এই শহর জুড়ে নিরন্তর ঘটে চলা বিভিন্ন ঘটনার মাত্র কয়েকটি হয়ে ওঠে সংবাদের শিরোনাম। ভাল আর মন্দ
সেখানে হাত ধরাধরি করে আসে। শেষ তিরিশ দিনে প্রকাশিত শহরের সেরা শিরোনামগুলি দিয়েই বোঝা যায় কেমন
আছে এ শহর। কলকাতার হাঁড়ির হাল বুঝতে ২১ ডিসেম্বর ২০১৩ থেকে ২০ জানুয়ারি ২০১৪-র শীর্ষ শিরোনাম।

• মমতার স্পর্শে শুরু বড়দিনের উৎসব

• ভবানীপুর ‘ছোট মোহনবাগান’ নয় বলছেন অঞ্জন: তাঁদের ক্লাবের প্রেসিডেন্ট এবং সহ-সচিব ভবানীপুর ক্লাব চলান। দলবদলের সময় হোসে ব্যারেটো-সহ মোহনবাগানের অনেক বাতিল ফুটবলারই গিয়েছেন ভবানীপুরে। তবুও ভবানীপুরকে ‘ছোট মোহনবাগান’ মানতে নারাজ মোহনবাগান কর্তারা। ক্লাব সচিব অঞ্জন মিত্র শুক্রবার বলে দিলেন, “আমাদের ছোট দল হল আমাদের ফুটবল অ্যাকাডেমি বা জুনিয়র দলগুলো। আমাদের ক্লাবের কর্তারা সেখানে যুক্ত থাকলেও ভবানীপুরের বিরুদ্ধে আমরা জেতার জন্য মরিয়া হই। ব্যারেটোও ওই দলে যাওয়ার পর আমাদের বিরুদ্ধে জানপ্রাণ দিয়ে খেলে। ভবানীপুরের বিরুদ্ধে জিতলে আমাদের সমর্থকরা আনন্দ পায়।” হোসে ব্যারেটোর ভবানীপুরকে এতদিন ময়দানে সবাই ‘ছোট মোহনবাগান’ বলেই ভাবত। এ দিনের পর সেই ধারণা অবশ্য বদলাবে। অঞ্জনবাবু-সহ মোহনবাগান কর্তাদের এ ব্যাপারে তীব্র প্রতিবাদও আছে। “মোহনবাগানের কোনও কর্তা অন্য ক্লাবের সঙ্গে যুক্ত থাকলেই সেটা ‘মোহনবাগান’ হয় না। ইস্টবেঙ্গল তাই ভবানীপুরকে পাঁচ গোল দিয়েছে, ‘ছোট মোহনবাগানকে’ নয়,” বলে দিলেন অঞ্জন।

• ক্লডিয়াসের প্রথম মৃত্যুবার্ষিকী: লেসলি ক্লডিয়াসের প্রথম মৃত্যুবার্ষিকীতে ময়দানের কাস্টমস ক্লাবের অনুষ্ঠানে শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর নাতি অ্যারন। কাস্টমস সংলগ্ন রাস্তার নাম লেসলির নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

• গাছ বাঁচানোর ‘ফর্মুলা’: ক্যামাক স্ট্রিট-সহ গোটা কলকাতার গাছ কাটা, লাগানো, অন্যত্র সরানো সব খতিয়ে দেখতে যে কমিটি হয়েছে, তাঁর প্রধান হলেন প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। অন্য চার সদস্য হলেন কলকাতা পুরসভার দেবাশিস চক্রবর্তী, পরিবেশ দফতরের কান্হা তালুকদার, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে বনানী কক্কর এবং বন দফতরের লিপিকা রায়। ক্যামাক স্ট্রিট চওড়া করতে ৯টি গাছ কাটা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ক্যামাক স্ট্রিট চওড়া করার কাজ বন্ধ করে দেয়। শুক্রবার ডিভিশন বেঞ্চ আবার জানিয়েছে, কাজ চলবে। রাস্তা চওড়া করার সঙ্গে কী ভাবে গাছ বাঁচানো যায়, তুলে অন্যত্র বসানো যায় সব নিয়ে একটি ‘ফর্মুলা’ তৈরি করবে কমিটি।

