ডিএসপি-তে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হল আট জন। পুলিশ জানায়, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার একটি চক্র চলছিল। ধৃতদের জেরা করে এর সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা হবে।
পুলিশ জানায়, বিহারের জামালপুরের সঞ্জয় কুমার নামে এক যুবক দুর্গাপুর থানায় অভিযোগ করেন, মাসখানেক আগে ডিএসপি-তে চাকরি দেওয়ার নাম করে কয়েক জন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে তিন হাজার টাকার বিনিময়ে একটি ফর্ম পূরণ করানো হয়। এর পরে বৃহস্পতিবার তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য ডিএসপি হাসপাতালে আসতে বলা হয়। কিন্তু তাদের আচরণে সন্দেহ হওয়ায় সঞ্জয় পুলিশের দ্বারস্থ হন।
পুলিশ ওই দিন আগে থেকে ডিএসপি হাসপাতালে অপেক্ষা করছিল। ডাক্তারি পরীক্ষার জন্য সঞ্জয় ওই আট জনের সঙ্গে পৌঁছতেই পুলিশ তাদের আটক করে। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ জানায়, কথাবার্তায় অসঙ্গতি মেলায় রাতে তাদের গ্রেফতার করা হয় ওই আট জনকে। তাদের বেশির ভাগই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। বাকিদের বাড়ি জামালপুরে।
পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জেনেছে, অন্তত পাঁচ জনকে তারা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ফর্ম পূরণের সময়ে তিন হাজার টাকা, ডাক্তারি পরীক্ষার ২৭ হাজার টাকা এবং নিয়োগপত্র হাতে পাওয়ার পরে বাকি তিন লক্ষ ৭০ হাজার টাকাচাকরি প্রার্থীদের এ ভাবে মোট ৪ লক্ষ টাকা দেওয়ার কথা। পুলিশ জেনেছে, ধৃতেরা বেনাচিতির একটি হোটেলে ছিল। মুঙ্গের, জামালপুর ইত্যাদি জায়গা থেকে বেকার যুবকদের ফাঁদে ফেলার চেষ্টায় ছিল তারা। শুক্রবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে ছ’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। |