ভবিষ্যতে ব্যাটন নেওয়ার মশলা আছে কোহলির, ইঙ্গিত ধোনির
দেশের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বারবার বিরাট কোহলির নাম ক্রিকেটমহল তুলে আনলেও, তাঁর মুখ থেকে এত দিন কিছু শোনা যায়নি। জিম্বাবোয়ে সফরে বিরাট কোহলির ভারত ৫-০ জিতলেও মহেন্দ্র সিংহ ধোনি নিশ্চুপ থেকে গিয়েছেন।
শেষ পর্যন্ত ক্যাপ্টেন কোহলি নিয়ে নীরবতা ভাঙলেন ভারত অধিনায়ক। সোমবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এসে বলে দিলেন, “জিম্বাবোয়েতে বেশ ভাল ক্যাপ্টেন্সি করেছে বিরাট। নিজে কী চাইছে, সেটা বরাবরই ও খুব ভাল করে বুঝিয়ে দিতে পারে। আমি নিজেও মনে করি একজন ক্রিকেটারের উচিত, সে কী চাইছে মাঠে গিয়ে ঠিকঠাক বোঝানো। গত মরসুম থেকে বিরাট অনেক বদলেছে। মানসিক ভাবেই শুধু নয়, ক্রিকেটীয় দিকেও ও আরও পরিণত হয়েছে।” সঙ্গে ভারত অধিনায়কের সংযোজন, “বিরাট যে ভাবে একটা ম্যাচ নিয়ে ভাবে, মাঠে যে ভাবে ওকে অপারেট করতে দেখা যায়, সেগুলো দেখতে ভালই লাগে। যা বোঝায়, ও ভবিষ্যতের জন্য একদম ঠিকঠাক এগোচ্ছে।”
কিন্তু ওয়ান ডে ক্রিকেটে তিনি আর কত দিন আছেন? দু’বছর আগে অস্ট্রেলিয়া সফরের সময় ধোনি ইঙ্গিত দিয়েছিলেন বছর দু’য়েকের মধ্যে ওয়ান ডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে। কিছু ঠিক করেছেন? এ বার স্বভাবসিদ্ধ মেজাজে ধোনির উত্তর, “এখনও পাঁচটা মাস বাকি আছে বছরটা শেষ হতে। আপাতত উপভোগ করি। তার পর দেখা যাবে।”

মিডিয়ার সঙ্গে আড্ডায় ভারত অধিনায়ক। সোমবার। ছবি: পিটিআই
‘ফিটসোল’ নামের একটি ফিটনেস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে ধোনির ম্যানেজমেন্ট সংস্থা রীতি স্পোর্টস। ‘ফিটসোল’-এরই অনুষ্ঠানে এ দিন কোহলি থেকে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সর্বকালের সেরা টিম সব কিছু নিয়েই খোলামেলা মেজাজে পাওয়া গেল ধোনিকে। চলতি সপ্তাহের শুরুতে সচিন তেন্ডুলকর বলেছিলেন, একজন ক্রিকেটারের টেম্পারামেন্টই আসল। সেটাই ক্রিকেটারের ভবিষ্যৎ ঠিক করে দেয়। সচিনের ওই মন্তব্য নিয়ে পরে তির্যক কথাবার্তাও বলতে থাকেন কেউ কেউ। সাম্প্রতিক কালে তাঁর খারাপ ফর্মকে ইঙ্গিত করে। কিন্তু এ দিন সচিনের তত্ত্বকে পুরোদস্তুর সমর্থন করলেন ধোনি। বলে দিলেন, “বয়সটা স্রেফ একটা সংখ্যা মাত্র। কার কত বয়স তাতে কিছু এসে যায় না। একজন প্লেয়ারের বয়স পঁয়ত্রিশ, চল্লিশ, পঁয়তাল্লিশ যা কিছু হোক না কেন, সে কেমন পারফর্ম করছে সেটাই আসল। সে যদি টিমের বোঝা না হয়ে দাঁড়ায়, যদি নিজের পারফরম্যান্সটা ঠিকঠাক ধরে রাখে, সেই প্লেয়ারের জায়গা টিমে সব সময় আছে।” সঙ্গে আরও বলছেন, “টেম্পারামেন্ট নিয়ে কথাটাও একদম ঠিক। আন্তর্জাতিক ক্রিকেটে চাপটা মারাত্মক হয়। তাই ব্যাটসম্যানই বলুন বা বোলার, সবাইকেই ওই চাপটা হজম করে কঠিন পরিস্থিতিতে পারফর্ম করতে হয়। ব্যাপারটা আয়ত্ত করার জন্য টিমে সে যথেষ্ট সময় পাবে। নিজের প্রতিভা চেনানোর জন্য অনেক সময়ই তাকে দেওয়া হবে। কিন্তু শেষে তাকে পারফর্ম করে দেখাতে হবে। হয় সে রান করবে। নইলে উইকেট নেবে।”