হলিউডের দাদাগিরিকে হারাল তর্কসভা

স্মৃতি উস্কে এ বার গ্রেট ইস্টার্নের কেক বড়দিনে

‘বুড়ো’ হয়েছে গাড়ি, বিজ্ঞান প্রদর্শনী তাই বন্ধ

সোনার স্মৃতি আর নতুন প্রতিজ্ঞায় উজ্জ্বল ইস্টবেঙ্গলের মায়াবী রাত

কেমন সেজেছে উৎসবনগরী, দেখলেন মমতা

যুগের হাওয়ায় পার্ক স্ট্রিটের স্বাদ বদল

আহত গরুকে আগলে নিয়ে রাত জাগল পাড়া

• উচ্ছ্বাসে জমজমাট বড়দিন

• ভিড়ের পাল্লা এ বার ভারী নিকো পার্ক, ইকো পার্কেও

• সাহেবি থেকে নবাবি, ভোজের পাতে বর্ষবরণ

• স্বাদের হাত ধরে উৎসবের ছোঁয়া সংশোধনাগারেও

• সেরারা খেলবে টেলিগ্রাফ দাবায়: তুমুল উৎসাহের সঙ্গে বুধবার বড় দিনের দিন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শেষ হল আলেখিন চেস ক্লাবের ‘দ্য ছোটা ভিম কিডস চেস কার্নিভ্যাল’। কলকাতার ঐতিহ্যশালী দাবা ক্লাব আলেখিনের দাবি, টুর্নামেন্টে অংশ নিয়েছে ছ’শোর বেশি প্রতিযোগী যা একটা রেকর্ড। এ রাজ্য ছাড়াও প্রচুর দাবাড়ু এসেছে বিহার, ঝাড়খন্ড ও ওড়িশা থেকে। ছয় থেকে চোদ্দো- মোট পাঁচটি বয়স বিভাগে খেলা হল। মোট আট রাউন্ডে সেরারা প্রায় সবাই জিতেছে। বিভিন্ন বয়স বিভাগে চ্যাম্পিয়ন তানিশা চট্টোপাধ্যায়, পি সাইরুপা, কৌস্তভ চট্টোপাধ্যায়, সৃজিত পাল, অর্পিতা মুখোপাধ্যায়, সপ্তর্ষি গুপ্ত, বিদিশা রায়, আর্য ভক্ত, অনিরুদ্ধ সাহু ও চান্দ্রেয়ী হাজরা। সফলরা পেল নগদ পুরস্কার (মোট পুরস্কারমূল্য ২ লক্ষ টাকা) এবং টেলিগ্রাফ স্কুল দাবায় সরাসরি খেলার সুযোগ। টেলিগ্রাফ স্কুল দাবা এ বার ২৫ বছরে পা দেবে। টুর্নামেন্ট হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আলেখিনের অন্যতম প্রধান কর্তা সোমেন মজুমদার জানালেন, তাঁদের ক্লাবের লক্ষ্য ২০২০ সালের মধ্যে বাংলার গ্র্যান্ডমাস্টারের সংখ্যাটা কুড়িতে নিয়ে যাওয়া। রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এ ব্যাপারে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন। শেষ দিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বড় আকর্ষণ ছিলেন বিশ্বনাথন আনন্দের সেকেন্ড সন্দীপন চন্দ। তিনি ছাড়াও ছিলেন নীলোৎপল দাস, নিশা মোহতারা।

স্মৃতির সরণি বেয়ে নব কলেবরে খোলা গ্রেট ইস্টার্নে কেক কিনতে লাইন।

• মেট্রোয় ঝাঁপের হিড়িকে চালকদের স্নায়ুও ছিন্নভিন্ন

• শহরের জলে লোহার পরিমাণ বিপজ্জনক

• প্রথম দিনে এগিয়ে অনির্বাণ: ফর্মে রয়েছেন অনির্বাণ লাহিড়ী। রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে ম্যাকলিয়ড রাসেল ট্যুর চ্যাম্পিয়নশিপের প্রথম দিনটা ছিল অনির্বাণেরই। সিক্স আন্ডার সিক্সটি সিক্স করে প্রথম রাউন্ডে বাকিদের পিছনে ফেলে দিলেন অনির্বাণ। দু’নম্বরে রয়েছেন জ্যোতি রণধওয়া। আরসিজিসি-তে প্রথম খেতাব জেতার জন্য তাঁর শুরুটা যে ঠিকঠাক হয়েছে, তা স্বীকার করছেন অনির্বাণ। বলছেন, “আমার উপর কোনও চাপ ছিল না। খেলাটা পুরো উপভোগ করছি। তবে সকালের দিকটায় খেলাটা খুব কঠিন ছিল, বেশ হাওয়া দিচ্ছিল। আগে যেমন এখানে খেলতে ঠিক সাচ্ছ্বন্দ্য বোধ করতাম না, এখন সে রকম হয় না। বরং আরসিজিসি-তে খেলতে এখন কোনও অসুবিধা হয় না।” যুগ্ম ভাবে তিন নম্বরে আছেন অভিনব লোহান এবং সঞ্জয় কুমার।

