|
|
|
|
কাটতে চলেছে আইপিএল ফুটবলের জট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গত সাত মাস ধরে যে মহা-বৈঠকের অপেক্ষায় ছিল ফুটবলমহল তা শেষ পর্যন্ত হতে চলেছে।
ফুটবল আইপিএল নিয়ে ক্লাব জোট বনাম আইএমজি-রিলায়্যান্সের ঝামেলা মেটাতে ফেডারেশনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক নির্ধারিত হল ২৩ অগস্ট শুক্রবার মুম্বইয়ে। ওই সভায় প্রস্তাবিত নতুন টুর্নামেন্টের অন্যতম প্রভাবশালী কর্তা শ্রীনিবাসন নিজেই উপস্থিত থাকবেন।
আই লিগের ১৪ ক্লাবের সঙ্গে ওই বৈঠকে ফেডারেশনের তরফে উপস্থিত থাকার কথা ছয় সদস্যের কমিটির। কমিটিতে সুব্রত দত্ত-সহ ফেডারেশনের চার ভাইস প্রেসিডেন্ট আছেন। সোমবার বিকেলে বহু প্রতিক্ষিত বৈঠকের তারিখ ঠিক হওয়ার পর তিন পক্ষেই শুরু হয়েছে চূড়ান্ত তৎপরতা। নবি-নির্মল-সুব্রত পালদের নিয়ে জট খোলার ব্যাপারে সব পক্ষই আশাবাদী। ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত যেমন বললেন, “মনে হচ্ছে সমস্যা মিটে যাবে। ক্লাবগুলোর সঙ্গে কথা বলে দেখেছি ওরাও সমাধান চায়।” ক্লাব জোটের প্রেসিডেন্ট রাজ গোমস গোয়া থেকে ফোনে বললেন, “সবাই তো ফুটবলের উন্নতি চাইছে। আমরা দেখতে চাই আই লিগের উন্নতির জন্য ওরা কী করতে চাইছে। ওদের পদক্ষেপ কী? তার পর সিদ্ধান্ত নেব।” এ দিন রাত থেকেই সব ক্লাবের সঙ্গে কথা শুরু করেছেন রাজ। অভিন্ন দাবি-সনদ তৈরির জন্য। ক্লাব কর্তাদের কথায় পরিষ্কার, তাঁরা এখন অনেকটা নরম। সমাধানের পক্ষপাতী। |
গল্ফার শর্মিলা নিকোলেটের সঙ্গে ভাইচুং ভুটিয়া। নয়াদিল্লিতে। ছবি: পিটিআই |
ইতিমধ্যেই নতুন টুর্নামেন্টের স্পনসর আইএমজি-আরের পক্ষে ঘোষণা করা হয়েছে, আটটি ফ্রাঞ্চাইজি দল মিলিয়ে জন্য যে ৬৪ ভারতীয় ফুটবলার খেলবেন তাঁদের মধ্যে ৬০ জন পাওয়া গিয়েছে। সই করানো হয়েছে ৪০ জনকে। পৈলান অ্যারোজ থেকে পাওয়া যাবে ২০ জন। কিন্তু তা সত্ত্বেও কেন ক্লাবগুলির সঙ্গে আলোচনায় এত আগ্রহী ৬০০ কোটির লিগ করতে যাওয়া কর্তারা? শোনা যাচ্ছে দুটো কারণ,
এক) ক্লাবগুলো তাদের সিদ্ধান্তে অটল থাকলে চুক্তিবদ্ধ অনেক ফুটবলার ঝামেলা পাকাতে পারেন।
দুই) লাখ-লাখ টাকা খরচ করে যে ৪০ জন ফুটবলারকে সই করানো হয়েছে তাঁদের মধ্যে জনা পনেরো বাদে কাউকে এ দেশের ফুটবলপ্রেমীরা কার্যত চেনেনই না। অথবা তাঁর বুড়ো বা বাতিলের দলে। ফলে, ফুটবল আইপিএলের জৌলুস আনতে বিশ্বকাপারদের পাশাপাশি সুনীল ছেত্রী, মেহতাব, ক্লিফোর্ড, লেনিদের মতো ভারতের জাতীয় দলের ফুটবলারও দরকার। দরকার ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের সমর্থক সমৃদ্ধ দলের সাহায্য। ট্রেভর মর্গ্যান মুম্বইয়ে যে ট্রেনিং ক্যাম্প চালাচ্ছেন তা এখন ভাঙা হাট। নবি-নির্মলরা চলে গিয়েছেন জাতীয় দলে। মণীশ মৈথানিদের মতো অনেকেই নানা কারণে ছেড়ে এসেছেন শিবির।
আইএমজি-আর যাঁদের সই করিয়েছে তাঁদের মধ্যে নবি, সুব্রত পাল, নির্মল ছেত্রী, গৌরমাঙ্গী, সঞ্জু, ইসফাক, মেহরাজউদ্দিনরা চেনা নাম। রেনেডি সিংহ এখনও দল না পেলেও পরিচিত মুখ। কিন্তু বাকিরা কারা? অরিন্দম ঘোষ, শেরাপ লেপচা, জগরূপ সিংহ, গৌরাঙ্গ বিশ্বাস, অভিনব বাগ। এই অনামী ফুটবলারদের সই করাতেই নাকি খরচ হয়েছে লাখ-লাখ টাকা। খুব গোপনে আর্থিক চুক্তি হলেও মুম্বইয়ের শিবির সূত্রের খবর, এঁদের এক-একজনকে সই করানো হয়েছে ২৫ থেকে ৩০ লাখ টাকায়। ক্লাবে খেললে চার-পাঁচ লাখের বেশি যাঁরা পেতেন না। গত মরসুমে ইউনাইটেডে স্পোর্টসে ছিলেন গৌরাঙ্গ বিশ্বাস। একটি ম্যাচ খেলেছেন। শোনা যাচ্ছে তিনি নাকি পেয়েছেন ৩০ লাখ। এখন দেখার, ক্লাবের সঙ্গে ফুটবল আইপিএল স্পনসরদের ঝামেলা মিটে গেলে গৌরাঙ্গদের বাজারদর কী দাঁড়ায়।
|
পুরনো খবর: জোটের বিরুদ্ধে তোপ দেগে বিতর্ক উস্কে দিলেন ভাইচুং |
|
|
|
|
|