টুকরো খবর
মেহতাবকে পাওয়ার আশা ছাড়ছেন না আর্মান্দো
ফেডারেশন কাপে মেহতাবকে পাওয়ার ব্যাপারে এখনও হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসো। বলছেন, “গ্রুপ লিগে মেহতাবকে পাওয়া যাবে না ধরেই এগোচ্ছি। তবে দল সেমিফাইনালে গেলে ওকে পাওয়ার একটা ক্ষীণ আশা রয়েছে। তবে সেটা নির্ভর করবে ডাক্তারের রিপোর্ট এবং মেহতাবের ম্যাচ ফিটনেসের ওপর।”মেহতাব না থাকায় তাই ফেড কাপের গ্রুপ লিগে খাবরা এবং সুবোধ কুমারের মতো মাঝমাঠে রক্ষণাত্মক দুই ফুটবলারকেই তৈরি রাখছেন কোচ। বৃহস্পতিবার মহমেডানের বিরুদ্ধে ম্যাচ থাকায় এ দিন প্রথম একাদশের ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন আর্মান্দো। তবে বৃহস্পতিবার যুবভারতীতে মেহরাজ বক্সে লোবোকে অবৈধ ভাবে আটকানোয় পেনাল্টি না পাওয়ার ক্ষোভ এখনও যায়নি লাল-হলুদ কোচের। এ দিন অনুশীলন শেষে তা গোপনও করেননি। কৌশলের সঙ্গে বলেন, “ম্যাচে যা হয়েছে তা সবাই দেখেছে। রেফারির সিদ্ধান্ত নিয়ে কোনও চ্যালেঞ্জ নয়। কেরলে দেখেছি রেফারি পেনাল্টি দিলেও লাইন্সম্যান তা দিচ্ছেন না। এ সব ঘটনাকে দুভার্গ্যজনকই বলতে হবে। এর বেশি কিছু বলতে চাই না।”মহমেডান তাঁর ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হওয়া পিছিয়ে দিল কি না তা জানতে চাইলে আর্মান্দো কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। এ দিকে, ক্লাবের প্রাক্-শতবর্ষ অনুষ্ঠান কলকাতার সঙ্গেই ইস্টবেঙ্গল সমর্থক অধ্যুষিত দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাইছেন লাল-হলুদ কর্তারা। শিলচর, গুয়াহাটি, কটক, শিলিগুড়ি-সহ দেশের বিভিন্ন শহরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি আসিয়ান জয়ী দলকেও সংবর্ধিত করার চিন্তা-ভাবনা করছেন কর্তারা। যা এই শহরগুলোর কোনও একটায় জমকালো ভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে লাল-হলুদ পরিবারের।

পুরনো খবর:
চেন্নাই ওপেনে হার ভামব্রিরও
ডাবলসে রোহন বোপান্নার হারের পরের দিনই সিঙ্গলসে চেন্নাই ওপেন থেকে ছিটকে গেলেন দেশের উঠতি টেনিস তারকা য়ুকি ভামব্রি। শীর্ষবাছাই ইন্দো-পাক এক্সপ্রেসের দ্বিতীয় রাউন্ডেই কারেন কাশেনভ-সাকেত মিনেনির কাছে হারটা অপ্রত্যাশিত ছিল। তবে য়ুকির চ্যালেঞ্জটা ছিল প্রচণ্ড কঠিন। বিশ্বের ৩২ নম্বর, কানাডার ভাসেক পসপিসিলের কাছে শেষ পর্যন্ত ৩-৬, ৩-৬ হারেন য়ুকি। পসপিসিলের লড়াই এ বার শেষ চারে সুইত্‌জারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার বিরুদ্ধে। যিনি অপর কোয়ার্টার ফাইনালে ৬-২, ৬-১ উড়িয়ে দেন স্লোভাকিয়ার আলজাজ বেদেনে-কে। গত বছর যাঁর বিরুদ্ধে শেষ আটে হেরেছিলেন ওয়ারিঙ্কা। এ বার ট্যুরে ৩০০তম ম্যাচ জিতে যার মধুর প্রতিশোধ নিলেন। ম্যাচের পর ওয়ারিঙ্কা যদিও বলেন, “কেউ একটা বলল এটা আমার তিনশোতম জয়। শুনে দারুণ লাগছে। ২০১৩ বেশ ভাল কাটানোর পর নতুন মরসুমে ফোকাস করতে চাই।”

রঞ্জি ট্রফিতে সময় চান জাহির
মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বইকে নেতৃত্ব দিতে পারেন জাহির খান। এমসিএ অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করলেও এখনও পরিষ্কার নয় দক্ষিণ আফ্রিকা থেকে সদ্য দেশে ফেরা জাহির এই ম্যাচে নামবেন কি না। এমসিএ যুগ্ম সচিব নীতিন দালাল বলেন, “সিদ্ধান্ত জানাতে শনিবার পর্যন্ত জাহির সময় চেয়েছে। নির্বাচকরা ওই দিনই বিকেলে বৈঠকে দল বেছে নেবে। আশা করছি জাহির খেলবে।” চলতি মরসুমে রঞ্জিতে মুম্বইয়ের বোলিং বিভাগের পারফরম্যান্স খুব একটা ভাল নয়। তাই টিমের বোলারদের মনোবল চাঙ্গা করতে জাহিরকে শেষ আটের যুদ্ধে নামাতে চাইছে এমসিএ। জাহির এ মরসুমে মুম্বইয়ের হয়ে চার রঞ্জি ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন।

