ভিড় টানতে বইমেলায় এ বার লটারির নতুন চমক
ক্রমশ যেন বিষণ্ণ হয়ে আসছে ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা। গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে এমনটাই মনে করেছেন কলকাতা বইমেলার কর্তারা। আর সেই আশঙ্কা থেকেই কলকাতা বইমেলাকে এ বছর থেকে আরও চিত্তাকর্ষক করার পরিকল্পনা নিলেন গিল্ড কতৃর্পক্ষ। বদলানো হচ্ছে এর সাবেক কাঠামোও। মেলা চলবে ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি। এই ১২ দিনে শুধুমাত্র বইয়ের কেনাবেচাই নয়, গিল্ড চাইছে অন্যান্য প্যাকেজ সাজিয়ে মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে।
আর সেই লক্ষ্যেই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এ বছর নতুন সংযোজন ‘বই-লটারি’। থাকছে রূপম ইসলামের গিটার, ইতালিয় নৃত্যশিল্পীর অনুষ্ঠান। চিলির বিখ্যাত পরিচালক মিগুয়েল লিটিনের সঙ্গে অর্পনা সেনের মগ্ন আড্ডা। ভারতের অন্য ভাষার বিভিন্ন বই নিয়ে থাকবে গোটা একটি স্টলও। ভাষাবন্ধন নামে ওই স্টলটির যৌথ ভাবে উদ্বোধন করার কথা রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং লেখক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শশি তারুরের। তৈরি হচ্ছে বই মিউজিয়ামও। গিল্ডের সভাপতি সুধাংশু দে বলেন, “গুহাচিত্র-প্যাপিরাস-ভূর্জপত্র হয়ে আজকের ই-বুকের জমানা এই যে রূপান্তরের কাহিনি বা যাত্রাপথ, তাকে তুলে ধরা হবে সেখানে।” এ বারের থিম কান্ট্রি হল পেরু। গোটা বইমেলায় তাই ইনকা সভ্যতার ছোঁয়া তো থাকছেই, বাড়তি আকর্ষণ সে দেশের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ অতিথি হিসেবে থাকবেন মণিশঙ্কর সেন ও থিম কান্ট্রি পেরুর সাহিত্যিক রুডলফ হিনোস্ট্রোজা ক্লসেন।
তবে আয়োজকদের মতে এ বারের বইমেলার সব থেকে বড় আকর্ষণ হতে চলেছে বই-লটারি। মেলায় দর্শকেরা পাঁচশো টাকা দামের অধিক বই কিনলে পাবেন একটি করে কুপন। সেই কুপনের নম্বরের উপর ভিত্তি করে হবে লটারি। দিনে দু’বার। তাতে যার নম্বর উঠবে, পাঁচ হাজার টাকার গিফট কুপনের শিকে ছিঁড়বে তার ভাগ্যে। সেই কুপনের মাধ্যমে দর্শক নিজের পছন্দসই বই কিনে নিতে পারবেন। এই উদ্যোগের পিছনের কারণ ব্যাখ্যায় গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, “ইচ্ছুক ব্যক্তি এখন বই কিনতে চাইলে ওয়েবসাইট থেকেই তা কিনতে পারেন। তার জন্য বইয়ের দোকান বা বইমেলায় যাওয়ার প্রয়োজন হয় না। ফলে গোটা পৃথিবীতেই এখন বই বিক্রি কমছে। গত তিন-চার বছর ধরে ফ্র্যাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলাতেও একই চিত্র ধরা পড়েছে। ক্রমশ ভিড় কমে আসছে। আর কয়েক বছর পরে ওই মেলা সেখানে হবে কিনা, তা নিয়েই প্রশ্ন তৈরি রয়েছে।” সেই অভিজ্ঞতার ভিত্তিতে এখন থেকেই নড়েচড়ে বসেছে গিল্ড। চিরাচরিত প্রথায় বই বেচার পাশাপাশি তাই নতুন চমক আনারও চেষ্টা হচ্ছে।
ভিড়ের হিসেবে পৃথিবীর সব থেকে বড় বইমেলার সঙ্গে যুক্ত হতে পেরে আজ দৃশ্যতই উৎসাহিত ভারতে নিযুক্ত পেরুর রাষ্ট্রদূত জেভিয়ার পলনিচ। তাঁর কথায়, “এই সম্মান পেতে গত তিন বছর ধরে চেষ্টা করছিলাম। অবশেষে এ বছর থিম কান্ট্রির সম্মান পেল পেরু। ভারত ও পেরুর দু’দেশের সভ্যতাই প্রাচীন। কলকাতা হল এ দেশের সাংস্কৃতিক নগরী। ফলে বইমেলার সঙ্গে যুক্ত হওয়ার তাগিদ আমাদের পক্ষ থেকেও ছিল।”
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.