ঘুরিয়ে সবন্তকে কটাক্ষ ডালমিয়ার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতায় আসন্ন ওয়ার্কিং কমিটির বৈঠকে নারায়ণস্বামী শ্রীনিবাসনের উপস্থিতিকে ঘিরে বোর্ড কোষাধ্যক্ষ রবি সবন্তের মন্তব্যের প্রতি কটাক্ষ করলেন বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। সবন্তের নাম না করে প্রশ্ন তুলে দিলেন যে, পুরো ব্যাপারটাই যখন এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন তখন কী ভাবে কেউ শ্রীনির বৈঠকে আসা নিয়ে মন্তব্য করতে পারেন?
বুধবারই সবন্ত জানিয়েছিলেন, আগামী রবিবারের কলকাতা বৈঠকে শ্রীনি আসতেই পারেন। আর এলে শ্রীনি-ই বৈঠকে ‘চেয়ার’ করবেন। শ্রীনি-প্রসঙ্গে রবি সবন্তের মন্তব্য নিয়ে ডালমিয়াকে এ দিন প্রশ্ন করা হলে তাঁর উত্তর, “শ্রীনি আসছেন কি না আমি জানি না। কিন্তু অনেক রকম আইনি জটিলতা আছে। আর ব্যাপারটা যেহেতু এখনও কোর্টের বিচারাধীন তাই, এ সব নিয়ে কারও মন্তব্য করাটা উচিতও নয়।” সঙ্গে তাঁর সংযোজন, “আর এই প্রশ্নের উত্তর ১ সেপ্টেম্বরের আগে দেওয়া সম্ভবও নয়। তাই এ ভাবে মন্তব্য করাটা ঠিক নয়।” |
শুধু ডালমিয়াই নন, সবন্তের মন্তব্যকে ঘিরে বোর্ডের কোনও কোনও সদস্যরা বেশ অবাক। বলা হচ্ছে, ওয়ার্কিং কমিটির যে নোটিশ পাঠানো হয়েছে, সেটা প্রথম ‘মার্ক’ করা হয়েছে ডালমিয়াকে। ডালমিয়া-ই প্রেসিডেন্ট সেটা কোথাও লেখা নেই, কিন্তু সর্বপ্রথম তাঁর নামই ‘মার্ক’ করা হয়েছে। বরং শ্রীনি-র নাম সেখানে কোথাওই নেই।
এ দিকে, সিএবি-তে ডালমিয়ার সঙ্গে বৈঠক সেরে গেলেন মিজোরামের মুখ্যমন্ত্রী পু লালথানহাওলা। বলা হল, ক্রিকেটের পরিকাঠামোগত দিকে বর্তমানে উন্নতি করেছে মিজোরাম। তাই এ বার তাদের বোর্ডের সদস্যপদ দেওয়া হোক।
|