন্ন ক্লাবের সমর্থকরা। তা-ও আবার আর্সেনালের চিফ এক্সিকিউটিভ ইভান গাজিদিস-কে লিখিত চিঠি জমা দিয়ে।
আর্সেনালের দুই সমর্থক গোষ্ঠী ‘আর্সেনাল সাপোর্টার্স ট্রাস্ট’ ও ‘ব্ল্যাক স্কার্ফ মুভমেন্ট’ তাদের চিঠিতে লিখেছে, “আগামী কয়েক সপ্তাহে ক্লাবের পারফরম্যান্স দেখে আর দলবদলের বাজারে কোচ ভাল কিছু করে দেখাতে পারেন কি না দেখার পরেই যেন ওয়েঙ্গারের সঙ্গে নতুন চুক্তি করা হয়। তার আগে পর্যন্ত ওয়েঙ্গারের চুক্তি আটকে রাখুক আর্সেনাল।”
গত আট বছরে প্রিয় ক্লাব কোনও ট্রফি জিততে না পারার জন্য এমনিতেই ক্ষুব্ধ আর্সেনাল সমর্থকরা। তার উপরে আগুনে ঘি দেওয়ার মতো প্রতি বছর দলবদলের বাজারে একের পর এক তারকা ফুটবলার বিক্রি করে গিয়েছেন ওয়েঙ্গার। অঁরি থেকে ফান পার্সি। নাজরি থেকে ফাব্রেগাস। এই মরসুমেও গত কয়েক বছরের ছবি দেখা গিয়েছে। মোট সতেরো জন ফুটবলারকে বিক্রি করা হয়েছে। সঙ্গে সুয়ারেজ, ইগুয়াইনের মতো তারকা ফুটবলারদের সই করাতেও ব্যর্থ হন ওয়েঙ্গার। |
চাপে আর্সেনাল কোচ
|
যে কারণে সমর্থকদের চিঠিতে আরও লেখা হয়েছে, “আমরা বুঝে উঠতে পারছি না যে, আর্সেনের উপর পর আদৌ কোনও চাপ আছে কি না। প্রতি বছর প্রথমে আমাদের আশ্বাস দেওয়া হয়ে যে, এই বছর দলবদলে ভাল দল গড়া হবে। কিন্তু অবশেষে আসে কয়েক জন অনামী ফুটবলার। যাদের অভিজ্ঞতা নেই। আর কত দিন এ রকম চলবে? কবে আমরা ট্রফির জন্য খেলব? প্রিমিয়ার লিগে চতুর্থ হওয়ার জন্য নয়!”
শুধুমাত্র আর্সেন ওয়েঙ্গার নয়। অভিযোগের তালিকায় রয়েছেন ক্লাবের অন্যতম শেয়ারহোল্ডার স্ট্যান ক্রোয়েঙ্কেও। চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে, “ক্রোয়েঙ্কের কি আদৌ কোনও ইচ্ছা আছে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার? উনি এত ব্যস্ত থাকেন যে, ক্লাবের খেলা দেখতেই আসতে পারেন না। আর কবে ভাববেন ক্লাব নিয়ে। কবে সেই পুরনো আর্সেনাল ফিরে পাব?” এ বার ইপিএলের প্রথম ম্যাচেই অ্যাস্টন ভিলার কাছে ১-৩ হারের পরে ওয়েঙ্গার সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, ক্লাব সব রকম চেষ্টা চালাচ্ছে নতুন ফুটবলার সই করাতে। কিন্তু চিঠিতে পরিষ্কার ভাবে সমর্থকরা জানান, যতক্ষণ না কোনও ফুটবলারকে সই করা হচ্ছে ততক্ষণ ওয়েঙ্গারের কোনও কথাই তাঁরা বিশ্বাস করতে রাজি নয়। সোমবারও নিউকাসলের তারকা মিডফিল্ডার ইয়োহান কাবায়ের জন্য প্রস্তাব দেয় আর্সেনাল। যা সঙ্গে সঙ্গে খারিজ করে দেয় নিউকাসল। |
পুরনো খবর: ওয়েঙ্গারকে আরও ধাক্কা দিয়ে ফাব্রেগাস বার্সাতেই
|
|
|
|
|
|