যুক্তরাষ্ট্র ওপেনের আগে দু’নম্বরে
নাদালের স্বপ্নের ফর্মে শক্ত চ্যালেঞ্জের সামনে মারে
র্ণময় টেনিস জীবনে মাত্র চব্বিশ ঘণ্টা আগেই প্রথম বারের মতো পরপর দু’সপ্তাহে দু’টো হার্ডকোর্ট মাস্টার্স খেতাব জিতেছেন বলেই শুধু নয়। রাফায়েল নাদালের পায়ের গুরুতর চোটে দীর্ঘ সাত মাসের বিশ্রামের পর পেশাদার ট্যুরে ফেরা ইস্তক সময়টা অতুলনীয় যাচ্ছে! সোমবার এটিপি-র টাটকা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেকে সরিয়ে দু’নম্বরে উঠে এলেন নাদাল। যার মানে দিন কয়েক বাদেই যুক্তরাষ্ট্র ওপেন বাছাই তালিকা তৈরির সময় গত বারের চ্যাম্পিয়ন মারের আগে জায়গা পেতে চলেছেন ক্লে কোর্ট সম্রাট নাদাল। কোনও অঘটন না ঘটলে সেমিফাইনালে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচের মুখোমুখি হতে হবে মারেকে। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম শুরু আগামী সোমবার। অন্য দিকে, ফেডেরার আরও দু’ধাপ নেমে এখন র্যাঙ্কিংয়ে সাত নম্বর। গত দশ বছরে তাঁর নিকৃষ্টতম র‌্যাঙ্কিং। ফেডেরারের আগে ফেরার, বার্ডিচ, দেল পোত্রো-ও।
পরপর দু’সপ্তাহে মন্ট্রিয়ল এবং সিনসিনাটি মাস্টার্স জয়ী নাদালকে টেনিসমহল যুক্তরাষ্ট্র ওপেন ফেভারিট ভাবা শুরু করে দিয়েছে। এক হাজার পয়েন্টের মাস্টার্স খেতাব এ বছর নাদাল পাঁচটি জিতে জকোভিচের এক মরসুমে সর্বাধিক (পাঁচটি) মাস্টার্স খেতাব জয়ের বিশ্বরেকর্ডও স্পর্শ করেছেন। এই মুহূর্তে মার্কিন টেনিসের এক নম্বর পুরুষ তারকা জন ইসনারকে গত রাতে হারিয়ে সিনসিনাটি মাস্টার্স জেতার আগে এ মরসুমে নাদাল ইন্ডিয়ান ওয়েলস, মাদ্রিদ, রোম এবং মন্ট্রিয়ল মাস্টার্স খেতাবও জেতেন।

সিনসিনাটিতে চ্যাম্পিয়ন। ছবি: এএফপি
ফেব্রুয়ারির গোড়ায় টেনিস সার্কিটে ফেরার পর নাদাল একটি গ্র্যান্ড স্ল্যাম, পাঁচটি মাস্টার্স-সহ মোট ন’টি খেতাব জিতলেন। এক ডজন টুর্নামেন্ট খেলে। বাকি তিনটির মধ্যেও মন্টে কার্লো মাস্টার্স এবং ভিনা ডেল মার-এ রানার আপ। শুধু উইম্বলডনে প্রথম রাউন্ডে হেরেছেন।
তা সত্ত্বেও এ বছর নাদালের এখন পর্যন্ত জয়-হারের হিসেব ৫৩-৩। তার মধ্যে হার্ডকোর্টে ১৫-০। ক্লে-তে ৩৮-২। ঘাসে পিছিয়ে ০-১। ইতিমধ্যে এ মরসুমের পেশাদার ট্যুরের প্রথম প্লেয়ার হিসেবে বছরের শেষে এটিপি ওয়ার্ল্ড ফাইনালস খেলার যোগ্যতা পেয়েছেন। আজ দ্বিতীয় প্লেয়ার হিসেবে যোগ্যতা পেলেন জকোভিচ। ‘ফ্যাব ফোর’-এর বিরুদ্ধে এ মরসুমে নাদালের রেজাল্ট দুর্দান্ত। ফেডেরারের সঙ্গে ৩-০, জকোভিচের সঙ্গে ২-১ এগিয়ে। মারের সঙ্গে এ বছর এখনও মুখোমুখি হননি।
সব দেখেশুনে নাদালের প্রতিক্রিয়া, “সাত মাস আগে কোর্টে ফেরার সময় এ রকম কিছু ঘটবে কল্পনাও করিনি। এক মাস আগেও ভেবেছি হার্ডকোর্টে প্রথম রাউন্ডেই হারতে পারি। কেননা চোটের পর সার্কিটে ফিরে সে ভাবে হার্ডকোর্টে খেলিইনি। কিন্তু দু’সপ্তাহ পর বাস্তবটা পুরো উল্টো। তবু আমি ফ্লাশিং মেডো নিয়ে বেশি কিছু ভাবছি না। র‌্যাঙ্কিং নিয়ে আমার মাথাব্যথা নেই। তবে বাছাই তালিকা আর ড্রয়ে মনে হয় ভাল জায়গায় থাকব।”

জয়দীপ মুখোপাধ্যায়ের চোখে
...ক্লে কোর্ট সম্রাট হার্ডকোর্টে যে রকম দুর্ধর্ষ ফর্মে রয়েছে তাতে যুক্তরাষ্ট্র ওপেনে নাদালই ফেভারিট। হার্ডকোর্টে ওকে এত ফিট, এত দ্রুত আগে দেখিনি। এ বছরের পারফরম্যান্সের বিচারে বিশ্বের এক নম্বর ও-ই। র্যাঙ্কিংয়ে যতই জকোভিচ এক নম্বরে থাকুক। নাদাল তো হাঁটুর সাত মাসের চোট সারিয়ে পেশাদার ট্যুরে ফিরেছেই অস্ট্রেলীয় ওপেনের পর। যেটা জিতে জকোভিচ প্রচুর পয়েন্টে এগিয়ে ছিল। তা-ও ওকে প্রায় ধরে ফেলেছে নাদাল। মনে হয় ফ্লাশিং মেডোয় দ্বিতীয় বাছাই হবে নাদাল। ড্রয়ে জকোভিচ অন্য অর্ধে পড়বে। নিয়ম মতো তিন-চারের মধ্যে টস হয়ে দু’অর্ধে দু’জন পড়ে। পঞ্চম থেকে অষ্টম বাছাইয়ের জন্যও একই নিয়ম। ফলে মারে-ফেডেরার কাউকেই হয়তো নিজের অর্ধে না-ও পেতে পারে নাদাল। নইলে দু’জনের মধ্যে বড়জোর এক জনকে পাবে। সেক্ষেত্রে নাদাল ড্র-টাও সহজ পাবে।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.