মহিলা গ্রন্থাগারের ভাবনা রাজ্য সরকারের
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
শুরু হল বাঁকুড়া বইমেলা। —নিজস্ব চিত্র। |
রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের গ্রন্থাগার তৈরির চিন্তাভাবনা শুরু করেছে গ্রন্থাগার বিভাগ। শুক্রবার ২৯তম বাঁকুড়া জেলা বইমেলার উদ্বোধন করতে এসে এ কথা জানান গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের গ্রন্থাগার তৈরির চিন্তাভাবনা শুরু করেছি আমরা। মহিলারাই এই গ্রন্থাগারগুলির কর্মী হবেন। শুধু মহিলাদেরই এই গ্রন্থাগারের সদস্য করা হবে।” তাঁর মতে, মহিলাদের জন্য আলাদা গ্রন্থাগার হলে তাঁরা বই পড়ায় বেশি উৎসাহী হবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বস্ত্র মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, জেলাশাসক বিজয় ভারতী প্রমুখ। বাঁকুড়া বইমেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে নয় লক্ষ টাকা বাজেটের এই মেলায় এ বার বিভিন্ন প্রকাশনার ৭২টি বুক স্টল রয়েছে। অন্য দিকে, বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ রবীন্দ্র পাঠাগারের সম্প্রসারিত পাঠকক্ষের উদ্বোধন হল শুক্রবার। উদ্বোধন করেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের বস্ত্র মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ।
|
প্রৌঢ়ের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস |
কুমরুল স্টেশনের পাশে শুক্রবার সকালে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হয়। মৃত শিবু বাউরি-র (৫০) বাড়ি পাত্রসায়র থানার বীরসিংহ গ্রামে। ইন্দাসের কুমরুল গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। বাড়ির লোকেরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে তিনি বেরিয়ে যান। রাতে আর বাড়ি ফেরেননি। পুলিশের এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে ওই প্রৌঢ়ের দেহে বাইরে থেকে কোন আঘাতের চিহ্ন মেলেনি। ওই প্রৌঢ়ের মৃত্যুর কারণ জানতে দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • সিমলাপাল |
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রাথমিক ও হাইস্কুল শিক্ষকদের প্রশিক্ষণের বিশেষ কর্মশালা শুরু হয়েছে সিমলাপালে। বৃহস্পতিবার থেকে সিমলাপাল কলেজ অব এডুকেশন প্রাঙ্গণে আট দিনের এই কর্মশালা শুরু হয়েছে।
|
খাতড়ায় খেলা
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল বৃহস্পতিবার খাতড়া বিএড কলেজে। কলেজের সম্পাদক অনুপকুমার পাত্র জানান, ১০টি বিভাগে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী যোগ দিয়েছিলেন। অভিযান। হুকিং করে সাবমার্সিবল পাম্প চালাচ্ছিলেন বিদ্যুৎ দফতরের এক ঠিকাকর্মী। বৃহস্পতিবার হাতেনাতে চুরি ধরলেন বীরভূমের ময়ূরেশ্বরের বিদ্যুৎ কর্মীরা। |