বর্ধমান |
গর্তে রাখা শ্যালো পাম্পেই মরণফাঁদ |
|
নিজস্ব সংবাদদাতা, কালনা: শ্যালো পাম্প মাটির নীচে বসানোর নিয়ম নেই। অথচ গ্রামে-গ্রামে তা-ই বসানো হয়। গর্তের মুখ ঢাকা দিয়ে রাখলে তাতে যে বিষাক্ত গ্যাস জমতে পারে, তা জানা আছে সকলেরই। অথচ গরু-ছাগল, ময়লা-আবর্জনা পড়ার ভয়ে শ্যালো পাম্পের গর্তের মুখ ঢেকেই রাখা হয়। পরিণতি অনিবার্য। গত বৃহস্পতিবারই পূর্বস্থলীর কালেখাঁতলা এলাকার ভিতপুর গ্রামে শ্যালোর গর্তে নেমে প্রাণ হারান দুই ভাই। |
|
টাকার গাড়ি থেকে ব্যাগ নিয়ে দৌড়, পাকড়াও করে মারধর |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: সবে ব্যাঙ্ক খুলেছে। বেসরকারি ব্যাঙ্কের সামনে এসে দাঁড়িয়েছে টাকার গাড়ি। টাকা ভর্তি ব্যাগ নিয়ে ব্যাঙ্কে ঢুকে গিয়েছেন রক্ষী-সহ কয়েক জন। গাড়িতে একা বসে চালক। পিছনের দরজা খোলা। হঠাৎ সেই দরজা দিয়ে শরীর গলিয়ে গাড়ির ভিতরে থাকা কালো একটি ব্যাগ নিয়ে দৌড় দিল এক যুবক। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বর্ধমানের ঢলদিঘির ঘটনা। |
|
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
নম্বর ছাড়া ডাম্পারের দৌরাত্ম্য বাড়ছে শহরে |
|
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে একাধিক নম্বর প্লেটবিহীন ডাম্পার। বেপরোয়া গতিতে একাধিক দুর্ঘটনা ঘটিয়ে সহজেই নাগালের বাইরে পালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ। শহরবাসীর আশঙ্কা, নম্বর প্লেট না থাকায় এই ডাম্পারগুলিকে প্রশাসনের পক্ষে ধরা মুশকিল। আবার রাজস্ব ফাঁকি দেওয়ার আশঙ্কা করছে পরিবহণ দফতর। |
|
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ডিএসপি-তে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হল আট জন। পুলিশ জানায়, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার একটি চক্র চলছিল। ধৃতদের জেরা করে এর সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা হবে। পুলিশ জানায়, বিহারের জামালপুরের সঞ্জয় কুমার নামে এক যুবক দুর্গাপুর থানায় অভিযোগ করেন, মাসখানেক আগে ডিএসপি-তে চাকরি দেওয়ার নাম করে কয়েক জন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। |
চাকরির নামে
প্রতারণায় ধৃত ৮ |
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|