• সেন্ট জেভিয়ার্স মেডিক্যাল কলেজও খুলুক, চান মমতা

• শহরের গল্ফে ছন্দ হারিয়ে পিছিয়ে পড়লেন অনির্বাণ

• মহমেডান ম্যাচ দু’দিন পিছল

• ফেড কাপের পরেই শিল্ড: ফেডারেশন কাপ শেষ হওয়ার চার দিনের মধ্যেই শুরু হবে চলতি মরসুমের আইএফএ শিল্ড। ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতায় খেলার ব্যাপারে ইতিমধ্যেই মোহনবাগান-ইস্টবেঙ্গল-সহ আই লিগে খেলা কলকাতার চার দল ও শিলংয়ের লাজং এফসি সম্মতি জানিয়েছে। আয়োজক আইএফএ-র সূত্রে খবর, এই পাঁচ দল ছাড়াও গোয়ার ডেম্পো, চার্চিল ব্রাদার্স এবং আই লিগের শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি-কেও আমন্ত্রণ জানিয়ে সোমবারের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। যদি এই তিন দলের কোনও দল শিল্ডে খেলতে আগ্রহী না হয় সেক্ষেত্রে একটি বিদেশি দল আনার ব্যাপারেও চিন্তাভাবনা করেছেন আইএফএ কর্তারা। ইংল্যান্ড, মিশর এবং দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা।

• এক বছরেই ঝলমলে ইকো পার্ক

নেট যুগেও সঙ্গীত-পাগল খুঁজতে ধ্রুপদী আসর

• পার্ক স্ট্রিটে আলোর সাজ থাক বছরভর, চান মমতা

• যাদবপুরে সার্চ কমিটি গড়ার প্রক্রিয়া শুরু: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য বাছাইয়ের জন্য সার্চ কমিটি গড়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। সার্চ কমিটিতে আচার্য-রাজ্যপালের মনোনীত সদস্যের নাম চাওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অস্থায়ী ভাবে উপাচার্যের দায়িত্ব পালন করছেন শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির (বেসু) শিক্ষক অভিজিৎ চক্রবর্তী। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে মাস চারেক বাদে। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্যপালের কাছে মনোনীত সদস্যের নাম ইতিমধ্যেই চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাছেও শীঘ্রই তা চাওয়া হবে।” তিনি জানান, আর অস্থায়ী ভাবে নয়। অভিজিৎবাবুর পরে সার্চ কমিটি মারফত বাছাই করে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে যাদবপুরে।

বড়দিনের হুল্লোড় পার্ক স্ট্রিটে। বিধানসভায় একটি ফুলের প্রদর্শনীতে।

• ‘সৌরনগরী’ হওয়ার পথে এগিয়ে গেল নিউ টাউন

• শীত-পার্বণে রঙিন বছরের শেষ রবিবার

• প্রতীক্ষার অবসান, কলকাতা অনির্বাণের

• বর্ষশেষ রাতে পার্ক স্ট্রিটের বাইরেও চলবে নজরদারি

• কেমন আছেন? ফোন করবে পুলিশ

• দুপুর থেকেই মহানগর মাতল বর্ষশেষের আনন্দে

• নয়া মুকুট রঞ্জিতের: কলকাতার পরবর্তী শেরিফ হচ্ছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর কলকাতার শেরিফ হয়েছিলেন চিকিৎসক স্বপনকুমার ঘোষ।

• বর্ষবরণের শহরে ভিড়ে রেকর্ড গড়ল চিড়িয়াখানা

• চালু হল জরুরি বিভাগ: অবশেষে চালু হল বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি (বিআইএন)-র জরুরি বিভাগ। আপাতত স্ট্রোক ও মাথায় গুরুতর আঘাতের রোগীদের জন্য ওই বিভাগে ৬০টি শয্যার ব্যবস্থা হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এসএসকেএমের অধিকর্তা প্রদীপ মিত্র এবং বিআইএন-এর অধিকর্তা অসিত সেনাপতি এ কথা জানান। বিআইএন-এর জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসকেরা থাকবেন। তবে রোগী ভর্তি হবে এসএসকেএমে। বিআইএন-এর ডাক্তাররাই ওই রোগীদের চিকিৎসা করবেন। প্রদীপবাবু বলেন, “এত দিন নিউরোলজির ইমার্জেন্সি রোগীরা এসএসকেএমে ভর্তি হলে কলবুক পাঠিয়ে বিআইএন থেকে ডাক্তারদের ডাকা হত। দায়িত্বের চাপান-উতোর চলত বহু ক্ষেত্রেই। এখন আর সে সব থাকছে না। চিকিৎসকদের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া থাকছে।” তবে মাথায় চোটের পাশাপাশি যদি রোগীর শরীরের অন্যত্রও আঘাত থাকে (মাল্টিপল ইনজুরি), তা হলে তাঁদের অবশ্য এসএসকেএমেই সার্জারি বিভাগে ভর্তি করা হবে।

