মাঠে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সদর জোন স্কুল ফুটবল ম্যাচে অশান্তি হল মিউনিসিপ্যাল স্কুলের মাঠে। শুক্রবার দুবরাজদিঘি হাইস্কুল ও হাটগোবিন্দপুর এমএস-এর মধ্যে ম্যাচ চলার সময়ে বহিরাগত কিছু ছেলে মাঠে ঢুকে খেলতে চায়। কিন্তু প্রতিযোগিতা চলছে বলে তাদের খেলতে নিষেধ করা হয়। এ নিয়ে হাটগোবিন্দপুরের ছেলেদের সঙ্গে বচসা, তা থেকে মারপিট শুরু হয়ে যায়। পুলিশ গিয়ে তখন পরিস্থিতি সামাল দিলেও খেলা শেষে হাটগোবিন্দপুরের ছেলেদের উপরে ওই বহিরাগতেরা চাড়াও হয় বলে অভিযোগ। হাটগোবিন্দপুরের ছেলেরা পালিয়ে যায়। তাদের দাবি, কয়েক জন আহতও হয়েছে এই ঘটনায়।
|
বর্ধমানে ছাত্র-যুব উৎসব
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
শুক্রবার ১৩০টি স্কুল ও ৫টি কলেজকে নিয়ে বর্ধমান জেলা ছাত্র-যুব বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হল ইউনির্ভাসিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। আয়োজক জেলা যুব কল্যাণ দফতর। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ এই তিন স্তরের মডেল ও পোষ্টার প্রতিযোগিতা হয়। প্রতি বিভাগের তিন স্থানাধিকারী পুরষ্কৃত হয়েছে। প্রতি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী সেপ্টেম্বরে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের রাজ্য প্রতিযোগিতায় যোগ দিতে পারবে জানিয়েছেন জেলা যুব আধিকারিক প্রদীপ মজুমদার। |