টুকরো খবর
চেন্নাইয়ে সঙ্গী সমস্যায় লিয়েন্ডার
চব্বিশ বছরের আন্তর্জাতিক টেনিস জীবনে ‘সেঞ্চুরি’ থেকে তিনি মাত্র পাঁচ কদম দূরে। ডাবলস পার্টনার-সংখ্যার অভিনব সেঞ্চুরি! আপাতত সংখ্যাটা ৯৫। সেই লিয়েন্ডার পেজ ২০১৪ মরসুমের প্রথম টুর্নামেন্টে ডাবলস সঙ্গী পাচ্ছেন না! অথচ দেশের মাটিতে হওয়া একমাত্র এটিপি টুর্নামেন্ট চেন্নাই ওপেনে খেলবেন বলে উদ্যোক্তাদের চূড়ান্ত কথা দিয়েছেন ছ’টা মিক্সড ডাবলস-সহ চোদ্দো গ্র্যান্ড স্লাম ডাবলস খেতাব জয়ী চল্লিশের চিরসবুজ লিয়েন্ডার। যে টুর্নামেন্ট আর মাত্র তিন দিন দূরে। নতুন মরসুমে সব গ্র্যান্ড স্লাম-সহ প্রায় সমস্ত বড় টুর্নামেন্টই রাদেক স্টেপানেককে নিয়ে খেলা লিয়েন্ডারের চূড়ান্ত। কিন্তু এ বারের ডেভিস কাপ ফাইনালের শেষ সিঙ্গলসে জিতে চেক প্রজাতন্ত্রকে এনে দেওয়া রাদেক চেন্নাইয়ে খেলতে আসছেন না। লিয়েন্ডারের পারিবারিক সূত্র বৃহস্পতিবার রাতে জানাচ্ছে, ফ্রান্সের গিলেস সিমোন-কে নিয়ে চেন্নাইয়ে ডাবলসে নামার ব্যাপারটা অনেকটা এগিয়েছিল। কিন্তু বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৯ নম্বর সিঙ্গলস তারকা চেন্নাইয়ের গরমে (জানুয়ারিতেও তিরিশ ডিগ্রি ছুঁইছুঁই) সিঙ্গলস-ডাবলস দুটোই খেলার ঝুঁকি নিতে শেষ পর্যন্ত রাজি হননি। ফলে লিয়েন্ডারকে নতুন সঙ্গীর খোঁজ করতে হচ্ছে। “কালকের মধ্যে কিছু একটা চূড়ান্ত হয়ে যাবে। কোনও তরুণ ভারতীয়কে নিয়েও চেন্নাই ওপেনে খেলতে পারে লিয়েন্ডার,” বলছেন সেই সূত্রটি। সেটা সোমদেব দেববর্মন বা য়ুকি ভামব্রি হলেও হয়তো অবাকের নেই।

রাজ্য সিনিয়র সফটবল বর্ধমানে
৩৫ তম আন্তঃরাজ্য সিনিয়র সফটববল প্রতিযোগিতা শুরু হয়েছে বর্ধমানে। শহরের মোহনবাগান, বোরহাট রামকৃষ্ণ স্কুল ও বাবুরবাগ সিএমএস স্কুল মাঠে ওই প্রতিযোগিতা হচ্ছে। বর্ধমানে এই খেলার তেমন চর্চা না থাকলেও, মাঠে ভিড় হচ্ছে ভালই। উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, এই প্রতিযোগিতায় নানা রাজ্যের ছেলে ও মেয়েদের মোট ৫২টি দল যোগ দিচ্ছে। প্রথমে লিগ ভিত্তিক প্রতিযোগিতা হবে। তারপরে হবে নকআউট পর্ব। সফটবল সংস্থার সর্বভারতীয় সম্পাদক প্রবীন আনোকার ও রাজ্য সম্পাদক উৎপল রায় বলেন, “সম্প্রতি সফ্টবল অলিম্পিকে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এশিয়ান গেমসেও শুরু হয়েছে। দেশের প্রায় সব রাজ্যে এই খেলাটির চর্চা শুরু হয়ে গেলেও পশ্চিমবঙ্গ এখনও পিছিয়ে। এ রাজ্য সফ্টবলের প্রসারের জন্যই আন্তঃরাজ্য স্তরের প্রতিযোগিতাটি বর্ধমানে করা হচ্ছে।’’ প্রতিযোগিতার শুরুতেই বাংলার ছেলেরা ৩-১৬ রানের ব্যবধানে জম্বু ও কাশ্মীরের কাছে হেরে গিয়েছে। বাংলার মেয়েরা প্রথম ম্যাচে নামছে পঞ্জাবের বিরুদ্ধে। প্রতিযোগিতা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম দিনে এগিয়ে অনির্বাণ
ফর্মে রয়েছেন অনির্বাণ লাহিড়ী। রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে ম্যাকলিয়ড রাসেল ট্যুর চ্যাম্পিয়নশিপের প্রথম দিনটা ছিল অনির্বাণেরই। সিক্স আন্ডার সিক্সটি সিক্স করে প্রথম রাউন্ডে বাকিদের পিছনে ফেলে দিলেন অনির্বাণ। দু’নম্বরে রয়েছেন জ্যোতি রণধওয়া।
শহরে গল্ফ
রণধওয়ার সামনে কী আছে? (ডান দিকে) লক্ষ্যে স্থির অনির্বাণ।
বৃহস্পতিবার আরসিজিসি-তে গল্ফের লড়াই। ছবি: উৎপল সরকার।
আরসিজিসি-তে প্রথম খেতাব জেতার জন্য তাঁর শুরুটা যে ঠিকঠাক হয়েছে, তা স্বীকার করছেন অনির্বাণ। বলছেন, “আমার উপর কোনও চাপ ছিল না। খেলাটা পুরো উপভোগ করছি। তবে সকালের দিকটায় খেলাটা খুব কঠিন ছিল, বেশ হাওয়া দিচ্ছিল। আগে যেমন এখানে খেলতে ঠিক সাচ্ছ্বন্দ্য বোধ করতাম না, এখন সে রকম হয় না। বরং আরসিজিসি-তে খেলতে এখন কোনও অসুবিধা হয় না।” যুগ্ম ভাবে তিন নম্বরে আছেন অভিনব লোহান এবং সঞ্জয় কুমার।

