জাহাজ আটকে গিয়েছিল দক্ষিণ মেরুর বরফে। তার এক সপ্তাহেরও পরে হাজির হল উদ্ধারকারী
চপার। রেহাই পেলেন ৫২ জন গবেষক ও পর্যটক। তাঁদের সরিয়ে আনা হল অস্ট্রেলীয় জাহাজ ‘অরোরা’য়।
২৮ নভেম্বর নিউজিল্যান্ড থেকে রওনা হয়েছিল ‘অ্যাকাডেমিক শোকালস্কি’ নামে একটি রুশ জাহাজ।
সমুদ্রের জল জমে যাওয়ায় ২৪ ডিসেম্বর হোবার্টের দক্ষিণে আটকে পড়ে সেটি। ভারী বাতাস, কুয়াশা,
নাগাড়ে বরফ পড়ায় এ ক’দিন জাহাজটির অবস্থান
নির্ণয় বা সমুদ্রের বরফ কেটে অনুসন্ধান
পর্ব শুরু করা যায়নি। অবশেষে বৃহস্পতিবার মিলেছে মুক্তি। ছবি: এএফপি। |