পুরুলিয়া-বাঁকুড়া |
দরখাস্ত রেখে যান, সাহেব এসে দেখবেন |
|
রাজদীপ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: ওঁরা এসেছেন ‘সার্চিং’ করাতে। কিন্তু করবে কে? আপার ডিভিশন ক্লার্ক ছুটি গিয়েছেন। তাঁর শূন্য চেয়ারে কে বসবে, সেটারই সার্চ চলছে। ওঁরা এসেছেন সকাল-সকাল। কারও হাতে মিউটেশনের দরখাস্ত। কারও হাতে জমির দাগসূচি খতিয়ে দেখার অর্থাত্ সার্চিংয়ের কাগজ। সকাল ১০টায় দোর খুলল বটে, কিন্তু মন্দির শূন্য। সেখানে প্রথম পা পড়ল চতুর্থ শ্রেণির কর্মী আনন্দময় গোস্বামীর। |
|
থানায় অভিযোগ জানানোর
ঝক্কি কমাতে খুলল
সহায়তা কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা, আদ্রা: থানায় ঢুকতেই ধেয়ে এল প্রশ্ন— কী চাই? থানায় ঢুকতেই এমনিতেই ইতস্তত করছিল কলেজ পড়ুয়া মেয়েটি। প্রশ্ন শুনে তাঁর পা থমকে গেল। থানার বারান্দায় টেবিল সাজিয়ে বসে রয়েছেন দুই মহিলা কনস্টেবল। মুখে হাল্কা হাসি। পুলিশের মুখে হাসি দেখে ভরসা পেয়ে তিনি জানালেন, তাঁর মোবাইল ফোন হারিয়েছে। একটা অভিযোগ জানাতে এসেছেন। |
|
|
চাকরির নামে প্রতারণার নালিশ |
পাস করানোর দাবি, চড়াও স্কুলে |
|
টুকরো খবর |
|
বীরভূম |
পরিচয়পত্র না দেখিয়েই মিলছে ঘর ভাড়া |
|
অপূর্ব চট্টোপাধ্যায়, তারাপীঠ: স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তাঁরা তারাপীঠের একটি লজে উঠেছিলেন। পরের দিন সকালেই লজের ঘর থেকে উদ্ধার হয়েছিল ওই মাঝবয়সী মহিলার গলাকাটা দেহ। সেই ‘স্বামী’ যথারীতি বেপাত্তা। লজ কর্তৃপক্ষ ওই দু’জনের পরিচয়পত্র না দেখেই ঘর ভাড়া দিয়েছিলেন। তাঁরা যে ঠিকানা দিয়েছিলেন, সেটিও ছিল ভুয়ো। পুলিশের দাবি, লজ কর্তৃপক্ষের এই গাফলতির জেরেই দু’জনের কারও পরিচয় উদ্ধার করা যায়নি। যার নিট ফল— ২০১১ সালের ২৫ সেপ্টেম্বরের ওই ঘটনার আজও কিনারা করা যায়নি। |
|
বিদ্যুত্ না থাকায় বন্ধ সেচ প্রকল্প, সমস্যায় ময়ূরেশ্বরের বহু চাষি |
নিজস্ব সংবাদদতা, ময়ূরেশ্বর: বিদ্যুত্ সংযোগ না মেলায় বন্ধ হয়ে পড়ে রয়েছে ময়ূরেশ্বর থানা এলাকার একটি সেচ প্রকল্প। তার জেরে সেচ-সঙ্কটে পড়েছেন এলাকার একটি বড় অংশের কৃষিজীবী মানুষ। তাঁদের অভিযোগ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও ওই সেচ প্রকল্প চালু করার ব্যাপারে কোনও পদক্ষেপ করা হয়নি। |
|
|
পঞ্চায়েত সদস্যকে খুনের অভিযোগ |
পৌষমেলার টুকিটাকি |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|