সবে ব্যাঙ্ক খুলেছে। বেসরকারি ব্যাঙ্কের সামনে এসে দাঁড়িয়েছে টাকার গাড়ি। টাকা ভর্তি ব্যাগ নিয়ে ব্যাঙ্কে ঢুকে গিয়েছেন রক্ষী-সহ কয়েক জন। গাড়িতে একা বসে চালক। পিছনের দরজা খোলা। হঠাৎ সেই দরজা দিয়ে শরীর গলিয়ে গাড়ির ভিতরে থাকা কালো একটি ব্যাগ নিয়ে দৌড় দিল এক যুবক।
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বর্ধমানের ঢলদিঘির ঘটনা। চালকের চিৎকার শুনে মোটরবাইকে যুবকের পিছু নিল কয়েক জন। বেশি দূর যেতে হল না। ব্যাগ ছিনিয়ে পালানো যুবক ধরা পড়ে গেল অনায়াসেই। তার পরে জনতার কিল-চড়-ঘুষি। খবর পেয়ে হাজির পুলিশ। গণপ্রহারের হাত থেকে বাঁচিয়ে ওই যুবককে ভ্যানে তোলে পুলিশ। যে নিরপত্তা সংস্থার গাড়ি থেকে ওই ব্যাগ ছিনতাই হয়েছিল, হাজির হন তার কর্মীরাও। শেষে খোলা হল সেই কালো ব্যাগ। বেরোল একটি টিফিন কৌটো, তার মধ্যে ভাত-তরকারি। টাকা ভর্তি রয়েছে ভেবে সেই ব্যাগ নিয়ে পালাতে গিয়ে বিপাকে পড়ল যুবক। |
পুলিশ জানায়, ওই যুবকের নাম চন্দু মাল। জনতার মারধরে গুরুতর জখম হয় সে। পুলিশ তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ সেলে ভর্তি করেছে। ওই নিরাপত্তা সংস্থা অবশ্য তার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি। সংস্থার সুনাম নষ্ট হওয়ার আশঙ্কাতেই অভিযোগ করা হয়নি বলে জানান ওই কর্মীরা। তাঁদের বক্তব্য, “আমারা তো সব টাকা ব্যাঙ্কের ভিতরে নিয়ে চলে গিয়েছিলাম। তাই টাকা নিয়ে পালাতে পারেনি ওই যুবক।”
বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় বলেন, “ধৃত ব্যান্ডেলের রেলপাড় এলাকার বাসিন্দা। সে মোটরবাইক চুরি চক্রের সঙ্গে যুক্ত। সেই মামলাতেই তাকে আপাতত আটক করা হয়েছে। সুস্থ হয়ে ওঠার পরে তাকে জেরা করা হবে।” |