|
|
|
|
কলকাতা ম্যারাথনে দৌড়বেন সৌরভ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দিল দিয়ে দৌড়বেন। রান ফর আ নোবল কজ। এটাই শিরোনাম এ বারের কলকাতা ম্যারাথনে।
দারিদ্রসীমার নীচে থাকা ক্যান্সার রোগীদের চিকিত্সাকে অগ্রাধিকার দিতেই আগামী রবিবার যে কর্মযজ্ঞে হাজির থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ শহরের বিনোদন ও কর্পোরেট জগতের ‘হুজ হু’ রা। শুক্রবার দক্ষিণ কলকাতার পাঁচ তারা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানালেন উদ্যোক্তারা। ম্যারাথনের জন্য তৈরি বিশেষ টি-শার্টও প্রকাশ করলেন উষা উত্থুপ। প্রতিযোগিতার পুরস্কার মূল্য এগারো লক্ষ এক হাজার টাকা।
কলকাতা ম্যারাথনের এই সপ্তম সংস্করণে হুইল চেয়ারে অংশ নেবেন এক জন। দৌড়বেন আশি পেরোনো দুই মহিলাও। হাজির থাকার কথা দেশের দুই মহিলা অ্যাথলিট প্রিজা শ্রীধরণ এবং কবিতা রাউতেরও। আয়োজকদের তরফে স্বপন রাহা জানিয়েছেন, ৪২.১৯৫ কিলোমিটার এই ম্যারাথনে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই দশ হাজার আবেদনপত্র জমা পড়েছে তাঁদের কাছে। রেড রোড থেকে শুরু হয়ে সায়েন্স সিটি, পাটুলি, যাদবপুর ঘুরে দৌড় শেষ হবে রেড রোডেই। |
কলকাতা ম্যারাথনের বিশেষ টি-শার্ট প্রকাশ অনুষ্ঠানে
উষা উত্থুপ ও মীর। শুক্রবার।—নিজস্ব চিত্র। |
তবে দিল্লি এবং মুম্বই ম্যারাথনে যে রকম বিদেশি প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ নেই কলকাতায়। তা সত্ত্বেও ইন্টারনেটে কলকাতা ম্যারাথনের কথা শুনে এ দিন শহরে হাজির কিনিয়ার অ্যাথলিট হেনরি তারুস। যদিও তাঁকে অংশ নিতে দেওয়া হয়নি। রাতে শহরের একটি গেস্ট হাউসে তাঁর থাকার ব্যবস্থা করে দেন আয়োজকরাই।
রবিবার ভোর ছ’টায় ম্যারাথনের ফ্ল্যাগ অফ করবেন রাজ্যপাল এম কে নারায়ণন। থাকছে মিনি ম্যারাথন (১১ কিমি), ফান রান অর ওয়াক, কর্পোরেট রান এবং স্কুল রানও (সবগুলোই ৪.২ কিমি)। যেখানে বাণিজ্য, বিনোদন এবং শিক্ষা জগতের অনেক পরিচিত মুখকেই দেখা যেতে পারে বলে খবর। ক্রীড়া ও পরিবহন মন্ত্রী মদন মিত্র এবং রাজ্যের আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাসও কিছুটা পথ দৌড়বেন ব্যারেটো, আদিল খান, মেহরাজউদ্দিনের মতো ময়দানের প্রথম সারির ফুটবলারদের সঙ্গে। |
|
|
|
|
|