|
|
|
|
বার্বাতভে ওয়েঙ্গারের ‘না’
নিজস্ব প্রতিবেদন
৩ জানুয়ারি |
‘অ্যালেক্স ফার্গুসন ভূত’ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সম্পর্কিত সব ব্যাপারেই বোধহয় দেখেন ইপিএলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেন ওয়েঙ্গার! ফার্গুসন এখন প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বস। দিমিতার বার্বাতভ-ও এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নেই। ফুলহ্যাম স্ট্রাইকার। কিন্তু একদা ফার্গুসনের টিমের ফুটবলারকে কি আর নিজের দলে নিতে পারেন ওয়েঙ্গার? ফলে অনেক দূর কথাবার্তা এগোলেও বার্বাতভের চলতি জানুয়ারির ফিফা ট্রান্সফার উইন্ডো-এ আর্সেনালে সই করার বিষয়ের উপর ঠান্ডা জল ঢেলে দিয়েছেন দলের বস ওয়েঙ্গার। তাঁর কথায়, “এই মুহূর্তে আমাদের দলের জন্য নতুন স্ট্রাইকারের তালিকায় যে নামগুলো রয়েছে তার মধ্যে বার্বাতভ নেই।” বরং ওয়েঙ্গার যুতসই কোনও স্ট্রাইকার না পেলে তাঁর দলের আহত ডেনমার্ক স্ট্রাইকার বেন্ডনার-এর সম্পূর্ণ চোটমুক্তির জন্যও অপেক্ষা করবেন বলে জানিয়েছেন। তার পর ঠিক করবেন নতুন কাউকে সই করাবেন কি না।
এ দিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে দেওয়া যখন বিশ্বের অনেক ফুটবলারেরই স্বপ্ন থাকে, তখন এক তারকা ইতালীয় মিডফিল্ডারের মতে, তিনি ম্যান ইউয়ে সই করলে তাঁকে নাকি আত্মহত্যা করতে হত! রোমা-র ড্যানিয়েল ডি রোসি-র কথায়, “গত বছর আমি রোমায় স্বাচ্ছন্দ্য অনুভব করিনি ঠিকই, কিন্তু তা বলে এ বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করে ফেললে আরও সেটা খারাপ হত। হয়তো আত্মহত্যাই করে বসতাম।”
রোমার কোচ রুডি গার্সিয়ার মতে গত বছর ম্যান ইউ রোসিকে দলে নিতে চেয়েছিল। কিন্তু প্রস্তাবটা এত দেরিতে আসে যে রোমার পক্ষে তা মানা সম্ভব ছিল না। গার্সিয়া বলেন, “আমি ওদের বলেছিলাম শেষ মুহূর্তে রোসিকে ছাড়তে পারব না। পরে একটা দিন ঠিক করেছিলাম এই নিয়ে কথা বলার জন্য। কিন্তু ব্যাপারটা আর এগোয়নি।” তবে, ঠিক কী কারণে ডি রোসি এমন মন্তব্য করলেন সেটা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, চলতি মরসুমে রোমার দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি ম্যান ইউয়ের দুর্গতির দিকেই ইঙ্গিত করে তাঁর এই মন্তব্য। |
|
|
|
|
|