উত্তরবঙ্গ |
ছ’মাস পরে মা পেল ছেলে |
|
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: জেলবন্দি কোলের শিশু পুত্রকে ফিরে পাচ্ছেন সীমান্ত পারের মা রুমা বেগম। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের নির্দেশে মায়ের কোল পেল পাঁচ বছরের শিশু ফারহাদ। ৬ মাস আগে অনুপ্রবেশে বাংলাদেশি বাবা তমিজুদ্দিন মিঁয়ার সঙ্গে বালুরঘাট জেলে শিশুটি সাজা কাটছিল। মা রুমা বেগম কোলের ছেলেকে ফিরে পেতে ও পার বাংলা থেকে এসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। |
|
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: আড়াই বছরের মাথায় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুনের মৃত্যুর ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হল। মঙ্গলবার বিএসএফের কোচবিহার সেক্টরের সোনারি ক্যাম্প চত্বরে ওই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিএসএফ সূত্রের খবর, একটি ভবনে বিশেষ আদালত কক্ষ তৈরি করা হয়েছে। সেখানেই বিএসএফের ডিআইজি পদ পর্যাদার ৫ জন পদস্থ অফিসারকে নিয়ে গঠিত বিচারকদের বেঞ্চ অভিযুক্ত ও অভিযোগকারী পক্ষের বক্তব্য শুনবেন। |
আড়াই বছর পরে
বিচার প্রক্রিয়া শুরু |
|
জেলের মধ্যে মারামারি দুই মহিলা বন্দির |
|
সিআইডি সেজে
গ্রেফতার তিন |
তিনটি বিয়ে
রুখল পুলিশ |
|
টুকরো খবর |
|
|
স্বাধীনতা দিবস। পছন্দের কেনাকাটা। জলপাইগুড়িতে সন্দীপ পালের তোলা ছবি। |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
বনধকে টেক্কা দিল কার্ফু, মোকাবিলায় নামছে রাজ্য |
|
রেজা প্রধান, দার্জিলিং ও অনির্বাণ রায়, কার্শিয়াং: বনধ উঠলেও, গোর্খা জনমুক্তি মোর্চা জনতা-কার্ফুর জেরে মঙ্গলবারও দার্জিলিং পাহাড়ের জনজীবন স্তব্ধ রইল। দশ দিন একটানা অচলাবস্থার ফলে এক দিকে তীব্র খাদ্য সঙ্কট, অন্য দিকে থমকে-যাওয়া পরিবহণ এই দুই বিপর্যয় কাটাতে কাল থেকে সক্রিয় হবে রাজ্য প্রশাসন। আজ শিলিগুড়িতে স্বরাষ্ট্রসচিব এবং তিন মন্ত্রী বৈঠক করে সিদ্ধান্ত নেন, বুধবার ১৫টি বাস চালানো হবে। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পাওয়ার কথা দু’টো কম্বল। কিন্তু শিলিগুড়ির জেলে বন্দিদের এখন দেওয়া হচ্ছে একটি করে। টান পড়েছে বন্দিদের প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধাতেও। পাহাড়ে আন্দোলনের জেরে বন্দির সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়াতেই এই অবস্থা।
গোর্খাল্যান্ডের দাবিতে নতুন আন্দোলনের ধাক্কা পাহাড়ের জনজীবনে এবং পর্যটনে তো লেগেছেই। সেই সঙ্গে ওই আন্দোলনে ধরপাকড়ের চাপ গিয়ে পড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলেও। ওই সব জেলে যত বন্দি রাখার বন্দোবস্ত আছে, এমনিতেই তার থেকে অনেক বেশি লোক থাকে। |
পাহাড়ে ধৃতদের জায়গা
দিতে জেলে নাভিশ্বাস |
|
সিকিম-পথে গাড়ি অমিল, দীর্ঘ অপেক্ষা |
|
|
মোর্চার নেতা
ধৃত ডুয়ার্সে |
|
অবসরের বছর পার,
তবু স্কুলে আসেন স্যর |
ইসলামপুর ও শামুকতলায়
সংঘর্ষ চলছে |
|
নদী সংস্কারে ন’কোটি দুর্নীতি |
|
টেন্ডার ছাড়া বাড়ানো হল
পার্কিং-এর লিজ-মেয়াদ |
কারবার বন্ধ করে
উধাও, মল-এ ধর্না |
|
ব্যাঙ্কে ভাড়া বাড়াতে জেনারেটর ঘরে তালা |
|
টুকরো খবর |
|
|
|
|
ভারত বাংলাদেশ সীমান্তের চ্যাংরাবান্ধায় প্রায় তিন কিমি এলাকায় কাঁটাতারের বেড়া নেই।
কোথাও আবার সীমান্ত চিহ্নিত করেছে ধল্লা নদী। স্বাধীনতাদিবসের আগে নাশকতা
ও অনুপ্রবেশ রুখতে চলছে বিএসএফের টহলদারি। ছবি: দীপঙ্কর ঘটক। |
|
ভ্রম সংশোধন
মঙ্গলবার এই সংস্করণের ‘পরিষেবায় বিঘ্ন টানা আন্দোলনে’- শিরোনামের
খবরে তৃণমূলের অস্থায়ী কর্মীদের সংগঠন আন্দোলন শুরু করেছে বলা লেখা
হয়েছে। সেটি কংগ্রেসের শ্রমিক সংগঠন হবে। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত। |
|
|
|