চিত্র সংবাদ |
শিক্ষক দিবস উপলক্ষে নাটক করল কাটোয়ার পাঁচগড়ার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা।
|
গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শপথগ্রহণ হয়ে গিয়েছে।
জেলা পরিষদের সদস্যদের শপথগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। বর্ধমান জেলা প্রশাসনিক
ভবনের সামনের মাঠে সে জন্য তৈরি হচ্ছে মণ্ডপ। উদিত সিংহের তোলা ছবি।
|
পুজোর কয়েক মাস আগে থেকেই কালনায় প্রতিমার সাজ তৈরির কাজ
শুরু করে দেন শিল্পীরা। এ রাজ্যের নানা মণ্ডপ ছাড়াও এই সাজ পাড়ি দেয় মুম্বই,
হায়দ্রাবাদ-সহ ভিন্ রাজ্যের নানা শহরে। ছবি: মধুমিতা মজুমদার।
|
অন্ডাল-উখড়া রাস্তায় শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলে ঘষা খেল
একটি স্কুলবাস। ৩৫ জন পড়ুয়া ছিল। কেউ জখম হয়নি।
|
আসানসোলের রবীন্দ্রনগরে একটি মণ্ডপ সাজানোর কাজ করতে
পূর্ব মেদিনীপুরের কন্টাই থেকে এসেছেন ত্রিশ জন শিল্পী। চঞ্চল আচার্য নামে
তাঁদেরই এক জন জানালেন, সারা বছর নানা পেশায় যুক্ত থাকলেও পুজোর সময়ে
মণ্ডপসজ্জাই তাঁদের মূল রোজগার। ছবিটি তুলেছেন শৈলেন সরকার। |
|