১ স্বার্থপর
৫ অন্যের অজ্ঞাতে কারও
মনে গোপনে আঘাত।
৮ আদ্যাশক্তির রুদ্রাণীরূপ।
৯ যে পাহারাওয়ালা উচ্চকণ্ঠে
প্রহর ঘোষণা করে।
১০ ইংরেজির ন্যাবারোগ।
১১ লোকালয় প্রতিষ্ঠা।
১৩ উত্কণ্ঠা, ব্যাকুলতা।
১৪ উপনিবেশ স্থাপনকারী।
১৬ ‘না জানে—না জানে রোদন,
না জানে সাধের যাতনা যত’।
১৮ রাশিচক্রে যে অবস্থানে জাতকের
মৃত্যু সূচিত করে।
২০ সপত্নী বিষ্ণু।
২১ বাঁশের চাঁচারি দিয়ে তৈরি আচ্ছাদন।
২২ শ্রীকৃষ্ণ।
২৪ ‘নীড়ে ফিরে আসুক
তোমার—বিহঙ্গ’।
২৫ (আল.) ভালকাজ বা সাধুসঙ্গ।
২৯ (আল.) হাজত।
৩১ নির্মাণকারিণী।
৩২ দুর্গাদেবী।
৩৩ উড়িধান, তৃণধান।
৩৪ বিক্রমাদিত্যের নয় জন
পণ্ডিতসমৃদ্ধ দরবার। |
|
২ চরণকমল।
৩ তুল্যমূল্য, অভিন্ন।
৪ স্বয়ং এবং অবাধে
উচ্চারিত অক্ষরসমূহ।
৫ ভীষণ, শান্ত।
৬ যুদ্ধক্ষেত্র।
৭ অতিশয় শক্তিশালী।
৮ ‘বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী, ঝঙ্কারিবে—রুণু রুণু’।
১২ তীব্র ক্লেশ, কাকস্য—।
১৩ উপরের আচ্ছাদন, বিছানার চাদর।
১৪ উপনিষদবিষয়ক।
১৫ ‘ও—দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া
দোপাটি আর পলাশ দিল ডাক’।
১৭ কনীনিকামণ্ডল।
১৯ বেতার সংবাদপত্র দূরদর্শন
ইত্যাদি প্রচারযন্ত্র।
২৩ স্থূলত, সব কিছু বিচার করে দেখলে।
২৪ অন্যের উন্নতিতে দুঃখিত হয় এমন।
২৫ ভূতলে পতিত।
২৬ ‘অলকে কুসুম না দিয়ো,
শুধু শিথিল—বাঁধিয়ো’।
২৭ স্বর্গের গঙ্গা।
২৮ ব্যাকরণের নিয়ম বা সূত্রের ব্যতিক্রম।
৩০ পরিবেশের বা বিষয়বস্তুর
রস বা বর্ণনা। |