ছুটি শেষ, প্র্যাকটিসে ফিরলেন মোহন-কোচ |
কলকাতা লিগে আর কোনও আশা দেখছেন না করিম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মিনি ডার্বিতে ইস্টবেঙ্গল দু’পয়েন্ট নষ্ট করলেও কলকাতা লিগ জয়ের আশা দেখছেন না মোহনবাগান কোচ করিম বেঞ্চারিফা।
সিঙ্গাপুর থেকে দশ দিনের ছুটি কাটিয়ে শুক্রবারই মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন করিম। লিগে ভাল জায়গায় থাকতে হলে মহমেডানের সঙ্গে ম্যাচ জেতা জরুরি। সেই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার তিন দিন আগে মরোক্কান কোচ বলে দিলেন, “কলকাতা লিগ জেতাটা আমাদের হাতে নেই। অন্য দলগুলোর জেতা হারার উপরেই নির্ভর করে থাকতে হবে আমাদের।”
ওডাফা-কাতসুমিদের কোচের যা মনোভাব তাতে কলকাতা লিগের শেষ দুটো ম্যাচ ফেডারেশন কাপের প্রস্তুতি হিসেবে দেখছে বাগান। “কলকাতা লিগ জিতব কি না তা নিয়ে ভাবছি না। ভাবছি ফেডারেশন কাপ নিয়ে। লিগের শেষ দুটো ম্যাচ জিততে পারলে জয়ের মানসিকতা নিয়েই ফেড কাপে প্রবেশ করতে পারব।” |
|
ইস্টবেঙ্গলকে যে আর কলকাতা লিগে ধরা যাবে না সেটা আন্দাজ করেই সম্ভবত বাগান কোচ বলে দিলেন, “কলকাতা লিগ শুরু হওয়ার সময় অনেক দল ভাল অবস্থায় ছিল। কয়েকটি ক্লাবে ভাল বিদেশি ফুটবলাররাও ছিল। কিন্তু এই মুহূর্তে সেই দলগুলো বিদেশিদের ছেড়ে দিয়েছে। ফলে দুর্বল হয়ে পড়েছে তারা।” করিমের লক্ষ্য যে কালীঘাট এম এসের মতো প্রতিপক্ষ তা বুঝতে অসুবিধা হয় না। যাদের সঙ্গে এখনও খেলা বাকি ইস্টবেঙ্গলের।
যুবভারতীতে এ দিন অনুশীলন করল মোহনবাগান। ওডাফা-সহ সব ফুটবলারই এসেছিলেন। সোমবারের ম্যাচে করিমের সুবিধা কার্ড সমস্যায় খেলতে পারবেন না মহমেডানের দুই বিদেশি জোসিমার ও লুসিয়ানো সাব্রোসা। যার মানে করিম-ব্রিগেডের বিরুদ্ধে একজন বিদেশি খেলাবে মহমেডানপেন ওরজি। তবুও সঞ্জয় সেনের দলকে সমীহ করছেন করিম। বলেন, “মহমেডান খুবই ভাল দল। ওদের দলে প্রতিভার অভাব নেই। খুূবই কঠিন হবে ওদের হারানো।”
ডেম্পো-রাঙ্গদাজিদের মতো দলের কাছে হেরে গত বছরের শেষে চাকরি বাঁচানোর লড়াই করছিলেন করিম। তবুও বাগান কোচ দাবি করছেন, মোহনবাগান ভাল খেলছে। “এই মরসুমে আমরা খারাপ খেলছি না। শুধু ধারাবাহিকতার অভাব। কিন্তু শেষ তিনটে ম্যাচ জিতে দলের আত্মবিশ্বাসও বেড়েছে।” |
পুরনো খবর: ওডাফার জোড়া গোলে করিমের চাকরি বাঁচল
|
|