পিস্টোরিয়াসের বিরুদ্ধে খুনের অভিযোগ আনল পুলিশ
সংবাদসংস্থা • প্রিটোরিয়া |
আবার আদালতে কেঁদে ফেললেন অস্কার পিস্টোরিয়াস। ছ’মাস তদন্তের পর দক্ষিণ আফ্রিকা পুলিশ অলিম্পিয়ান প্রতিবন্ধী অ্যাথলিটের বিরুদ্ধে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগ আনল। একই সঙ্গে অবৈধ ভাবে অস্ত্র রাখার অভিযোগও দায়ের করল পুলিশ। সঙ্গে একশোরও বেশি সাক্ষীর তালিকাও পুলিশ জমা দিয়েছে। প্রিটোরিয়া কোর্ট ৩ মার্চ শুনানির দিন ধার্য করেছে। এ দিনই আবার রিভার ৩০তম জন্মদিন ছিল। পুলিশের অভিযোগ আনার দিন আদালতে হাজির থাকতে হয়েছিল পিস্টোরিয়াসকেও। সেখানেই ভাই আর বোনের হাত ধরে ভেঙে পড়েন তিনি।
১৪ ফেব্রুয়ারি ‘ব্লেড রানার’-এর বাড়িতেই বান্ধবী রিভাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পিস্টোরিয়াস বলেছিলেন বাড়িতে আততায়ী ঢুকে পড়েছে ভেবে রিভাকে ভুল করে গুলি করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা পুলিশের এই অভিযোগ আনার অর্থ এ বার মামলা প্রিটোরিয়ার হাইকোর্টে পাঠানো হবে। হাইকোর্টে শুনানির পর বিচারক পিস্টোরিয়াসকে হয় দোষী অথবা নির্দোষ সাব্যস্ত করবেন। দক্ষিণ আফ্রিকায় মৃত্যুদণ্ড নেই। তবে দোষী প্রমাণিত হলে পিস্টোরিয়াসের অন্ততপক্ষে ২৫ বছর হাজতবাসের সাজা হতে পারে। |
বোন এমি এবং ভাই কার্লের হাত ধরে কেঁদে ফেললেন পিস্টোরিয়াস।
সোমবার প্রিটোরিয়ার আদালতে। ছবি: রয়টার্স |
চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার পুলিশ ঘোষণা করেছিল এই ঘটনার উপর তাঁদের ছ’মাস ধরে চলা তদন্ত শেষ হয়েছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় পুলিশ কমিশনারও বলেছেন, গোয়েন্দা, ফরেন্সিক বিশেষজ্ঞ, মনোবিদ, প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে গড়া দল তদন্তের পর পিস্টোরিয়াসকে দোষী প্রমাণ করার ব্যাপারে আত্মবিশ্বাসী। আদালতে পুলিশের সবথেকে বড় অস্ত্র হতে পারে পিস্টোরিয়াসের বাড়ি থেকে মেলা মোবাইল ফোনের রেকর্ড। রিভাকে যে ভাবে গুলি করা হয়েছে, পারিপার্শিক অবস্থা যা বলছে তার সঙ্গে পিস্টোরিয়াসের বয়ান মিলছে না বলেই অভিযোগ পুলিশের।
রিভার কাকা অবশ্য পিস্টোরিয়াসকে এখনই ক্ষমা করে দিয়েছেন। মাইক স্টিনক্যাম্প একটি চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, “আমরা রিভার জীবন নিয়ে শুধু ভাবতে চাই। কী ভাবে ও মারা গিয়েছে সেটা নিয়ে নয়। কত খোশমেজাজে থাকত রিভা, শুধু ওর বাবা-মায়ের কাছেই নয় আমি আর আমার স্ত্রী ও তুতো ভাইবোনের জীবনেও অনেকটা জায়গা জুড়ে ছিল ও।” সঙ্গে তিনি যোগ করেন, “আমরা এখনও কোনও মামলায় থাকতে পারিনি। কী যে করব কিছু ঠিক করে উঠতে পারিনি। জানি আমার ভাই আর তাঁর স্ত্রী নিশ্চয়ই জানতে চাইবে কেন এ রকম একটা ঘটনা হল। জানতে চাওয়াটাই স্বাভাবিক।” |
অস্কারের শরশয্যা |
• বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে
খুন করেছেন অস্কার পিস্টোরিয়াস।
• অবৈধ ভাবে অস্ত্র রেখেছিলেন।
• নিজের বয়ানে মিথ্যে বলেছেন।
|
• একশোরও বেশি সাক্ষীর তালিকা দিয়েছে পুলিশ।
• মামলার শুনানি শুরু হবে ৩ মার্চ, ২০১৪।
• অপরাধ প্রমাণ হলে ২৫ বছর
পর্যন্ত
হাজতবাস হতে পারে। |
|
দোষী সাব্যস্ত হওয়ার ভয়েই আদালতে বার বার পিস্টোরিয়াসকে ভেঙে পড়তে দেখা যাচ্ছে কি না স্পষ্ট নয়। তবে এই ঘটনার পর থেকে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রতিবন্ধী অ্যাথলিটকে প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি। চলতি বছরে ২২ ফেব্রুয়ারি তাঁর জামিন মঞ্জুর করার সময় আর ৪ জুন কোর্টে হাজিরা দেওয়ার সময় পিস্টোরিয়াসকে প্রকাশ্যে দেখা যায়। সপ্তাহ খানেক আগে অবশ্য দক্ষিণ আফ্রিকার একটি সংবাদপত্রে পিস্টোরিয়াসের বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর ছবি দেখা গিয়েছিল। সাদা টি-শার্ট গায়ে সমুদ্র তটের মনোরম পরিবেশ উপভোগ করছিলেন তিনি। এ বার ব্লেড রানারের জীবনের তটে কী পরিণতি অপেক্ষা করছে সেটাই দেখার।
|
পুরনো খবর: পিস্তলের গুলিতে শেষ বান্ধবী, ফাটকে পিস্টোরিয়াস |
|