পুরনো খবর:
বাবা-ছেলের জুটি
গোটা বিশ্ব ঘুরেছেন ধারাভাষ্যের জন্য, কিন্তু রঞ্জি ট্রফিতে কখনও মাইক হাতে নেননি সুনীল গাওস্কর। চলতি মরসুমে সেই অভিষেক ঘটছে ‘লিটল মাস্টার’-এর। শোনা যাচ্ছে, ওয়াংখেড়েতে মুম্বই আর মহারাষ্ট্রের কোয়ার্টার ফাইনালে ধারাভাষ্যের দায়িত্বে থাকতে পারেন গাওস্কর। বোর্ডের ধারাভাষ্যকারদের প্যানেলে আবার রোহন গাওস্করও আছেন। তাই রঞ্জিতে বাবা আর ছেলের জুটিকে মাইক হাতে দেখার সম্ভাবনাও প্রবল।

টেনিসের চার কন্যা
অস্ট্রেলীয় ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট অকল্যান্ড ক্লাসিক আর ব্রিসবেন ইন্ট্যারন্যাশনালে মেয়েদের সিঙ্গলসে বর্তমান ও তিন প্রাক্তন বিশ্বসেরার লড়াই। ব্রিসবেনে জঘন্য প্রথম সার্ভ নিয়েও মারিয়া শারাপোভাকে সেমিফাইনালে উড়িয়ে দিলেন সেরেনা উইলিয়ামস। বিশ্বের এক নম্বরের সামনে গত দু’বারের অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। অকল্যান্ডে আনা ইভানোভিচ সাত বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেনাস উইলিয়ামসের সামনে। এর আগে মোট ন’বারের সাক্ষাতে আট বারই ভেনাসের কাছে হেরেছেন আনা।

সচিনের ছবি
সচিন তেন্ডুলকরের ২৫টিরও বেশি বিভিন্ন মুডের ছবির প্রদর্শনী শনিবার মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে। শিল্পি অশোক কারনিক। ক্যানভাসে মাস্টার ব্লাস্টারকে বিভিন্ন ভাবে ফুটিয়ে তোলা অশোক বলেন, “সচিনকেও দেখিয়েছি কয়েকটা ছবি। খুশি হয়ে অটোগ্রাফও দিয়েছেন উনি।” এ দিকে, দেশের প্রায় দু’হাজার স্কুলে ক্যানসার রোধে সচেতনতা বাড়াতে উদ্যোগী যুবরাজ সিংহের সংস্থা ‘ইউউইক্যান’। ক্যানসার জয়ী তারকা ক্রিকেটারের সংস্থা প্রচার চালাবে ২৬টি শহরে।

অর্জুন পুরস্কার
বিতর্ক এড়াতে অর্জুন পুরস্কার নিয়ে নতুন সিদ্ধান্ত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের। পুরস্কার জয়ের যুদ্ধে এ বার থেকে আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জয়ীদের এগিয়ে রাখা হবে। অলিম্পিক আর প্যারা অলিম্পিকে পদক জয়ীদের পরই গুরুত্ব পাবে যথাক্রমে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ, এশিয়ান গেমস আর কমনওয়েলথ গেমস। ক্রিকেট এবং যে সব দেশজ খেলা অলিম্পিকের অন্তর্ভুক্ত নয়, সে ক্ষেত্রে প্লেয়ারের ব্যক্তিগত দক্ষতার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, খেলোয়াড়োচিত মনোভাবের বিচারে সর্বাধিক দু’জন পুরস্কৃত হবেন।

ইংল্যান্ড থেকে মহমেডানে
ইংল্যান্ডের ক্লাবে কোচিং করানোর ফাঁকেই মহমেডানের যুব দলের কোচিং করতে এলেন মলয় সেনগুপ্ত। অনূর্ধ্ব-১৯ আই লিগ শুরু ফেব্রুয়ারিতে। সেখানে সাদা-কালোর দল তৈরির দায়িত্বে বর্তমানে মুম্বই নিবাসী মলয়। ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনের ক্লাব লুটান ইউনাইটেড এফ সি-র ইউথ ডেভেলপমেন্ট কোচ হিসেবে তিন বছরের চুক্তি রয়েছে সোদপুরের ছেলেটির। বলছিলেন, “লুটান থেকে চার মাসের ছুটি পেয়েছি। মহমেডান আমাকে প্রস্তাব দিয়েছিল। দায়িত্ব নিলাম।”

মারের চেন্নাই-প্রীতি
চেন্নাই ওপেনে খেললে ভাল হত। এ রকমই ইঙ্গিত দিয়েছেন এক নম্বর ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। “আমন্ত্রণ পেলে নিশ্চয়ই চেন্নাই ওপেন খেলব,” এক সাক্ষাত্‌কারে বলেছেন মারে। তাঁর বক্তব্য, “ট্যুরে কয়েকজনের মুখে শুনেছি চেন্নাইয়ের পরিবেশ অস্ট্রেলীয় ওপেনের প্রস্তুতির জন্য আদর্শ।” তবে শুধু এই কারণেই মারে চেন্নাইয়ে খেলতে চান ভাবলে ভুল হবে। আরও একটা কারণ আছে। সেটা কী? মারের মুখেই জবাবটা শোনা গেল, “আমার ফেভারিট চিকেন বিরিয়ানি।”

খেতাব কৌস্তভের
হাওড়ায় আন্তর্জাতিক ওপেন দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কৌস্তভ চট্টোপাধ্যায়। তাঁর সংগ্রহ ৯ পয়েন্ট। দ্বিতীয় রাজদীপ সরকার ও তৃতীয় খুশি ধারেওয়া। খেতাবজয়ী পেলেন ১৮ হাজার টাকা। পুরস্কার বিতরণে হাজির ছিলেন রাজ্যের কৃষি ও উন্নয়ন মন্ত্রী অরূপ রায়। টুর্নামেন্টের আয়োজক হাওড়া জেলা দাবা সংস্থা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.