|
|
|
|
ফুটবল আইপিএল |
জোটের বিরুদ্ধে তোপ দেগে বিতর্ক উস্কে দিলেন ভাইচুং
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্লাব জোটের বিরুদ্ধে তোপ দেগে নতুন বিতর্কের জন্ম দিলেন ভাইচুং ভুটিয়া। আর সেই মন্তব্যের জেরে ভারতীয় ফুটবল আইকনকে তীব্র ভাষায় পাল্টা আক্রমণ শানাতে শুরু করে দিলেন আই লিগ ক্লাবের কর্তারা।
“আই পি এফ সি এ-তে (ক্লাব জোট) যারা আছে সবাই নতুন লিগের বিরুদ্ধে নয়। জোটের নামে একটা বা দু’টো ক্লাব সব কিছু করছে। তারাই ছড়ি ঘোরাচ্ছে। আমি সভায় গিয়েছি বেশ কয়েকবার। কোথাও কিন্তু ক্লাবের আসল মালিক ডেম্পো বা চার্চিলরা কেউ ছিল না। ক্লাবের হয়ে যারা ছিল তাদের জ্ঞান মনে হয়েছে সীমিত।” একটি ফুটবল ওয়েবসাইটে ভাইচুংয়ের এই মন্তব্য মঙ্গলবার প্রকাশ হওয়ার ক্ষোভে উত্তাল জোটের শরিক ক্লাবেরা।
পুণে এফ সি-র সি ই ও এবং জোটের সচিব চিরাগ তান্না টুইট করেছেন, “টাকা কথা বলছে। অযৌক্তিক কথায় কান না দেওয়াই ভাল।” আর ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারের চাঁচাছোলা মন্তব্য, “ও তো পেইড স্টাফ। বেতনভুক কর্মী। কাজেই যা ইচ্ছে বলতে পারে। এ ব্যাপারে আর কিছু বলব না।”
ভাইচুংয়ের ক্লাব সিকিম ইউনাইটেড এ বার নেমে গিয়েছে আই লিগের দ্বিতীয় ডিভিশনে। ফলে জোটে তার আর ডাক পড়ে না। কিন্তু ঘটনা হল, জোটের শেষ দু’তিনটি সভায় আই লিগের ক্লাবগুলির প্রায় সব মালিকই উপস্থিত ছিলেন। ছিলেন ডেম্পো প্রধান শ্রীনিবাস ডেম্পো, চার্চিল কন্যা ভালাঙ্কা, সালগাওকরের শিবানন্দ সালগাওকর, পুণের নন্দন পিরামলরা। কলকাতার তিুন প্রধানের কর্তারা তো ছিলেনই। |
শিক্ষক ভাইচুং ভুটিয়া। ছাত্র জন আব্রাহাম। মুম্বইয়ে প্রশিক্ষণ শিবিরে। ছবি: পিটিআই |
ভাইচুং-এর মন্তব্য শোনার পর গোয়া থেকে ফোনে ক্ষুব্ধ আলেমাও চার্চিল বললেন, “এত দিন ক্লাবের থেকে টাকা রোজগার করে এখন আই এম জি-র টাকা কামানোর চেষ্টা করছে ভাইচুং। ওর কথার কোনও গুরুত্ব নেই।” আর মোহনবাগান সচিব অঞ্জন মিত্রের মন্তব্য, “কয়েক কোটি সদস্য- সমর্থকের ক্লাবের সচিব হিসাবে জোটে আছি। জোট নিয়ে ভাইচুংয়ের কথা বলার কোনও এক্তিয়ার নেই। একটা টিম চালাতে পারল না। নেমে গেল। ওর কথা কে শুনবে?” শোনা যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই আই এম জি-আরের প্রস্তাবিত ফুটবল আই পি এলের সঙ্গে যুক্ত হতে চলেছেন ভাইচুং। টুর্নামেন্টের পরামর্শদাতা হিসাবে তাকে চাইছেন টুর্নামেন্টের কর্তারা। তার আগে ভাইচুং বলে দিয়েছেন, “নতুন টুর্নামেন্ট হলে সেটা আই লিগকে বিপণনে সাহায্য করবে। হয়তো দেখা যাবে কয়েক বছর পর দু’টো টুর্নামেন্ট একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে।”
জোটের বিরুদ্ধে তোপ দেগেই অবশ্য থেমে থাকেননি ভাইচুং। ফুটবল আই পি এল হলে ইউনাইটেড স্পোর্টসের মতো ক্লাবগুলি আর্থিক সমস্যায় পড়বে না, তাও বলে দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। “আই লিগ চ্যাম্পিয়ন হয়েও মহীন্দ্রা বা জেসিটি টিম তুলে দিয়েছে। অনেক ক্লাব আর্থিক সমস্যায় ভুগছে। ইউনাইটেডের সমস্যা হচ্ছে। ওরা যদি আই এম জি-র কিছু ফুটবলার নিত তা হলে সমস্যা মিটে যেত। কিন্তু যে-হেতু ওরা জোটে আছে তাই পারছে না।” ভাইচুংয়ের এই মন্তব্যে প্রচণ্ড চটেছেন ইউনাইটেড কর্তারা। ক্লাব কর্তা নবাব ভট্টাচার্য বললেন, “যে সব প্রাক্তন ফুটবলার রোজগার বাড়াতে ওখানে গিয়েছেন তাঁরা বাড়ান। আমাদের নিয়ে ওঁদের ভাবতে হবে না। আর আই এম জি-র কোনও ফুটবলার আমাদের দরকারও নেই। উল্টে শুনছি ওরাই তো কিছু ফুটবলারকে সই করিয়েছে আই লিগ ক্লাবে বা বিদেশে খেলিয়ে দেবে প্রতিশ্রুতি দিয়ে।” |
পুরনো খবর: টুর্নামেন্ট আটকাতে এককাট্টা ক্লাব-জোট |
|
|
|
|
|