বোল্টকে ব্লাটারের নিমন্ত্রণ বিশ্বকাপে |
ফিফার ৯ নম্বরের নীল জার্সি উপহার দিয়ে উসেইন বোল্টকে বিশ্ব ফুটবল সংস্থার প্রেসিডেন্ট জোসেফ ব্লাটার বললেন, “আসন্ন বিশ্বকাপে তোমার আসা চাইই চাই”। বিশ্বকাপে তো আসছেনই, বোল্ট উপরন্তু জানিয়ে দিলেন, বিশ্বকাপের পরও তিনি রিওয় আসবেন আগামী অলিম্পিকে ফের তিনটি সোনা জিততে।
জুরিখে ফিফার সদর দফতর থেকে কয়েক কিলোমিটার দূরে লেৎজিগ্রান্ড স্টেডিয়ামে ওয়েটক্লাস ডায়মন্ড লিগে ট্র্যাকে নামতে এসেছেন বোল্ট। এই সুযোগটা আর হাতছাড়া করলেন না ব্লাটার। স্প্রিন্ট-কিংকে দফতরে ডেকে এনে দিলেন নানা উপহার। সঙ্গে ওই নীল ফিফা টি-শার্ট ও বিশ্বকাপের এক গোছা ভিভিআইপি টিকিট। ব্লাটার বললেন, “উসেইনকে আমাদের মাঝখানে আনতে পেরে আমি গর্বিত। ও যে কত বড় টিম প্লেয়ার, তা সম্প্রতি রিলে দৌড়েই প্রমান করেছে। ফুটবলেও তো টিম প্লেয়ারদের কদর।”
কিন্তু ৯ নম্বর জার্সি কেন? ব্লাটারের বক্তব্য, “আমরা চাই, ওর লক্ষ্য হোক ন’সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করা। উসেইনকে সে কথা মনে করিয়ে দিতেই জার্সিতে নয় লেখা হয়েছে।”
প্রথমবার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার দফতরে এসে সংবর্ধনা পেয়ে অভিভূত বোল্ট বললেন, “আমি সম্মানিত। এই প্রথম বিশ্বকাপ ট্রফি স্বচক্ষে দেখলাম। বিশ্বকাপের জন্য রিওয় তো যাবই, তবে ২০১৬-য় ফের রিওয় যাব ১০০, ২০০ ও ৪X১০০ মিটারে ফের অলিম্পিক সোনা জিততে। এখন এটাই আমার পরবর্তী লক্ষ্য।” |