কোচবিহারের মেয়েরা বিজয়ী
সিএবি-র আন্তঃজেলা মহিলা ক্রিকেট প্রতিযোগিতার প্রথম ম্যাচে জিতল কোচবিহার। বৃহস্পতিবার কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে জলপাইগুড়ি দলকে তাঁরা ২ উইকেটে হারিয়ে দেয়। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাজ্যের চারটি এলাকায় বিভিন্ন জেলা দলকে নিয়ে চারটি গ্রুপ করে প্রতিযোগিতা হচ্ছে।
—নিজস্ব চিত্র।
এ গ্রুপে কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও মালদহ দল রয়েছে। এদিন প্রথম ম্যাচে নির্ধারিত ২৮ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে ১৫ ওভার ৫ বল খেলে জলপাইগুড়ি দল ১১৪ রানে আউট হয়ে যায়। জবাবে ২৫ ওভারে ৮ উইকেটে ১১৫ করে কোচবিহার। জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক বিষ্ণুপদ বর্মন জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত এ গ্রুপের খেলা চলবে।

সঙ্কটে এশিয়া কাপ
রাজনৈতিক হিংসায় জর্জরিত বাংলাদেশ। ঘোর অনিশ্চিত সে দেশে অনুষ্ঠেয় আগামী বছরের এশিয়া কাপ। টুর্নামেন্টের ভবিষ্যৎ ঠিক হতে পারে নতুন বছরের প্রথম সপ্তাহে, কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায়। কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ আশরাফুল হক অবশ্য জানাচ্ছেন বাংলাদেশে খেলা নিয়ে এখনও কোনও দেশ আপত্তি জানায়নি। তবে তেমন কিছু হলে অবশ্যই খেলার স্থান বদলের কথা ভাবা হবে বলে তিনি জানিয়েছেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রধান চার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

টিটিতে বাংলার সোনা
অজমেরে জাতীয় সাব জুনিয়র ও ক্যাডেট টেবল টেনিসে দলগত বিভাগে সোনা জিতল বাংলা। মেয়েদের সাব জুনিয়র বিভাগে মৌমিতা দত্ত ও কৌশানি নাথ ফাইনালে তামিলনাড়ুকে হারিয়ে সোনা জেতে। ছেলেদের ক্যাডেট বিভাগের ফাইনালে অভিজিৎ বসু ও রোহন ঘোষ পেট্রোলিয়াম স্পোর্টস প্রোমোশন বোর্ডকে হারায়। তবে মেয়েদের ক্যাডেট ও ছেলেদের সাব জুনিয়র বিভাগের ফাইনালে হেরে রুপো পায় বাংলা।

জাতীয় তাইকোন্ডো, উত্তরের ১৮ জন
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত জাতীয় তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে যোগ দেবেন উত্তরবঙ্গের ১৮ জন প্রতিযোগী। তাঁরা বাংলা দলের হয়ে প্রতিযোগিতায় যোগ দেবেন। তাইকোন্ডো অ্যাসোসিয়েশন অব নর্থ বেঙ্গলের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। ২৭ থেকে ৩০ ডিসেম্বরএই প্রতিযোগিতা হবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.