মুম্বইয়ের মতোই কলকাতার ব্রিগেডেও নরেন্দ্র মোদীর সভায় থাকছে চা-বিক্রেতা চমক। মোদী ছোটবেলায় চা বিক্রি করতেন। তাই দেশের বাণিজ্য রাজধানীতে তাঁর সভায় চা-বিক্রেতাদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। আগামী ৫ ফেব্রুয়ারি ব্রিগেডে গুজরাতের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদীর সভাতেও রাজ্যের ৫০ হাজার চা-বিক্রেতাকে বিজেপি চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবে। পাশাপাশি, বিভিন্ন কলেজের ছাত্র সংসদকেও ওই সভার আমন্ত্রণপত্র পাঠাবে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ শুক্রবার ওই তথ্য জানিয়ে দাবি করেছেন, “ব্রিগেডে মোদীজি’র সভায় রেকর্ড ভিড় হবে!”
মোদীর সভাকে সফল করার উদ্দেশ্যে এ দিন মাহেশ্বরী সদনে বিজেপি-র জেলা সভাপতি এবং রাজ্য পদাধিকারীদের বৈঠক হয়। তার পরে রাহুল জানান, মোদীর সভার প্রচারের জন্য গোটা জানুয়ারি মাস জুড়ে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে একটি করে সভা করবে বিজেপি। ওই সভাগুলিতে বক্তৃতা করবেন রাহুল, তপন সিকদার, তথাগত রায়, শমীক ভট্টাচার্য এবং বাদশা আলম। এ ছাড়া, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, গ্রামের হাট, শহরের বাজার সর্বত্র ছোট সভা হবে। বার করা হবে ট্যাবলোও।
মোদীর সভার খরচ জোগাড়ের জন্য টাকা তোলার পন্থাও ঠিক করেছে রাজ্য বিজেপি। তারা প্রত্যেক বুথ থেকে ন্যূনতম ১০০ টাকা তুলবে। বুথের সমস্ত কর্মী মিলিত ভাবে ওই টাকা দেবেন। সব শহরের দোকানদারদের কাছে সভার আমন্ত্রণপত্র পাঠানোর পাশাপাশি তাঁদের কাছ থেকে ন্যূনতম ১০০ টাকা চাইবে বিজেপি। ১৮ থেকে ৪০ বছর বয়সীরা অনলাইন রেজিস্ট্রেশন করে মোদীর সভায় বসার আসন সংরক্ষণ করতে পারবেন। তাঁদের মধ্যে যাঁরা অনলাইনে ন্যূনতম ১০০০ টাকা দেবেন, তাঁরা একটা কার্ড পাবেন। সেই কার্ড দেখালে মোদীর কাছাকাছি আসন মিলবে।
|