সেমিফাইনাল
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত নিহার দত্ত ও শৈলেনচন্দ্র দাস স্মৃতি টি-২০ টুর্নামেন্টে শুক্রবার দু’টি খেলা হয়েছে। প্রথম খেলাটি হয়েছে সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে বেহালার রসা ক্রিকেট ইউনাইটেড অ্যকাডেমির। প্রথমে ব্যাট করে বেহালার দলটি ২৩২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৮৬ রানে অলআউট হয়ে যায় সাঁইথিয়ার দলটি। ৫১ রান করে ম্যাচের সেরা হন জয়ী দলের পলাশ ঘোষ। দ্বিতীয় খেলাটি হয়েছে সিউড়ি ডায়মন্ড ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে কলকাতার উত্পল চট্টোপাধ্যায় ক্রিকেট অ্যাকাডেমির। প্রথমে ব্যাট করে কলকাতার ওই দলটি ১২৮ করে। ৯৯ রানে অলআউট হয়ে যায় সিউড়ির দলটি। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জয়ী দলের শুভাশিস মণ্ডল। এ দিনও মাঠে উপস্থিত ছিলেন তিন কাউন্সিলর বিপ্লব দত্ত, শান্তনু রায় ও অম্বিকা দত্ত, বিশিষ্ট ক্রীড়াবিদ শম্ভুনাথ চট্টোপাধ্যায়। আজ শনিবার দু’টি সেমিফাইনাল আছে। একটিতে বেহালার জয়েস সেঠিয়া ও রসা, অন্যটি উত্পল চট্টোপাধ্যায় ও দুর্গাপুরের মধ্যে। সকাল ৯টা থেকে খেলা শুরু হবে।
|
বিদ্যুত্ চুরি
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
হুকিং করে সাবমার্সিবল পাম্প চালাচ্ছিলেন বিদ্যুত্ দফতরের এক ঠিকাকর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে হাতে নাতে ওই চুরি ধরল ময়ূরেশ্বর গ্রুপ ইলেকট্রিক সাপ্লাইয়ের একটি দল। সংশ্লিষ্ট স্টেশন ম্যানেজার গঙ্গাধর মালির নেতৃত্বে স্থানীয় বিদ্যুত্ বণ্টন কোম্পানির একটি দল ধনারপাড় এলাকায় অভিযান চালায়। গঙ্গাধরবাবু বলেন, “ঠিকাকর্মী ভাবঘাটির বাসিন্দা জয়ন্ত মণ্ডলকে ধরা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।”
|