• টোলগেকে এক মাসের ক্ষতিপূরণ: আগেই টোলগে ওজবেকে ছেঁটে ফেলছিলেন সাদা-কালো কর্তারা। তাঁকে সরকারি ভাবে ছেড়ে দেওয়ার আগে বৃহস্পতিবার ‘রিলিজ’ চুক্তি নিয়ে অস্ট্রেলীয় ফুটবলারের সঙ্গে আলোচনায় বসেছিলেন কর্তারা। নভেম্বরের পুরো বেতনের সঙ্গে এক মাসের ক্ষতিপূরণ দেওয়া হয় টোলগেকে। প্রথমে মৃদু আপত্তি জানালেও পরে কর্তাদের চুক্তি মেনে নেন টোলগে। মহমেডানের সহ-সচিব ইস্তিয়াক আহমেদ বললেন, “বৃহস্পতিবার টোলগের সঙ্গে আলোচনায় বসেছিলাম। এক মাসের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ওকে।”

• আত্মীয় সাজিয়ে কিডনি বিক্রির চক্র সক্রিয় এ শহরেও

• সুচিত্রার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

• ব্রিগেডেও মোদীর সভায় আমন্ত্রিত চা-বিক্রেতারা

• কলকাতা ম্যারাথনে দৌড়বেন সৌরভ

• সারমেয়-উৎপাতে জেরবার সল্টলেক

• বসে যাচ্ছে রাস্তা, খলনায়ক ইঁদুর

• কলকাতা ম্যারাথনে আজ ১২ হাজারেরও বেশি প্রতিযোগী

• হকি তারকা অমিতবিক্রম প্রয়াত: মোহনবাগানকে চার বার বেটন কাপ জেতানো সেন্টার ফরোয়ার্ড অমিতবিক্রম দাশগুপ্ত (৬৪) চলে গেলেন। শনিবার সকাল সাড়ে দশটার সময় তাঁর মৃত্যু হয়। গত ছয় দিন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ষাটের দশকের নামী এই হকি তারকা। সেখানেই মৃত্যু হয় তাঁর। গুরববক্স সিংহ, অশোককুমারের সমসাময়িক প্রয়াত অমিতবিক্রমবাবুর পরিচিতি ছিল ভাল স্কোরার হিসাবে। টানা চার বার কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। বাংলার হয়ে খেলেছেন। ভারতীয় দলের শিবিরে ডাক পেয়েছিলেন। শুধু হকিই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র অমিতবিক্রমবাবু ক্রিকেট এবং ফুটবলও খেলেছেন বিশ্ববিদ্যালয়ের হয়ে। দক্ষিণ কলকাতা সংসদের হয়ে নিয়মিত প্রথম ডিভিশন ক্রিকেট খেলেছেন। পরে ক্রিকেট সচিব হিসেবে ক্লাব প্রশাসনেও আসেন। স্ত্রী এবং এক কন্যা রেখে গেলেন তিনি।

• সমকামী রায় শুনেও দমে যায়নি টলিউড

• দর্শক টানতে সংস্কার শুরু ভিক্টোরিয়ায়

• ভিড় টানতে বইমেলায় এ বার লটারির নতুন চমক

‘মানুষের জন্য মানুষের থিয়েটার’ এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি নাট্যমেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য
শোভাযাত্রা হল। বুধবার ওই শোভাযাত্রা বাঘাতীন পার্ক থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে। দীনবন্ধু
মঞ্চে এসে শেষ হয় শোভাযাত্রাটি। আজ, বৃহস্পতিবার থেকে দীনবন্ধু মঞ্চে ১৩ তম এই নাট্যমেলা শুরু হচ্ছে।
উদ্যোক্তা কমিটির যুগ্ম সম্পাদক মিন্টু রাহা জানান, ৮ জানুয়ারি পর্যন্ত নাট্যমেলা চলবে। ছবি: বিশ্বরূপ বসাক।

• সেজে উঠছে মনোহরদাস তড়াগ

• ‘প্লাস সাইজেও’ সাজুন ফ্যাশন মেনে, মত ডিজাইনারদের

কলকাতা ক নীরব, সঙ্কটে আকাশবাণী

• বাঙালির শেষ
রোম্যান্টিক কিংবদন্তি
• যুদ্ধ সাঙ্গ, কফিনে
বেলভিউ ছাড়লেন সুচিত্রা

১২০ বছর পূর্তির অনুষ্ঠান হোক কলকাতাতেই


• গঙ্গাতীর সৌন্দর্যায়নে তৈরি ভাসমান চাতাল


সবুজ সাথী...শহরের সৌন্দর্যে নয়া সংযোজন প্রিন্সেপ ঘাটে। এক দিন দল বেঁধে সকলে মিলে... নিউ মার্কেটে।
—নিজস্ব চিত্র
 
 


 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.