|
|
|
|
শহরের গল্ফে ছন্দ হারিয়ে পিছিয়ে পড়লেন অনির্বাণ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের সবুজ গালিচায় অনির্বাণ লাহিড়ীর প্রথম খেতাব-মৃগয়ার পথে বাধা হয়ে উঠলেন লখনউয়ের সঞ্জয় কুমার। শুক্রবার দিনের শেষে যিনি বেঙ্গালুরুর বাঙালিকে এক শটে পিছনে ফেলে লিডারবোর্ডে নেতার আসনে।
পরপর দুই রাউন্ডে ৬৮ করায় ম্যাকলিয়ড রাসেল ট্যুর চ্যাম্পিয়নশিপের মাঝপথে সঞ্জয়ের মোট স্কোর আট-আন্ডার ১৩৬। অন্য দিকে, বৃহস্পতিবারের সাড়া ফেলা শুরুর পর দ্বিতীয় রাউন্ডে ধারাবাহিকতা বজায় রাখতে না পারার মাশুল দিয়ে লিড হাতছাড়া হল অনির্বাণের। প্রথম রাউন্ডে ৬৬ করার পর এ দিনের ১৮ হোল খেলার শেষে যাঁর স্কোর দাঁড়ায় এক-আন্ডার ৭১। এশীয় ট্যুরের অর্ডার অব মেরিট তালিকায় পঞ্চম স্থানে থাকা তারকা স্বীকার করে নিলেন, মাঝপথে ছন্দ হারিয়ে বসেন। অনির্বাণ বলছিলেন, “শুরুটা জমাট হয়েছিল। কিন্তু ১১ নম্বর হোল-এ ওই ডবল বোগিটা আমার ছন্দ পুরোপুরি নষ্ট করে দেয়।”
শুরুটা এ দিনও ঝকঝকেই হয়েছিল অনির্বাণের। দ্বিতীয় হোল-এই পনেরো ফুট দূরত্ব থেকে বার্ডি। চতুর্থতেও বার্ডি-র পর ঠিক যখন মনে হচ্ছে টুর্নামেন্টে তিনি জাঁকিয়ে বসলেন, তখনই ১১-১৩ হোল-এর মধ্যে ঘটে গেল ছন্দপতন। ১১ নম্বরে অনির্বাণের শট গিয়ে পড়ে গল্ফ কার্ট চলার রাস্তায়। সেখান থেকে পরের শটে বল গ্রিনে পাঠাতে না পারায় ডবল বোগি। এশীয় ট্যুরে তিনটি খেতাবের মালিক এর পর ১৩ নম্বর হোল-এও সমস্যায়। এ বার বাঙ্কার শটটা ঠিকমতো জমল না। আবার বোগি। কিছুটা সামলে ১৪ আর ১৬ হোল-এ বার্ডি পেলেন। কিন্তু সঞ্জয়কে টপকানোর জন্য সেটা যথেষ্ট হল না।
|
দুই ছেলের সঙ্গে দিনের নায়ক সঞ্জয়। শুক্রবার। —নিজস্ব চিত্র। |
অন্য দিকে, প্রথম রাউন্ডের তৃতীয় স্থান থেকে এ দিন শীর্ষে চলে আসা ৪২ বছরের সঞ্জয় বলছেন, ভাল খেলার পিছনে আসল কৃতিত্ব নাকি তাঁর পরিবারের! কোর্স ছাড়ার আগে বলে গেলেন, “স্ত্রী আর দুই ছেলে এখানে সঙ্গে আছে। আমার বড় ছেলে কোর্সেও সঙ্গে থাকছে। ওদের উপস্থিতিটাই বাড়তি তাতিয়ে দিচ্ছে।” পনেরো ফুটের বার্ডি দিয়ে দিনটা শুরু করার পর দ্বিতীয় রাউন্ডের ৫, ১২, ১৫ আর ১৭ হোল-ও বার্ডি। বিচ্যুতি বলতে ১৩ নম্বরে একটা শট বেশি খেলে বোগি। ওটা না হলে একের বদলে দুই শটে এগিয়ে থাকতেন। “প্রথম রাউন্ডের তুলনায় আজ আরও আত্মবিশ্বাসী খেলেছি। প্রথম হোল বার্ডি হওয়ায় যে ছন্দটা পাই সেটা কাজে লাগাই,” বলছিলেন রোলেক্স র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা সঞ্জয়।
এক নম্বরের জন্য এই দু’জনের লড়াইয়ের পাশে ঘরের টুর্নামেন্টে শহরের আশা জিইয়ে রাখছেন কলকাতার তারকা রাহিল গাঙ্গজি। এ দিনের পাঁচ বার্ডি ও এক বোগির দৌলতে ৬৮ করায় দুই রাউন্ডের শেষে ছয়-আন্ডার ১৩৮ স্কোরে রাহিল আছেন যুগ্ম তৃতীয় স্থানে। ভারতীয় গল্ফের আর এক তারকা জ্যোতি রণধাওয়ার আবার দিনটা তেমন ভাল গেল না। পার-৭২ স্কোর করায় প্রথম রাউন্ডের দ্বিতীয় স্থান থেকে এ দিন তিনি পিছলে গেলেন যুগ্ম পাঁচ নম্বরে। |
পুরনো খবর: প্রথম দিনে এগিয়ে অনির্বাণ |
|
|
|
|
|