মরসুমের প্রথম ডার্বিতে পাওয়া চোটের জেরেই দ্বিতীয় ডার্বি খেলতে পারছেন না মেহতাব হোসেন। এমনকী তাঁর ফেড কাপ খেলার সম্ভাবনাও কঠিন হয়ে উঠেছে।
আই লিগের মোহনবাগান ম্যাচে হাঁটুতে চোট পান ইস্টবেঙ্গল অধিনায়ক। সেই চোট এখনও ভোগাচ্ছে মেহতাবকে। আজ শুক্রবার সকালে মুম্বইয়ে ডাক্তার অনন্ত যোশীকে দেখাতে যাচ্ছেন তিনি।
লাল-হলুদের মাঝ-মাঠের অন্যতম ভরসা মেহতাব। অথচ ফেড কাপের মতো হাই প্রোফাইল টুর্নামেন্টে তাঁকে পাওয়া যাবে না। স্বভাবতই বেশ চিন্তায় কোচ আর্মান্দো কোলাসো। বৃহস্পতিবার মহমেডান ম্যাচ ড্র করার পর গম্ভীর মুখে গোয়ার কোচ বললেন, “ফেড কাপে মেহতাবের খেলার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে।” মেহতাব নিজে বলছেন, “ব্যথা তো এখনও রয়েছে। ডাক্তার অনন্ত যোশীকে দেখানোর পর দেখি উনি কী বলেন।”
|
মেহতাব অবশ্য ডার্বিতে পাওয়া চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন। কলকাতা লিগের ম্যাচও খেলছিলেন। কিন্তু আর্মি একাদশ ম্যাচে আবার হাঁটুতে একই জায়গায় চোট পান তিনি। তারপর থেকে ব্যথা বেড়েছে। হাঁটুতে মেহতাবের যে চোট রয়েছে, ডাক্তারি পরিভাষায় বলে ‘মেনিস্কাস’। সহজ করে বলতে গেলে, কার্টিলেজে চোট। এ ধরনের চোট ফুটবলারদের হয়েই থাকে। অনেকে তো এই চোট নিয়েই শুধুমাত্র রিহ্যাব করে দিনের পর দিন খেলে চলেন। তবে সারাজীবন নাকি এই ব্যথা থেকেই যায়। ইস্টবেঙ্গলের সহ-সচিব ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত বললেন, “এ ধরনের চোটের ক্ষেত্রে অস্ত্রোপচার করেও কিন্তু খুব বেশি লাভ হয় না।”
লাল-হলুদ অধিনায়ক যখন চোট সমস্যায় জেরবার। মোহনবাগান অধিনায়ক তখন জ্বরে কাবু। জ্বরের জন্য বৃহস্পতিবার অনুশীলনেও আসতে পারেননি ওকোলি ওডাফা। ক্লাব সূত্রের খবর, সামান্য জ্বর হলেও গুরুতর কোনও বিষয় নয়। এ দিকে ছুটি কাটিয়ে সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার রাতেই শহরে চলে এসেছেন করিম বেঞ্চারিফা। আজ শুক্রবার থেকে অনুশীলনে নেমে পড়ার কথা মরক্কান কোচের। |