কিংবদন্তিদের মহামিলন

স্বর্ণযুগের তিন স্পিনার ও সর্বকালের অন্যতম সেরা ভারত অধিনায়ক। প্রসন্ন, চন্দ্রশেখর,
বেদীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার বেঙ্গালুরুর সেই মঞ্চ। ছবি: উৎপল সরকার
সচিন-বিরাট প্রসঙ্গে মুখ খুললেও সৌরভের সর্বকালের সেরা একাদশ নিয়ে সরাসরি মন্তব্য করেননি ধোনি। সৌরভ যে তাঁকে শুধু নিজের সেরা ওয়ান ডে টিমের অধিনায়ক বেছেছেন, টেস্ট টিমের নন, সে প্রসঙ্গও সযত্নে এড়িয়ে গেলেন। শুধু বললেন, “সবাই নিজের নিজের মতামত দিতে পারে। কিন্তু বিভিন্ন যুগের ক্রিকেটারদের একই টিমে রাখা সম্ভব নয়। ঠিক যেমন টু স্ট্রোক বাইকের কলকব্জা আপনি ফোর স্ট্রোক বাইকে ব্যবহার করতে পারবেন না। যাঁরাই আজ পর্যন্ত ভারতের প্রতিনিধিত্ব করেছেন, সে তাঁরা যে ক’টাই ম্যাচ খেলে থাকুন না কেন, যত রান বা উইকেটই নিয়ে থাকুন না কেন, সবাইকে সম্মান করা উচিত।”
আসন্ন ক্রিকেট মরসুমের জন্য এখনও ট্রেনিং শুরু করেননি। “মাঝের সময়টা আমি নিজের শরীরকে রিচার্জ করছিলাম। জিমে পর্যন্ত যাইনি। এমনিও আমি ওজন তোলার ব্যাপারটা বিশেষ পছন্দ করি না। তবে খাওয়াটা কমিয়েছি। চ্যাম্পিয়ন্স লিগটা আর একটু কাছে এলে ট্রেনিং শুরু করে দেব,” বলছিলেন ধোনি।
মিডিয়ার বাউন্সার ধোনির হুক
“সবাই নিজের নিজের মতামত দিতে পারে।
কিন্তু বিভিন্ন যুগের ক্রিকেটারদের একই টিমে
রাখা সম্ভব নয়। ঠিক যেমন টু স্ট্রোক বাইকের কলকব্জা
আপনি ফোর স্ট্রোক বাইকে ব্যবহার করতে পারবেন না।”
এবং সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা শেষ করার আগে আগামী লক্ষ্যও স্পষ্ট জানিয়ে দিলেন। বলে গেলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেই এখন ফোকাসটা রাখছি। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে আমাদের রেকর্ড মোটেই ভাল নয়। সেটা বদলাতে হবে। শিশিরের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আর তার পরেই আমরা দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে ভাবনাচিন্তা করতে পারব। তবে আমাদের তরুণ প্লেয়াররা ওখানে গিয়ে দুর্দান্ত খেলছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে। যেটা শীতে সিনিয়র টিম ওখানে গেলে ওদের প্রবল তাতিয়ে দেবে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.