ভাড়া বাড়ানোর দাবিতে জেনারেটর রাখার ঘরে তালা লাগিয়ে দেওয়ায় বাড়ির মালিকদের এক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সোমবার শিলিগুড়ি থানায়। ঘটনাটি ঘটেছে হিলকার্ট রোডের মঙ্গলদীপ ভবনে। সেখানে শিলিগুড়ির স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার হিলকার্ট রোডের শাখা রয়েছে। গত শনিবার থেকে জেনারেটর রাখার ঘরে মালিকপক্ষের একাংশ তালা মেরে দেয় বলে অভিযোগ। তাতে সমস্যায় পড়তে হচ্ছে। জেনারেটরের অভাবে লোডশেডিংয়ের সময় কাজ বন্ধ করে রাখতে হচ্ছে। বাড়ি ভাড়া বাড়ানো নিয়ে ব্যাঙ্কের বিরুদ্ধে একটি মমলাও করেছেন মালিক। বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় কিছু বলতে চাননি ব্যাঙ্কের চিফ ম্যানেজার দাওয়া তেনজিং শেরপা। তিনি বলেন, “ভাড়া বাড়ানো নিয়ে একটা সমস্যা হয়েছে। মালিক এ নিয়ে আদালতে মামলাও করেছেন। তাই বিস্তারিত কিছু বলতে পারব না।” বিপাকে গ্রাহকেরাও। এটি উত্তরবঙ্গে স্টেট ব্যাঙ্কের সব থেকে বড় শাখা। কর জমা দেওয়া সংক্রান্ত অনেক কাজ হয় সেখানে। সে কারণে লোডশেডিংয়ের জন্য কাজ বন্ধ রাখতে হলে বহু কোটি টাকার লোকসান হচ্ছে বলে জানান ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহক থেকে ব্যবসায়ীদের। ব্যবসায়ী সংগঠন ফোসিনের সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, “ব্যাঙ্কের সঙ্গে বাড়ির মালিকের সমস্যা বা বিবাদ থাকতেই পারে। তার জেরে ব্যাঙ্কের পরিষেবা বন্ধ হওয়া ঠিক নয়। সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ওই ব্যাঙ্কে হয়। সে সব কাজ ব্যহত হলে বহু কোটি টাকা লোকসানের সম্মুখীন হতে হবে। আমরাও পুলিশ এবং মহকুমাশাসককে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে অনুরোধ করে চিঠি দিয়েছি।” পুলিশ সূত্রে খবর, এ ব্যাপারে বাড়ির মালিককে সতর্ক করা হয়েছে। সমস্যা না মিটলে পুলিশ হস্তক্ষেপ করবে। ব্যাঙ্ক সূত্রে খবর, গত বেশ কিছুদিন ধরে ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছিল মঙ্গলদীপ ভবনের মালিকপক্ষের অন্যতম এক ব্যক্তি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কথাও হয়। কিন্তু আলোচনার রাস্তায় না গিয়ে বাড়ি ভাড়ার টাকা বাড়ানো নিয়ে একটি মামলা করেন। বিষয়টি এখনও বিচারাধীন। তার মধ্যেই গত শনিবার হঠাৎ মালিকপক্ষের অন্যতম ওই ব্যক্তি ঘরে তালা মেরে দেন। |