মুখোমুখি ইস্টবেঙ্গল-খড়্গপুর একাদশ |
রেলশহরে প্রদর্শনী ম্যাচে চিডি-ওপারা |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলশহরের মাঠে খেলবেন চিডি-ওপারারা।
আগামী ৩১ অগস্ট এক প্রদর্শনী ম্যাচ খেলতে খড়্গপুরে আসছে ইস্টবেঙ্গল। খেলা হবে সেরসা স্টেডিয়ামে। ওই দিন ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে স্পোটর্স ডেভেলপমেন্ট অ্যাকাদেমির খড়্গপুর একাদশ। সুষ্ঠু ভাবে ম্যাচ করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমির খড়্গপুর শাখার উদ্যোগে ওই প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। অ্যাকাদেমির খড়্গপুর শাখার সভাপতি অনিতবরণ মণ্ডলের কথায়, “খেলাধূলোর প্রসারেই এই উদ্যোগ। ৩১ অগস্ট ইস্টবেঙ্গলের পুরো টিম খড়্গপুরে আসছে। আশা করি, এই ম্যাচ দেখতে প্রচুর মানুষ আসবেন।” তাঁর কথায়, “আমাদের জেলায় প্রতিভার অভাব নেই। বেশ কয়েকজন তরুণ ফুটবলার ভাল খেলেন। প্রশিক্ষণের সুযোগ পেলে আগামী দিনে এঁরা আরও ভাল খেলবেন।” অ্যাকাডেমির দাবি, চিডি-ওপারার মতো ফুটবলাররাও শহরে আসছেন। টিমের সঙ্গে থাকবেন লাল-হলুদের ব্রাজিলীয় কোচ মার্কোস ফালোপা। ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষই তাঁদের এই আশ্বাস দিয়েছেন। |
এই সেরসা স্টেডিয়ামেই খেলা হবে।—ফাইল চিত্র। |
স্পোটর্স ডেভেলপমেন্ট অ্যাকাদেমির খড়্গপুর শাখার উদ্যোগে এক সময় রেলশহরে ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট হত। কখন স্কুলগুলোকে নিয়ে আবার কখনও ক্লাবগুলোকে নিয়ে টুর্নামেন্ট হয়েছে। তবে, গত দু’বছর খড়্গপুরে বড় কোনও টুর্নামেন্টের আয়োজন করতে পারেননি অ্যাকাদেমি কর্তৃপক্ষ। অ্যাকাদেমির সভাপতি অনিতবরণবাবু তা মানছেন। সম্প্রতি স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাদেমির খড়্গপুর শাখার এক প্রতিনিধি দল ও প্রাক্তন ফুটবলাররা ইস্টবেঙ্গল ক্লাবে যায়। তাঁরা প্রদর্শনী ম্যাচ খেলতে ইস্টবেঙ্গলকে রেলশহরে আসার আবেদন জানায়। তাতে সাড়া দিয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে খড়্গপুরে টিম পাঠাতে রাজি হয় ইস্টবেঙ্গল। উদ্যোক্তাদের বক্তব্য, সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপাতত, ৩১ অগস্টের অপেক্ষায় রেলশহর।
|