গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে একই মঞ্চে হাজির ছিলেন ‘শাহেনশাহ্’ এবং ‘বাদশা’। সব ঠিকঠাক চললে এ বছরও ফের একই মঞ্চে দেখা যাবে তাঁদের দু’জনকে।
এ ব্যাপারে অমিতাভ বচ্চনের অফিস থেকে তাঁর সম্মতিসূচক চিঠিটি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মহাকরণে। শুধু তিনিই নন, বচ্চন পরিবারের আরও কাউকে কাউকে আনার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফেসবুকে লিখেছেন, অমিতাভ এই উৎসবে আসার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। তিনিই এই উৎসবের সূচনা করবেন এবং সঙ্গে আনার চেষ্টা করবেন জয়া, অভিষেক ও ঐশ্বর্যাকেও।
পরপর দু’বছর কোনও চলচ্চিত্র উৎসবের সূচনায় অমিতাভ বচ্চনের উপস্থিতি সম্ভবত গোটা দেশের নিরিখে এটাই প্রথম বার। এ ছাড়াও সরকারি সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। |
গত বছর চলচ্চিত্র উৎসবের শুরুটা যতখানি বর্ণাঢ্য হয়েছিল, উৎসবের মাঝের অংশ এবং সমাপ্তি অনুষ্ঠান সেই উচ্চতায় পৌঁছয়নি বলে অনেকেই বলাবলি করছেন। এ বার তাই নজর দেওয়া হচ্ছে সেই দিকেও। উৎসবের মাঝখানে ‘যশ চোপড়া স্মারক বক্তৃতা’র পরিকল্পনা করা হয়েছে। বর্ণময় অনুষ্ঠানেই উৎসব শেষ করার কথাও চলছে।
এ ছাড়া, আরও একটি বড় চমক থাকছে কলকাতা চলচ্চিত্র উৎসবের ১৯তম বছরে। উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে থাকছে ঋতুপর্ণ ঘোষের মুক্তি না-পাওয়া ‘সানগ্লাস’।
এ ছবি দিয়ে উৎসবের শুরু করার প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ওই ছবির নাম অবশ্য এখন আর ‘সানগ্লাস’ নেই। তার বদলে নাম হয়েছে ‘তাক-ঝাঁক’। এবং এই মুহূর্তে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে।
গোটা ব্যাপারটা নিয়ে যথেষ্ট উত্তেজিত ১৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রঞ্জিত মল্লিক। তিনি বলেন, “কাজ চলছে পুরোদমে। এ বছর আমরা এই উৎসবকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই। অমিতাভ বচ্চন সম্মতি দিয়ে দিয়েছেন। ওঁর উপস্থিতি একটা বিরাট ব্যাপার।” |