|
|
|
|
আইপিএল সাত: এ বার টুর্নামেন্ট হয়তো দু’ভাগে |
ফ্র্যাঞ্চাইজিদের পছন্দে এগিয়ে আছে শ্রীলঙ্কা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আইপিএল সেভেন-কে দু’ভাগে ভেঙে আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত ভাবনা রয়েছে একটা অংশ ভারতে এবং অন্য অংশ অন্য কোনও দেশে করার। কারণ আর কিছুই না, ২০১৪ এপ্রিলে অনুষ্ঠেয় আইপিএলের সময়ই সাধারণ নির্বাচন হওয়ার কথা।
বোর্ডের শীর্ষস্থানীয় এক কর্তা এ দিন প্রচারমাধ্যমে এ কথা বললেও সঙ্গে যোগ করেন, টুর্নামেন্টের দ্বিতীয় অংশ কোন দেশে হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। তাঁর বক্তব্য, “নির্বাচনের সময় নিরাপত্তার কথা ভেবে আইপিএলকে দু’ভাগে ভেঙে দেওয়া হতে পারে। কিন্তু কোন অংশটা দেশে হবে, সেটা এখনও চূড়ান্ত করা হয়নি। নির্বাচনের দিন ঘোষণা হলে সিদ্ধান্ত নেওয়া হবে।” ২০১৪ এপ্রিল এবং মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার কথা। এবং আইপিএল সেভেনের শুরু হওয়ার কথা ১২ এপ্রিল। এখন পর্যন্ত ঠিক হয়েছে, ১১ জানুয়ারি বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর আইপিএল কমিটির বৈঠকে এটা নিয়ে আলোচনা হবে। তার আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কথা বলে তাদের মতামতও নেওয়া হবে।
আইপিএলের কিছু ম্যাচ বিদেশে হলে সেই ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে পারে শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০০৯-এ যখন নির্বাচনের জন্য ভারতে আইপিএল করা যায়নি, তখন পুরো টুর্নামেন্টটাই হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। অন্য দিকে আবার এশীয় ক্রিকেট কাউন্সিল ইঙ্গিত দেয় যে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে এশিয়া কাপ সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হতে পারে। কেউ কেউ মনে করছেন, আইপিএল আয়োজনের দায়িত্বও তাদের দিতে পারে ভারতীয় বোর্ড। শোনা যাচ্ছে, বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি মালিকই চান আইপিএলের ম্যাচ দেশের বাইরে হলেও যেন এশীয় কোনও দেশে হয়। সেক্ষেত্রে শ্রীলঙ্কা তাঁদের বেশি পছন্দ। বোর্ড কর্তাটির কথায়, “আইপিএলের কিছু ম্যাচ যদি দেশের বাইরে সরিয়ে নেওয়া হয়, তা হলে সেগুলো কোন দেশে হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে তিন সপ্তাহ পর।” |
|
|
|
|
|