খনির চাল ধসে মৃত্যু শ্রমিকের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কয়লা খনির চাল ধসে মৃত্যু হল এক শ্রমিকের। আহত হয়েছেন এক জন। ইসিএলের সোদপুর এরিয়ার মাউথডিহি খনিতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাঝ রাতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়দুল্লা আনসারি (৫৩)। আহত ব্যক্তিকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, সংস্থার নিয়ম অনুযায়ী মৃত এবং আহতের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে ইসিএল। তাঁর দাবি, এই ঘটনার পিছনে নিরাপত্তার অভাবজনিত কোনও কারণ নেই। ভূগর্ভস্থ খনিতে এ রকম চাল ধসে দুর্ঘটনা আগেও ঘটেছে বলে জানান তিনি।
|
খোঁজ চোরাই মোটরবাইকের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মোটরবাইক চুরি চক্রে জড়িত সন্দেহে ধৃতদের জেরা করে আরও কয়েকটি মোটরবাইকের সন্ধান পেল পুলিশ। দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ বিভিন্ন জেলা থেকে পাঁচ জনকে গ্রেফতার করে আগেই দশটি মোটরবাইক উদ্ধার করেছিল। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, তারা দীর্ঘদিন এই কাজে যুক্ত। আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে মোটরবাইক চুরি করে রেখে আসে ভিন্ জেলায়। বাঁকুড়ার এক জায়গায় সেরকমই ১০টি মোটরবাইক রয়েছে বলে তারা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুত সেগুলি উদ্ধার করা হবে।
|
চাকরির দাবি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
জমিহারাদের জন্য চাকরির দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ১৯৯৬ সালে জমি অধিগ্রহণ করে খনির কাজ শুরু করেছিল ইসিএল। তার পর থেকে এখনও ২২ জন জমিহারা চাকরি পাননি বলে অভিযোগ। তাঁদের চাকরির দাবিতে কাজোড়া এরিয়া অফিসে আসানসোল-দুর্গাপুর কল্যাণ সমিতির নেতৃত্বে শুক্রবার বিক্ষোভ হয়। এরিয়া কর্তৃপক্ষ জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। |