পুরস্কার পল্লবকে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ছবিটি তুলেছেন তরুণ দেবনাথ। |
উচ্চমাধ্যমিক পরীক্ষায় তফশিল জাতি সম্প্রদায়ের পড়ুয়াদের মধ্যে নজরকাড়া ফল করায় রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রাক্তন ছাত্র পল্লব সিংহকে ‘ডক্টর অম্বেডকর’ জাতীয় মেধা পুরস্কারে ভূষিত করল কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রক। মন্ত্রকের তরফে পাঠানো পুরস্কার স্বরূপ ৫০ হাজার টাকার ব্যাঙ্ক ড্রাফট ও শংসাপত্র মঙ্গলবার দুপুরে পল্লবের হাতে তুলে দেন উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া। রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের চেম্বারে অনুষ্ঠানে স্কুল এবং প্রশাসনের আধিকারিকেরা ছাড়াও পল্লবের বাবা পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক মধুসূদন সিংহ ও মা পেশায় জেলা পরিষদের কর্মী কৃষ্ণা সিংহ উপস্থিত ছিলেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, পল্লব এ বছর বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৭০ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান দখল করেছে। পাশাপাশি তফসিলি জাতি সম্প্রদায়ের পড়ুয়াদের মধ্যে রাজ্য দ্বিতীয় স্থান দখল করেন। তিনি জয়েন্ট এন্ট্রাসেও মেডিক্যাল বিভাগে তফশিল জাতি সম্প্রদায়ের পড়ুয়াদের মধ্যে প্রথম স্থান পান। |
কিশোরী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
নিষিদ্ধপল্লির কাছ থেকে ১১ বছরের এক কিশোরীকে উদ্ধার করল মালদহ জেলা চাইল্ড ওয়েলফেয়ার। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ ওই এলাকার একটি চায়ের দোকানে কিশোরীকে কাঁদতে দেখে এক জন চাইল্ড ওয়েলফেয়ারের সদস্যদের টেলিফোন করেন। তাঁরা ইংরেজবাজার থানার পুলিশকে নিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেছে। পরে কিশোরীকে সরকারি হোমে রাখা হয়েছে। ওয়েলফেয়ার কমিটির সদস্য শুভময় বসু বলেন, “ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পুলিশকে সব জানানো হয়েছে।” আইসি দিলীপ কর্মকার জানান, মালদহে কুমারগঞ্জের রানীনগর গ্রামে এই কিশোরীর বাড়ি। এক আত্মীয় নিষিদ্ধপল্লিতে বিক্রির জন্য নিয়ে এসেছিল বলে জানা যাচ্ছে। পরে কোনও কারণে রাস্তায় মেয়েটিকে ফেলে পালিয়েছে। |
একগুচ্ছ দাবি
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
প্রাথমিক শিক্ষকদের বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া, এক শিক্ষক থাকা স্কুলগুলিতে আরও বেশি সংখ্যক শিক্ষক নিয়োগ সহ একগুচ্ছ দাবিতে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক স্কুল সংসদের দফতরে বিক্ষোভও দেখায় সমিতির সদস্যরা। এদিন বিকেলে শিক্ষকেরা মিছিল করে সংসদভবনে গিয়ে ১২ দফা দাবিতে চেয়ারম্যানকে স্মারকলিপি দেন। |
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ঘটনাটি ঘটেছে। নাম রণেন্দ্রনাথ প্রামাণিক (৪৫)। দুপুরে তিনি বেলতারা এলাকায় আত্রেয়ী নদীতে স্নান করতে যান। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হওয়ার পরে হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। |
নতুন ডিএম
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক পদে যোগ দিলেন তাপস চৌধুরী। তিনি কলকাতা কর্পোরেশনের যুগ্ম সচিব ছিলেন। বিদায়ী জেলাশাসক দুর্গাদাস গোস্বামী অত্যাবশ্যকীয় পণ্য নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদে কাজে যোগ দেবেন বলে জানা গিয়েছে। |